পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) > o লইয়া বেদির চারি শৃঙ্গে, সোপানের চারি প্রান্তে ও চারিদিকে তাহার নিকালে সেচন করিয়া বেদি মুক্তপাপ করিবে, ও তাহার জন্ত প্রায়শ্চিত্ত করিবে । ২১ পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধৰ্ম্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহ পোড়াইয়া ২২ দিবে। আর তুমি দ্বিতীয় দিনে পাপার্থক বলিরূপে এক নির্দোয ছাগ উৎসর্গ করিবে ; তাহাঁতে [ যাজকেরা ] বৃষ দ্বারা যেমন করিয়াছিল, তেমনি যজ্ঞবেদি ২৩ মুক্তপাপ করবে। তাহ মুক্তপাপ করণ সমাপ্ত করিলে পর তুমি নির্দোষ এক যুবর্ষ ও পালের নির্দোষ এক ২৪ মেষ উৎসর্গ করবে। তুমি তাহাদিগকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজকগণ তাহাদের উপরে লবণ ফেলিয়া দিয়া সদাপ্রভুর উদেশে হোমার্থে ২৫ তাহাদিগকে বলিদান করবে। সপ্তাহ কাল প্রতিদিন তুমি পাপার্থক বলিরূপে এক এক ছাগ উৎসর্গ করিবে: আর তাহারা নির্দোষ এক যুবর্ষ ও পালের এক মেব ২৬ উৎসর্গ করিবে । সপ্তাহ কাল তাহারা যজ্ঞবেদির জন্ত প্রায়শ্চিত্ত করিবে, তাহ শুচি করবে ও সংস্কার দ্বারা ২৭ পূত করবে। সেই সকল দিন অতীত হইলে পর | অষ্টম দিন হইতে যাজকের সেই যজ্ঞবেদিতে তোমাদের হোমার্থক ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবে, তাহাতে । আমি তোমাদিগকে গ্রাহ করিব ; ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । 釁 88 পরে তিনি ধৰ্ম্মধামের পূর্বাভিমুখ বহিৰ্দ্ধারের দিকে আমাকে ফিরাইয়া আনিলেন ; তখন সেই ২ দ্বার রুদ্ধ ছিল। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলী যাইবে না ; এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না ; কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ৩ ইহ। রুদ্ধ থাকিবে । অধ্যক্ষ বলিয়। কেবল অধ্যক্ষই সদাপ্রভুর সম্মুখে আহার করণার্থে ইহার মধ্যে বসিবেন : তিনি এই দ্বারের বারাওরি পথ দিয়৷ ভিতরে আসিবেন, ও সেই পথ দিয়া বাহিরে যাইবেন। নূতন মন্দির সংক্রান্ত নিয়মাবলি। ৪ পরে তিনি উত্তরদ্ধারের পথে আমাকে গৃহের সম্মুখে আনিলেন ; তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেশ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল ; ৫ তখন আমি উবুড় হইয়া পড়িলাম। সদাপ্রভু আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, সদাপ্রভুর গৃহের সমস্ত বিধি ও সমস্ত ব্যবস্থার বিষয়ে যাহা যাহা আমি তোমাকে বলিব, তুমি তাহতে মনোযোগ কর, স্বচক্ষে তাহ। নিরীক্ষণ কর ও স্বকৰ্ণে শ্রবণ কর, এবং এই যুহু প্রবেশ করিবার ও ধৰ্ম্মধাম হইতে বাহিরে যাইও বার সমস্ত পথের বিষয়ে মনোযোগ কর। আর সেই বিদ্রোহী দলকে, ইস্রায়েল-কুলকে বল, প্ৰভু সদাপ্রভু এই ফথ কহেল, হে ইস্রায়েল-কুল, তোমাদের সকল ঘিহিস্কেল । 8 ৩ ; ২১ – ৪ 8 : ১৭ } ৭ জঘন্ত ক্রির যথেষ্ট হইয়াছে । বস্তুতঃ তোমর। অচ্ছিন্নত্বক হৃদয় ও আচ্ছন্নত্বক্ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধৰ্ম্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমর আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের ৮ সকল জঘন্ত ক্রিয়া ছাড়া ইহা করিয়াছ । আর তোমরা আমার পবিত্র বিষয়সমূহের রক্ষণীয় রক্ষা কর নাই ; কিন্তু আপনাদের ইচ্ছামতে আমার ধৰ্ম্মধামে রক্ষণীয়ের রক্ষক নিযুক্ত করিয়াছ । ৯ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যে সকল বিজাতীয় লোক আছে, তাহাদের মধ্যে আচ্ছিন্নত্বক হৃদয় ও অচ্ছিন্ন ত্বক মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার ধৰ্ম্মধামে প্রবেশ করিবে ১• না। কিন্তু ইস্রায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদিগের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবায়গণ আম হইতে দূরে গিয়াছিল, তাহার। আপন আপন পাপ বহন করিবে । ১১ তথাপি তাহারা আমার ধৰ্ম্মধামে পরিচারক হইবে, গৃহের সকল দ্বারে পরিদর্শক ও গৃহের পরিচারক হইবে তাহার প্রজাগণের জন্ত হোমবলি ও অন্ত বলি হনন করিবে, এবং তাহদের পরিচর্য্যা করিতে ১২ তাহদের সম্মুখে দণ্ডায়মান হইবে । তাহদের পুত্তলিগণের সাক্ষাতে তাহার প্রজাগণের পরিচয্য করিত এবং ইস্রায়েল কুলের অপরাধজনক বিঘ্নস্বরূপ হইত : সেই জন্ত আমি তাহাদের বিরুদ্ধে আপন হস্ত তুলিলাম, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন ; তাহার। আপন আপন ১৩ পাপ বহন করবে। আমার উদ্দেশে যাজকীয় কৰ্ম্ম করিতে তাহার। আমার নিকটবৰ্ত্তী হইবে না ; এবং আমার পবিত্র দ্রব্য সকলের, বিশেষতঃ আমার অতি পবিত্র দ্রব্য সকলের নিকটে আসিবে না, কিন্তু আপনাদের অপমান ও আপনাদের কুত জঘন্ত ক্রিয়ার ১৪ ভার বহন করবে। তথাপি আমি তাহাদিগকে গৃহের সমস্ত সেবাকৰ্ম্মে ও তন্মধ্যে কৰ্ত্তব্য সমস্ত কৰ্ম্মে গৃহের রক্ষণীয়ের রক্ষক করব । ১৫ কিন্তু ইস্রারেল-সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদোকের সন্তান ষে লেবীয় আজকের আমার ধৰ্ম্মধামের রক্ষণীয় রক্ষা করিত, তাহারাই আমার পরিচয্য করণার্থে আমার নিকটবৰ্ত্তী হইবে, এবং আমার উদ্দেশে মেদ ও রক্ত উৎসর্গ করণাথে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্ৰভু ১৬ সদাপ্রভু বলেন । তাহারাই আমার ধৰ্ম্মধামে প্রবেশ কারবে, এবং তাহারাই আমার পরিচর্য্য করণার্থ আমার মেজের নিকটে আসিবে, ও আমার রক্ষণীয় ১৭ রক্ষা করবে। অন্ত:প্রাঙ্গণের দ্বারে প্রবেশ করবার সময়ে তাহার। মসীনার বস্ত্র পরিধান করিবে - অন্তঃপ্রাঙ্গণের সকল দ্বারে ও গৃহমধ্যে পরিচর্য্যা করিবার সময় তাহীদের গাত্রে মেষলোমের বস্ত্র 710