৪ 8 : ১৮ – ৪ ৫ ; ১৫ । ] ১৮ উঠিবে না। তাছাদের মন্তকে মদীনার শিরোভূষণ ও কটিদেশে মসৗনার জাজিয়া থাকিবে, তাহার ১৯ ঘৰ্ম্মজনক কিছুতে বদ্ধকটি হইবে না। তার যখন তাহার বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্য্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরীতে রাখিয়া দিবে, এবং অন্ত বস্ত্র পরিধান করিবে ; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজা লোকদিগকে পবিত্র করিবে ২• না। তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে । ২১ আগর অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করিবার সময়ে যাজকদের ২২ মধ্যে কেহই দ্রাক্ষারস পান করিবে না। তাহার বিধবাকে কিম্বা পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলজাত অনুঢ়। কস্তাকে, কিম্ব যাজ২৩ কের বিধবাকে বিবাহ কfরবে। আর তাহারা আমার প্রজাগণকে পবিত্র ও সামান্তের প্রভেদ শিক্ষা দিবে, ২৪ এবং শুচি অশুচির প্রভেদ জানাইবে । আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে ; আমার সকল শাসনানুসারে বিচার নিষ্পন্ন করিবে ; এবং আমার সমস্ত পৰ্ব্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে, এবং আমার বিশ্রামাদন সকল ২৫ পবিত্র করিবে । তাহার কোন মৃত লোকের শবের নিকটে গিয়া আপনাদিগকে অশুচি কারবে না, কেবল পিত। কি মাত, পুত্র কি কহু, ভ্রাতা কি অনুঢ়৷ ২৬ ভগিনীর জন্ত তাহার। অশুচি হইতে পারবে। যাজক শুচি হইলে পর তাহার জন্ত সাত দিন গণিত হইবে । ২৭ পরে যে দিন সে ধৰ্ম্মধামের মধ্যে পরিচর্য্য করণার্থে ধৰ্ম্মধামে অর্থাৎ অন্তঃপ্রাঙ্গণে প্রবেশ করবে, সেই দিন আপনার জন্ত পাপার্থক বলি উৎসর্গ করবে, ইহা প্রতু ২৮ সদাপ্রভু বলেন। আর তাহদের এক অধিকার হইবে, আমিই তাহীদের অধিকার ; তোমরা ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে কোন স্বত্ব দিবে না, আমিই তাহীদের ২৯ স্বত্ব । ভক্ষ্য নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি তাহাদের খাদ্য হইবে, এবং ইস্রায়েলের মধ্যে সমস্ত ৩০ বজ্জিত দ্রব্য তাহীদের হইবে । আর সমস্ত আশুপক্ক শস্ত্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ, এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে ; এবং তোমরা আপন আপন ছানা ময়দার আগ্রমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীৰ্ব্বাদ অবস্থিতি করাইবে । ৩১ পক্ষী হউক কি পশু হউক, স্বয়ং মৃত কিস্ব। বিদীর্ণ | কিছুই যাজকদের খাদ্য হইবে না। 8(。 আর যে সময়ে তোমর অধিকার জন্ত গুলিবঁট করিয়৷ দেশ বিভাগ করবে, সেই সময়ে সদাপ্রভুর উদ্দেশে এক পবিত্র ভূমিখণ্ড উপহার বলিয়া নিবেদন করিবে ; তাহার দীর্ঘত পাঁচশ সহস্র হস্ত] ও প্রস্থ বিশ সহস্র [ হস্ত] হইবে ; ইহা চারিদিকে ষিহিস্কেল ; ২ ইহার সমস্ত পরিসীমার মধ্যে পবিত্র হইবে । তাহার মধ্যে পাঁচ শত হস্ত] দীর্ঘ ও পাঁচ শত [হস্ত প্রন্থ, চারিদিকে চতুষ্কোণ ভুমি ধৰ্ম্মধামের জন্ত থাকিবে , আবার তাহার বহির্ভাগে চারিদিকে পঞ্চাশ হস্ত পরি৩ মিত পরিসর থাকিবে। ঐ পরিমিত অংশের মধ্যে তুমি পাঁচশ সহস্র হস্ত] দীর্ঘ ও দশ সহস্র হস্ত প্রস্থ ভুমি মাপিবে ; তাহারই মধ্যে ধৰ্ম্মধাম অতি পবিত্র ৪ স্থান হইবে। দেশের এই অংশ পবিত্র ; ইহা যাজকদের, ধৰ্ম্মধামের পরিচারকদের, যাহারা সদাপ্রভুর পরিচর্য্যার্থে নিকটে আগমন করে, তাহীদের হইবে : ইহ। তাহাদের জন্ত গৃহ নিৰ্ম্মাণের স্থান ও ধৰ্ম্মধামের জন্ত ও পবিত্র স্থান হইবে । আবার পচিশ সহস্ৰ [হস্ত] দীর্ঘ ও দশ সহস্র হিন্ত প্রস্থ ভূমি গৃহের পরিচারক লেবীয়দের জষ্ঠ হইবে, বাস করিবার নগর তাহদের অধিও কারার্থ হইবে । আর নগরের অধিকারের নিমিত্ত তোমরা পবিত্র উপহারের পার্শ্বে পাচ সহস্র হস্ত] প্রস্থ ও পচিশ সহস্র [ হস্ত] দীর্ঘ ভূমি দিবে, ইহ সমস্ত ৭ ইস্রায়েল-কুলের জন্ত হইবে। আবার পবিত্র উপহারের এবং নগরের অধিকারের উভয় পাশ্বে সেই পবিত্র উপহারের অগ্রে ও নগরের তাধিকারের অগ্রে অর্থাৎ পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূৰ্ব্ব প্রান্তের পূবেব এবং দীর্ঘতায় পশ্চিম সীমা হইতে পূৰ্ব্ব সীম পর্যন্ত বিস্তৃত অংশ সকলের মধ্যে কোন অংশের সমতুল্য ভূমি অধ্য৮ ক্ষকে দিবে। দেশে ইহা হস্রায়েলের মধ্যে তাহার অধিকার হইবে ; এবং আমার নিযুক্ত অধ্যক্ষের আর আমার প্রজাদের উপরে দৌরাত্ম্য করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলকে আপন আপন বংশানুসারে দেশ দিবে ? > প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েলের অধ্যক্ষগণ, ইহাই তোমাদের যথেষ্ট হউক ; তোমর। দৌরাত্ম্য ও ধনপহার দূর কর, স্থায় ও ধাৰ্ম্মিকতার অনুষ্ঠান কর, আমার প্রজাদিগকে অধিকারচুতি • করতে ক্ষান্ত হও, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। স্থায্য পাল্লা, দ্যায্য ঐফী ও স্তায্য বাৎ তোমাদের হউক । ১১ ঐফার ও বাতের একই পরিমাণ হইবে ; বাৎ হোমরের দশমাংশ, ঐফাও হোমরের দশমাংশ, এই উভয়ের ১২ পরিমাণ হোমরের অনুরূপ হইবে। তার শেকল বিংশতি গের পরিমিত হইবে ; বিংশতি শেকলে, পাঁচশ শেকলে, ও পনের শেকলে তোমাদের মানি হইবে । তোমরা এই উপহার উৎসর্গ করিবে ; তোমরা গেমের হেমের হইতে ঐফার ষষ্ঠাংশ, ও যবের হোমর ১৪ হইতে ঐফার যষ্ঠাংশ দিবে। আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দিষ্ট অংশ এক কোর হইতে বাতের দশমাংশ : [কোর] দশ বাৎ পরিমিত অথচ হোমরের ১৫ সমান, কেনন দশ ষাতে হেমের হয়। আর ইস্রায়েলের জলসিক্ত ভূমিতে চরে, এমন মেধাদি পাল হইতে দুই শত মেষের মধ্যে এক মেষ ; লোকদের জন্ত প্রায়শ্চিত্ত করণার্থে তাঁহাই ভক্ষ্য নৈবেদ্যের, হোমবলির ও No. 711
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।