৪ ৬ = ১৯ – ৪৭ ; ২২ ৷ ] অধ্যক্ষ প্রজাদিগকে দৌরাত্ম্যপূর্বক অধিকারচু্যত করশার্থে তাহদের অধিকার হইতে কিছু লইবেন না ; তিনি আপনারই অধিকারের মধ্য হইতে আপন পুত্রদিগকে অধিকার দিবেন ; যেন আমার প্রজার। আপন আপন অধিকার হইতে ছিন্নভিন্ন হইয়া না যায়। পরে তিনি দ্বারের পাশ্বস্থ প্রবেশের পথ দিয়৷ আমাকে যাজকদের উত্তরাভিমুখ পবিত্র কুঠরীশ্রেণীতে আনিলেন ; আর দেখ পশ্চিমদিকে পশ্চাতে ২• এক স্থান ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই স্থানে যাজকের দোষার্থক বলি ও পাপার্থক বলি পাক করিবে ও নৈবেদ্য ভর্জন করিবে ; যেন তাহারা প্রজাদিগকে পবিত্র করিবার জন্তু তাহ বহিঃপ্রাঙ্গণে ২১ লইয়া না যায় । পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিয়া সেই প্রাঙ্গণের চারি কোণ দিয়া গমন করাইলেন ; আর দেখ, ঐ প্রাঙ্গণের প্রত্যেক কোণে এক ২২ এক প্রাঙ্গণ ছিল । প্রাঙ্গণের চারি কোণে চল্লিশ হস্ত] দীর্ঘ ও ত্রিশ হস্ত] প্রস্থ প্রাচীরবেষ্টিত প্রাঙ্গণ ছিল। সেই চারি কোণের প্রাঙ্গণগুলির একই পরিমাণ ছিল : ২৩ চরিটর মধ্যে প্রত্যেকের চারিদিকে গাথনি-শ্রেণী ছিল, এবং ঐ চারিদিকের গাথনি-শ্রেণীর তলে উনন ২৪ পাতা ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এ সকল গাচকদের গৃহ, এই স্থানে গৃহের পরিচারকের প্রজ লোকদের বাল সিদ্ধ করবে। পবিত্র ভূমি ও পবিত্র নগর । 8% পরে তিনি আমাকে ঘূরাইয় গৃহের প্রবেশস্থানে আনিলেন , আর দেখ, গৃহের গোবরাটের নীচে হইতে জল বাহির হইয়। পূৰ্ব্বদিকে বহিতেছে, কেননা গৃহের সন্মুখ ভাগ পূৰ্ব্বদিকে ছিল ; আর সেই জল নীচে হইতে গুহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদির ২ দক্ষিণ নামিয়া যাইতেছিল । পরে তিনি আমাকে উত্তরদ্ধারের পথ দিয়া বাহির করিলেন, এবং ঘূরাইয়৷ বাহিরের পথ দিয়া, পূৰ্ব্বাভিমুখ পথ দিয়া, বাহদ্বার পর্যন্ত লইয়া গেলেন ; আর দেখ, দক্ষিণ বগল দিয়৷ ৩ জল চোয়াইয়। পড়িতেছিল । সে ব্যক্তি যখন পূববদিকে গিয়াছিলেন, তখন তাহার হস্তে এক মানসূত্র ছিল ; তিনি এক সহস্ৰ হস্ত মপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন ; তথন গোড়ালি পৰ্য্যন্ত জল ৪ উঠিল । আবার তিনি এক সহস্ৰ হস্ত মাপিয়৷ আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন ইটু পয্যন্ত জল উঠিল । তাবার তিনি এক সহস্ৰ হস্ত মাপিয়৷ আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন ; তথন এ কটি পয্যন্ত জল উঠিল । আবার তিনি এক সহস্ৰ হস্তু মাপিলন ; তাই আমার অগম্য নদী হইল ; কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাতার জল, পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াiছল। ৬ তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি দেখলে ? পরে তিনি আমাকে পুনরায় 33 যিহিস্কেল । 송 《) ৭ ঐ নদীর তীরে লইয়৷ গেলেন। আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখ, সেই নদীর তীরে এপারে ৮ ওপারে অনেক অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূৰ্ব্বদিক্ৰন্থ অঞ্চলে বহিতেছে, অরবি তলভূমিতে নামিয়া যাইবে, এবং সমুদ্রের দিকে যাইবে ; যে জল বাহির করা হইয়াছে তাহ। ৯ সমুদ্রে যাইবে ও ইহার জল উত্তম হইবে। আর এই স্রোতের জল যে কোন স্থানে বহিবে, সে স্থানের অগণনীয় জীবজন্তু বাচিবে ; আর যার পর নাই প্রচুর মৎস্ত হইবে ; কেনন। এই জল সেখানে গিয়াছে বলিয়। সেখানকার [ জল ] উত্তম হুইবে ; এবং এই স্রোত যে কোন স্থান দিয়া বহিবে, সেই স্থানের সকলই ১• সঞ্জীবিত হইবে। আর তাহার তীরে ধীবরগণ দাড়াইবে, ঐন্-গদী অবধি ঐন-ইগ্লয়িম পৰ্য্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে মহাসমুদ্রের মৎস্তের স্যায় নানাজাতীয় মৎস্ত জন্মিয় যার পর নাই প্রচুর হইবে। ১১ কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতীকার হইবে ১২ না ; তাহ লবণার্থে নিরূপিত । আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থ ফলের বৃক্ষ হইবে, তাহার পত্র স্নান হইবে না, ও ফল শেষ হইবে না : প্রতিমাসে তাহার ফল পাকিবে, কেনন। তাহার সেচনের জল ধৰ্ম্মধাম হইতে নিৰ্গত; আর তাহার ফল আহারের জন্ত ও পত্র আরোগ্য নিমিত্তক হইবে । প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ইস্রায়েলের দ্বাদশ বংশকে যে দেশ অধিকার জন্ত দিবে, তাহার ১৪ সীমা এই : যোষেফের দুই অংশ হইবে। আর তোমরা সকলে সমানাংশে আধকার বলিয় তাহ পাইবে, কারণ আমি তোমাদের পিতৃপুরুষদিগকে এই দেশ দিব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম ; এই দেশ ১৫ অধিকার বলিয়া তোমাদের হইবে। আর দেশের সীমা এই ; উত্তরদিকে মহাসমুদ্র হইতে সদাদের প্রবেশ স্থান ১৬ পৰ্য্যন্ত হিSলানের পথ ; হুমাৎ, বরোধী, সিব্রায়ম, যাহা দম্মুেশকের সীমার ও হুমাতের সীমার মধ্যস্থিত ; ১৭ হেরিণের সীমার নিকটস্থ হৎসর-হত্তকেন। আর সমুদ্র হইতে সীমা দম্মেশকের সীমাস্থ হৎসোর-ঐনন পৰ্য্যন্ত যাইবে, আর উত্তরদিকে হুমাতের সীমা ; এই উত্তর১৮ প্রান্ত । আর পূর্বপ্রান্ত হোঁরণ, দন্মেশক ও গিলিয়দের এবং ইস্রায়েল-দেশের মধ্যবৰ্ত্তী যদ্দন ; তোমর। [উত্তর] সীমা অবধি পূৰ্ব্ব সমুদ্র পৰ্য্যস্ত মাপিবে : এই পূৰ্ব্ব১৯ প্রান্ত । আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের ] স্রোতোমার্গ ও মহাসমুদ্র ২• পৰ্য্যন্ত ; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত । আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র : [ দক্ষিণ ] সীমা অবধি ইমাতের ২১ প্রবেশ-স্থানের সম্মুখ পৰ্য্যন্ত এই পশ্চিমপ্রান্ত। এইরূপে তোমরা ইস্রায়েলের বংশানুসারে আপনাদের মধ্যে এই দেশ বিভাগ করিবে । তোমরা আপনাদের নিমিত্তে, এবং ষে বিদেশী লোকের তোমাদের মধ্যে প্রবাস করিয়া তোমাদের >○ &R 713
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।