পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ; ২৩ – ৪৮ ৷ ] হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্ত বাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ, আমরা তোমার কাছে বাহ চাহিয়াছিলাম, তাই। আমাকে এখন জানাইলে : ভূমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে । এই কারণ দানিয়েল সেই অরিয়োকের নিকটে প্রবেশ করিলেন, যাহাকে রাজা বাবিলের বিদ্বানুদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন । তিনি গিয়া তাহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বানদিগকে বধ করিবেন না ; রাজার নিকটে আমাকে লইয়া চলুন ; আমি রাজাকে তাৎপর্য্য জ্ঞাত ২e করিব । তখন আরিয়োক সত্বর দানিয়েলকে রাঙার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নিৰ্বাসিত যিহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম : ইনি মহারাজকে তাৎপৰ্য্য জ্ঞাত ২৬ করিবেন। রাজা বেণ্টশৎসর নামে আখ্যাত দানিরেলকে জিজ্ঞাসা করিলেন, আমি যে স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন ও তাহার তাৎপৰ্য্য তুমি কি আমাকে জানা২৭ ইতে পার ? দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়৷ কহিলেন, মহারাজ যে নিগুঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহ বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্ত কি জ্যোতিৰ্ব্বেত্তার। মহারাজকে জানাইতে পারে না ; ২৮ কিন্তু ঈশ্বর স্বৰ্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিব, তাহ। তিনি মহারাজ নবুখদ্বনিৎসরকে জ নাইয়াছেন। আপনকার স্বপ্ন এবং শয্যার উপরে আপনকার মনের দর্শন এই । ২৯ হে মহারাজ, শয্যার উপরে আপনকার মনে এই চিন্ত৷ উৎপন্ন হইয়াছিল যে, ইহার পরে কি হইবে ; আর যিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, তিনি আপনাকে ৩• ভাবী ঘটন। জানাইয়াছেন। পরন্তু আমার সম্বন্ধে ইহা বক্তব্য, তস্ক কোন জীবিত লোক অপেক্ষ আমার অধিক জ্ঞান আছে বলিয়। যে আমার কাছে এই নিগুঢ় বিষয় প্রকাশিত হইল তাহা নয়, কিন্তু অভিপ্রায় এই, যেন মহারাজকে তাৎপৰ্য্য জ্ঞাত করা যায়, আর আপনি যেন আপনকার মনের চিন্তু। বুঝিতে পারেন। হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন, এক প্রকাও প্রতিমা ; সেই প্রতিম বৃহৎ এবং অতিশয় তেজোবিশিষ্ট : তাহা আপনকার সম্মুখে দাড়াইয়াছিল ; আর তাহার দৃষ্ঠ ভয়ঙ্কর। ৩২ সেই প্রতিমার বৃত্তান্ত এই ; তাহার মস্তক স্ববর্ণময়, তাহার বক্ষঃ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরু৩৩ দেশ পিত্তলময় ; তাহার জঙ্ঘা লৌহময়, এবং তাহার ৩৪ চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে ৩৫ আঘাত করিয়৷ সেইগুলি চুর্ণ করিল। তখন সেই ఇలి 乏8 ○> দানিয়েল । 分为● লৌহ, মুক্তিকা, পিত্তল, রৌপ্য ও স্ববর্ণ একসঙ্গে চুণ হইয় গ্রীষ্মকালীয় খামারের তুষের স্তায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়। গেল, তাহদের জন্ত আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি ঐ প্রতিমাকে আঘাত করিয়াছিল, তাহ বাড়িয়৷ মহাপবীত হইয়া উঠিল, এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। ৩৬ স্বপ্নটী এই ; এখন আমরা মহারাজের সাক্ষাতে ৩৭ ইহার তাৎপৰ্য্য জ্ঞাত করি। হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, ৩৮ পরাক্রম ও মহিমা দিয়াছেন। আর যে কোন স্থানে মনুষ্য-সন্তানগণ বাস করে, সেই স্থানে তিনি মাঠের পশু ও আকাশের পক্ষিগণকে আপনকার হস্তে সমর্পণ করিয়াছেন, এবং তাহদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়াছেন ; আপনিই সেই স্বর্ণময় মস্তক। ৩৯ আপনকার পশ্চাৎ আপন হইতে ক্ষুদ্র আর এক রাজ্য উঠিবে ; তাহার পরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠবে, তাহ সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব ৪০ করবে। আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে ; কারণ লোহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয় ফেলে, লোহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রুপ সেই রাজ্য ৪১ সকলই ভঙ্গিয় চূর্ণ কfরবে। আর আপনি দেখিয়াছেন, দুই চরণ ও চরণের অঙ্গুলি সকল কিছু কুস্তকারের মৃত্তিকার ও কিছু লৌহের, ইহাতে বিভক্ত রাজ্য বুঝায় ; কিন্তু সেই রাজ্যে লে হের দৃঢ়তা থাকিবে, কেনন। আপনি কৰ্দমে মিশ্রিত লৌহ দেখিয়াছেন । ৪২ আর চরণের অঙ্গুল সকল যেরূপ কিছু লৌহময় ও কিছু গুঞ্জয় ছিল, তদ্রুপ রাজ্যের একাংশ দৃঢ় ও একাংশ ৪৩ ভঙ্গুর হইবে। আর আপনি যেমন দে খয়ছেন, লৌহ কদমে মিশ্রিত হইয়াছে, তদ্রুপ সেই লোকের মনুষ্যের বীর্য্যে পরস্পর মিশ্রিত হইবে ; কিন্তু যেমন লৌহ মৃত্তিকার সহিত মিশ্রিত হয় না, তদ্রুপ তাহারা পরস্পর ৪৪ মি. শ্রত থাকিবে না । আর সেই রাজগণের সময়ে স্বগের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাই কখনও বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্ত জাতির হস্তে সমৰ্পিত হইবে না ; তাহ ঐ সকল রাজ্য চুণ ও বিনষ্ট ৪e করিয়! আপনি চিরস্থায়ী হইবে । কারণ আপনি ত দেখিয়াছেন, পৰ্ববত হইতে একখানি প্রস্তর বিন হস্তে খনিত হইল, এবং ঐ লোহ, পিত্তল, মৃত্তিক রৌপ্য ও স্বপূর্ণকে চূর্ণ করিল ; মইনু ঈশ্বর মহারাজকে ভাবী ঘটনা জানাইয়াছেন ; স্বপ্নটী নিশ্চিত ও তাহার তাৎপধ্য সত্য । তখন রাজা নবুখদনিৎসর উবুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাহার উদ্দেশে নৈবেদ্য ও ৪৭ সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে অ জ্ঞা দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগুঢ়প্রকাশক, কেননা তুমি ৪৮ এই নিগুঢ় বিষয় প্রকাশ করতে সমর্থ হইয়াছ। তখন 8° 717