পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ビ রাজ দানিয়েলকে মহা করিলেন, তাহীকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাহাকে বাবিলের সমস্ত প্রদেশের কৰ্ত্ত ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের ৪৯ প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজ। শদ্রক, মৈশক ও আবেদ-নগোকে বাবিল প্রদেশের রাজকাৰ্য্যে নিযুক্ত করিলেন ; কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন । অগ্নিকুণ্ড পৰ্য্যন্ত স্থৈৰ্য্য। ৩ . সাজা নবুখদনিৎসর এক স্বর্ণময় প্রতিম নিৰ্ম্মাণ করিলেন, তাহ ষষ্টি হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থূল ; তাহ তিনি বাবিল প্রদেশের দূর সমস্থলীতে ২ স্থাপন করিলেন। আর রাজা নবুখদনিৎসর সেই ষে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্ত ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকৰ্ত্তাকে একত্র করিতে রাজা নবুখদনিৎসর লোক শু প্রেরণ করিলেন । তখন ক্ষিতিপালগণ, প্রতিনিধিগণ, দেশাধ্যক্ষগণ, মহাবিচারকর্তৃগণ, কোষাধ্যক্ষগণ, ব্যবস্থাপকগণ ও অধিপতিগণ, এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকৰ্ত্তা রাজা নবুখদানৎসরের স্থাপিত সেই প্রতিস্নার প্রতিষ্ঠা করিবার জন্ত একত্র হইলেন। পরে তাহার নবুর্থদ্বনিৎসরের স্থাপিত প্রতিমার সম্মুখে ৪ দাড়াইলেন। তখন ঘোষক উচ্চৈঃস্বরে কহিল, “ হে | লোকবৃন্দ, জাতিগণ ও নান ভাষাবাদগণ, তোমাদের ৫ প্রতি এই আজ্ঞ দত্ত হইতেছে ; যে সময়ে তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভূতি সৰ্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজ। নবুর্থদ্বনিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে ৬ উবুড় হইয় প্রণাম করবে। যে কোন ব্যক্তি উবুড় হুইয়। প্রণাম না করিবে. সে তদ্বণ্ডেই প্রজ্বলিত আল্প৭ ফুণ্ডে নিক্ষিপ্ত হুইবে । অতএব সমস্ত লোক ঘথন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সৰ্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উবুড় হইয় রাজা নবুখদনৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল। ৮ সেই সময়ে কতকগুলি কলুদায় নিকটে আসিয়া ৯ যিহুদীদের উপরে দোষারোপ করিল। তাহারা রাজা নবুখদনিৎসরের কাছে এই কথা কহিল, হে ১০ সীজন, চিরজীবী হউন। হে রাজন, আপনি এই আজ্ঞা করিয়াছেন, যে কেহ শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সৰ্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, সে উবুড় হইয়া ঐ স্বর্ণময় প্রতিমাকে ১১ প্রণাম করিবে ; যে কোন ব্যক্তি উবুড় হইয়৷ প্ৰণাম না করিবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ্ত হইবে।” দানিয়েল । [ ९ ; 8:०-७; २8 ॥ ১২ বাবিল প্রদেশের রাজকর্ক্সে আপনকার নিযুক্ত কয়েক জন যিহুদী আছে, শত্রক, মৈশক ও আবেদ-নগো ; হে রাজন, সেই ব্যক্তির। আপনাকে মানে নাই ; তাহার আপনকার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিম স্থাপন করিয়াছেন, তাহাকেও প্ৰণাম করে না । তথন নবুখদনিৎসর ক্রোধে ও কোপে শত্ৰক, মৈশক ও আবেদ-নগোকে আনিতে আদেশ করিলেন : তাহাতে তাহার রাজার সম্মুখে আনীত হইলেন। ১৪ নবুখদৃনিৎসর তাহাদিগকে কহিলেন, হে শত্ৰক, মৈশক ও আবেদ-নগে, এই কি তোমাদের সংকল্প যে, আমার দেবতার সেবা করিবে না, আমার ১৫ স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না ? এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সৰ্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবামাত্র আমার নিৰ্ম্মিত স্বর্ণ-প্রতিমাকে উবুড় হইয়া প্ৰণাম করিতে প্রস্তুত হও, ভালই ; কিন্তু যদি প্রণাম না কর, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে ; আর এমন দেবতা কে যে, আমার হস্ত ১৬ হইতে তোমাদিগকে উদ্ধার করিবে ? শত্রক, মৈশক ও আবেদ-নগো রাজাকে উত্তর করিলেন, হে নবুখদুনিৎসর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের ১৭ পক্ষে নিম্প্রয়োজন। যদি হয়, আমরা বাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন, তিনি আপনকার হস্ত হইতে আমাদিগকে ১৮ উদ্ধার কারবেন ; আর যদি নাও হয়, তবু হে রাজনৃ, আপনি জানিবেন, আমরা আপনকার দেবগণের সেবা করিব না, এবং আপনকার স্থাপিত স্বর্ণপ্রতিমাকে প্রণাম করিব না । তখন নবুখদনিৎসর ক্রোধে পরিপূর্ণ হইলেন, এবং শদ্রক, মৈশক ও আবেদ-নগোর বিরুদ্ধে তাহার মুখ বিকটাকার হইল ; তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে, তাহা অপেক্ষ যেন সাত গুণ অধিক উত্তপ্ত করা হয় : ২০ আর তিনি আপন সৈন্তের মধ্যে কতকগুলি বীৰ্য্যবানু পুরুষকে আজ্ঞা দিলেন, যেন তাহার শত্ৰক, মৈশক ও আবেদ-নগোকে বাধিয়া প্রজ্বলিত অগ্নি২১ কুণ্ডে নিক্ষেপ করে। তখন ঐ পুরুষেরা আপন আপন জাম, আঙুরাখা, পরিচ্ছদ প্রভূতি বস্ত্র শুদ্ধ বদ্ধ হইলেন, এবং প্রজ্বলিত আগ্নকুণ্ড-মধ্যে নিক্ষিপ্ত হইলেন । ২২ আর রাজার আজ্ঞ প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষের শত্রক, মৈশক ও আবেদনগোকে নিক্ষেপ করিল, তাহারাই অগ্নিশিখায় হত ২৩ হইল। আর শত্ৰক, মৈশক ও আবেদ-নগো, এই তিন ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন । তখন রাজা নবুখদুনিৎসর চমৎকৃত হইলেন, ও সত্ত্বর )○ ఫి వ8 718