পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* & о কিন্তু তুমি বলিতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন । তখন দানিয়েল, যাহার নাম বেণ্টশৎসর, কিয়ৎকাল স্তস্তিত হইয়। রহিলেন, ভাবনাতে বিহবল হইলেন। রাজ কহিলেন, হে বেণ্টশৎসর, সেই স্বপ্ন ও তাহার তাৎপৰ্য্য তোমাকে বিহ্বল না করুক। বেণ্টশৎসর উত্তর করিলেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনকার শক্রগণের প্রতি ঘটুক ও ইহার তাৎপৰ্য্য আপনকার ২• বিপক্ষদের প্রতি ঘটুক। আপনি যে বৃক্ষট দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবানৃ হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পৰ্য্যস্ত পহুছিল, ও যাহ সমস্ত পৃথিবীতে ২১ দৃষ্ঠামান হইল, যাহার পত্র স্বন্দর ও ফল বিস্তর ছিল, যাহাতে সকলের জন্ত খাদ্য ছিল, যাহার তলে মাঠের পশুগণ বাস করিত, এবং যাহার শাখাতে আকাশের ২২ পর্যক্ষগণ বসতি করিত : হে রাজন, সেই বৃক্ষ আপনি ; আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়। উঠিয়াছেন, আপনকার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পৰ্য্যন্ত পহুছিয়াছে, এবং আপনকার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত ২৩ পর্য্যন্ত ব্যাপিয়াছে। আর মহারাজ দেখিয়াছেন, এক জন প্রহরী, এক পবিত্র ব্যক্তি, স্বৰ্গ হইতে নামিয় আসিতেছেন, আর বলিতেছেন, ‘ বৃক্ষটা ছেদন কর ও বিনষ্ট কর, কিন্তু ভূমিতে উহার মূলের কাওকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখ ; সে আকাশের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সহিত তাহার অংশ হউক, যে পৰ্য্যস্ত ন৷ ২৪ তাহার উপ-র সাত কাল ঘূরে।” হে রাজনৃ, ইহার তাৎপৰ্য্য এই ; আর আমার প্রভু মহারাজের উপরে ২৫ যাহ। আসিয়াছে, তাহ পরাৎপরেরচ নিরূপণ । আপনি মানব-সমাজ হইতে দূরীকুত হইবেন, মাঠের পশুদের সহিত আপনকার বসতি হইবে, বলদের দ্যায় আপনাকে তৃণ ভোজন করিতে দেওয়৷ যাইবে, আপনি আকাশের শিশিরে ভিজিবেন, এবং আপনকার উপরে সাত কাল ঘুরিবে ; যে পৰ্য্যন্ত না আপনি জানিবেন যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন,ও যাহাকে ২৬ তাহ দিতে ইচছা করেন, তাহাকে তাহ দেন। আর বৃক্ষমূলের কাও রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল : সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে, স্বৰ্গই কর্তৃত্ব করে, তখন আপনকার হস্তে আপনকার রাজত্ব ২৭ স্থির হইবে । অতএব, হে রাজন, আপনি তামার পরামর্শ গ্রাহ করুন : আপনি ধাৰ্ম্মি কত দ্বার। আপন পাপ সকল, ও দুঃখীদের প্রতি কৃপা প্রদশন দ্বার। আপন অপরাধ সকল ভাঙ্গিয় ফেলুন : হয় ত আপনকার শাস্তিকাল বৃদ্ধি পাইবে। ২৮.২৯ সে সমস্তই রাজা নবুখদনিৎসরে ফলিল। বার মাসের শেষে তিনি বাবিলের রাজ প্রাসাদের উপরে শুe বেড়াইতেছিলেন। রাজা এই কথা কাহলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্ৰভাবে ও আপন প্রতাপের মহিমাথে রাজধানী কার 32 দানিয়েল । [ ৪ ; ১৯ – ৫ ; ই ? ৩১ বার জন্য নিৰ্ম্মাণ করিয়াছি ? রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে ন হইতে এই আকাশবাণী হইলহে রাজন নবুখদনিৎসর । তোমাকে বলা হইতেছে, ৩২ তোমার রাজত্ব তোম৷ হইতে গেল। আর তুমি মানবসমাজ হইতে দূরীকৃত হইবে, মাঠের পশুদের সহিত তোমার বসতি হইবে, বলদের স্থায় তোমাকে তৃণ ভোজন করান যাইবে, ও তোমার উপরে সাত কাল যুরিবে ; যে পৰ্য্যন্ত না তুমি জানিবে যে, মনুষ্যদের ৯ রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, ও যাহাকে তাহ ৩৩ দিতে ইচ্ছা করেন, তাহাকে তাহ দেন। সেই দণ্ডে নবুখদনিৎসরের সম্বন্ধে সেই বাক্য সিদ্ধ হইল - তিনি মানব-সমাজ হইতে দূরীকৃত হইলেন, বলদের স্তার তৃণ ভোজন করিতে লাগলেন, তাহার শরীর আকাশের শিশিরে ভিজিল, ক্রমে তাহার কেশ ঈগল পক্ষীর পলিখের স্যায়, ও তাহার নখ পক্ষীর নখরের স্থায় হইয়। উঠিল । আর সেই সময়ের শেষে আমি নবুখদনিৎসর স্বগের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধ আমাতে ফিরিয়া আসিল ; তাহাতে আমি পরাৎপরের ধষ্ঠবাদ করিলাম, এবং জনন্তজীবীর প্রশংসা ও সমাদর করিলাম ; কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন ৩৫ কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী ; আর পৃথিবী-নিবাসিগণ সকলে অবস্তুবৎ গণ্য ; তিনি স্বৰ্গীয় বাহিনীর ও পৃথিবী-নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য্য করেন ; এবং এমন কেহ নাই যে, তাহার হস্ত থামাইয় দিবে, কিম্বা তাহাকে ৩৬ বলিবে, তুমি কি করিতেছ ? সেই সময়ে আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল, এবং আমার রাজ্যের গৌরবাথে আমার প্রতাপ ও তেজ আমাতে ফিরিয়া আসিল : আর আমার মন্ত্রগণ ও আমার মহল্লোক সকল আমার অন্বেষণ করিল, এবং আমি আপন রাজ্যে পুনঃস্থাপিত হইলাম, ও আমার মাহমা অতিশয় বৃদ্ধি ৩৭ পাইল । এখন আমি নবুখদনিৎসর সেই স্বৰ্গ-রাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি ; কেননা ভগহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাহার পথ সকল স্থায্য ; আর যাহার। স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খবর করিতে পারেন । ○○ বেলশৎসর রাজার ভোজ ও বাবিলরাজ্যের পতন । (& রাজা বেলশংসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভেজ প্রস্তুত করিলেন, এবং সেই সহ২ স্ত্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন । দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করতে করিতে বেলশংসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবুখদনৎসর যেরূশালেমন্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়। আসিয়াছিলেন, সে সকল আনীত হউক, যেন রাজ ও 720