পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●文& শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন ; কিন্তু আপনকার নিশ্বাস যাহার হস্তগত ও আপনকার সকল পথ র্যাচার অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই । এs এই জষ্ঠ তাহার সন্মখ হইতে এই হস্তাগ্র প্রেরিত ও এই কথা লিখিত হইল । লিখিত কথাট এই, মিনে, মিনে, তকেল, উপারসীন, গণিত, গণিত, তুলতে পরিমিত, ও খণ্ডিত। ২৬ ইহার তাৎপর্যা এই — গণিত, ঈশ্বর আপনকার রাজ্যের গণনা করিয়াছেন, তাহ শেষ করিয়াছেন ; ২৭ ‘তুলাতে পরিমিত, আপনি তুলতে পরিমিত হইয়। ২৮ লযুরূপে নিৰ্ণীত হইয়াছেন ; খণ্ডিত, আপনকার রাজ্য খণ্ডিত হইয়। মাদীয় ও পারসীকদিগকে দত্ত হইল । তখন বেলুশৎসরের আজ্ঞায় দানিয়েল বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইলেন, ও তাহার কণ্ঠে স্ববর্ণের হার দেওয়৷ গেল, এবং তাহার বিষয়ে এই কথা ঘোষণা করিয়া দেওয়া হইল যে, তিনি রাজ্যে তৃতীয় কৰ্ত্ত। হইলেন । সেই রাত্রিতে কলদীয় রাজা বেলুশৎসর হত হন। পরে মার্দীয় দরিয়বস রাজ্য প্রাপ্ত হন । তথন র্তাহার প্রায় বাষট্টি বৎসর বয়স হহয়ছিল । ● శిషి లిe లి) সিংহদের খাত হইতে দানিয়েলের উদ্ধার। ○ দারিয়াবস ইহা বিহিত বুঝিলেন, যেন তিনি রাজ্যের সর্বপ্রস্থানে রাজ্যের উপরে এক শত ২ বিংশতি জন ক্ষিতিপাল, এবং তাহদের উপরে তিন জন অধাক্ষকে নিযুক্ত করেন ; সেই তিন জনের মধ্যে দানিয়েল এক জন ছিলেন । ইহার তাIভপ্রায় এই, যেন ঐ ক্ষতিপালের উইাদের কাছে হিসাব দেন, আর ও রাজার ক্ষতি না হয় । সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেনন। তাহার অস্তরে উৎকৃষ্ট আত্ম ছিল ; আর রাজ তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করলেন । ও তখন অধ্যক্ষর ও fক্ষতিপালের রাজ কৰ্ম্মের বিষয়ে জানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না কেনন। তিনি বিশ্বস্ত ছিলেন, তাহার মধ্যে কোন ভ্রান্তি কিম্বা ও অপরাধ গাওয়া গেল না । তখন সেই ব্যক্তির। কাঁহলেন, আমরা ঐ দানিয়েলের অন্ত কোন দোষ পাইব না ; কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়। যদি তাহার ৬ কোন দোষ পাই । তখন সেই অধ্যক্ষের ও ক্ষ্যি শুগালের রাজার নিকটে সমাগত হইয়। তাইকে এই কথ। কfহলেন, মহারাজ দারিয়াবস, চিরজীবী ইউন । ৭ রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মস্তিগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণ। ৰুরিয়৷ এমন রাজাক্ত। দানিয়েল । {G ; ఇ8 - ఆ ; పిసి 1 স্থাপন ও দৃঢ় প্রতিষেধবিধি প্রচার করিতে ৰিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ ত্রিশ দিন গধ্যস্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিম্বা মামুষের কাছে প্রার্থন করে, তবে হে রাজন, সে সিংহদের খাতে শিক্ষিপ্ত ৮ হুইবে । এখন হে রাজন, আপনি সেই প্রতিষেধবিধি স্থির করুন, এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মার্দীয়দের ও পারসীকদের অলোপ্য ব্যবস্থানুসারে তাহ ৯ অপরিবর্তনীয় হয় । অতএব দারিয়াবস রাজ৷ সেই পত্র ও প্রতিষেধfবধিতে স্বাক্ষর করিলেন । ১• পত্ৰখনি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে গাইলেন, তখন আপন গৃহে গেলেন ; তাহার কুঠরীর বাতায়ন যিরশালেমের দিকে খোল ছিল : তিনি দিনের মধ্যে তিন বার জানু পাতিয় আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন ১১ পূবেব কfরতেন। তখন সেচ লোকের। সমগত হইয়। দেখিলেন, দ।fনয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ১২ ও বিনতি করিতেছেন। তখন তাহার রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিযে-ধর বিবয় রাজার কাছে এই নিবেদন করিলেন ; হে রাজনৃ, আপনি কি এই প্রতিষেধপত্রে স্বাক্ষর করেন নাই যে, যে কোন ব্যক্তি ত্রিশ দিনের মধ্যে মঙ্গরাজ ব্যতীত কোন দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে । রাজ। উত্তর কfরলেন, মদীয়দের ও পারস কদের অলোপ্য ব্যবস্থানুসারে তাহ স্থির ১৩ হইয়াছে। তখন তাহার রাজার সম্মুখে কহিলেন, হে রাজন, নিৰ্ব্বাসিত যিহুদীদের মধ্যবৰ্ত্তী দানিয়েল আপনাকে এবং আপনকার স্বাক্ষরত প্রতিষেধ মান্ত করে না, কিন্তু প্রতিদিন তিন বার প্রাথন করে। ১৪ রাজ। এ কথা শুনিয়া অতিশয় ক্ষুaমন হইলেন, এবং জানিয়েলকে উদ্ধার করিবার জন্ত চেষ্ট পাইলেন : স্বযiাস্ত পৰ্য্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক বস্তু ১৫ করিলেন। তখন ঐ লোকের রাজার নিকটে সমাগত হইয়। রাজাকে কহিলেন, মহারাজ, জানিবেন, বে কোন প্রতিষেধ কি বিধি রাজ্য স্থির করিয়াছেন, তাহ। অদ্যথা হইতে পারে না, মাদীয়দের ও পারসীক১৬ দের এই ব্যবস্থ। তখন রাজ আজ্ঞা দিলেন, তাই তাহার। দানিয়েলকে অনিয়া সিংহদের থাতে নিক্ষেপ করলেন । রাজ। দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাক.তোমার সেই ঈশ্বর তোমাকে ১৭ রক্ষা করিবেন । পরে একথান প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজ। আপনার মুদ্রায় ও আপন মহলোকদের মুদ্রায় তাহ অঙ্কিত করলেন । পরে রাজ! আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন, আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্ৰী আনিতে দিলেন না, তাহার নিদ্রাও ইহল না । ১৯ পরে রাজ। আত প্রত্যুষে উঠিয়৷ সত্বর সিংহদের খাতের 〉b" 722