& ; * *-* ; > d 1 || জুe কাছে গেলেন। আর খাতের নিকটে গিয়। তিনি আৰ্ত্তস্বর করিয়া দানিয়েলকে ডা কলেন : রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবস্তু ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি আবরত যাহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহদের মুখ হইতে তোমাকে রক্ষা ২১ করিতে পারিয়াছেন ? তখন দানিয়েল রাজাকে কfহ২২ লেন, হে রাজন, চিরজীবী হউন। আমার ঈশ্বর আপন দুত পাঠাইয়। সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহার আমার হিংসা করে নাই ; কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষত লক্ষিত হইল ; এবং হে রাজন, আপনকার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি ২৩ নাই । তখন রাজ। অতিশয় আহিলাদিত হইলেন, এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে তাজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে থাত হইতে তুলিয় লওয়া হইল, আর তাহার শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন । পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে বাহার দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল, তাহাদিগকে আনিয় তাহদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহদের থাতে ফেলিয়া দেওয়া হইল ; আর তাহার খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চুর্ণ করিল। তখন দারিযাবস রাজা সমস্ত পৃথিবী-নিবাসী সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ২৬ তোমাদের মহতী শান্তি হউক । আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বব স্থানে লোকের দালিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হউক ও ভয় করুক ; কেনন। তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকালস্থায়ী, এবং তাহার রাজ্য অবিনাগু, ও তাহার কর্তৃত্ব ২৭ শেষ পয্যন্ত থাকিবে । তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন-কাৰ্য্য ও আশ্চয্য কাৰ্য্য সাধন করেন ; তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন ৷” ২৮ আর এই দানিয়েল দারিয়াবসের ও পারসীক কোরসের রাজত্বকালে ভাগ্যবান থাকিলেন। দানিয়েলের চারি জন্তুবিষয়ক দশন । বাবিল-রাজ বেলশৎসরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন : তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন,— ২ আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু ৩ প্রচণ্ড বেগে বহিতেছে । আর সমুদ্র হইতে বৃহৎ চারিট। ৪ জন্তু বাহির হইল, তাহার। পরস্পর বিভিন্ন । প্রথমট। সিংহের সদৃশ ; এবং ঈগল পক্ষার স্তায় তাহার পক্ষ ছিল ; আমি দেখিতে দেখিতে তাহার সেই দুই পক্ষ 을8 있《: দানিয়েল । উৎপাটিত হইল, পরে তাহাকে ভুমি হইতে উঠাইয়। ● 、〈〉 মানুষের মত দুই চরণে দাড় করান হইল, এবং মানুষের ও হৃদয় তাহাকে দত্ত হইল। পরে দেখ, আর এক জন্তু - সেই দ্বিতীয়টা ভল্লুকের সদৃশ, সে এক পাশ্বে চরণে ভর দিয়া দাড়াইল, এবং তাহার মুখে দস্তশ্রেণীর মধ্যে তিন খান পঞ্জরের অস্থি ছিল ; তাহাকে বলা হইল, ঙ উঠ, যথেষ্ট মাংস ভোজন কর । তৎপরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, আর এক জন্তু, সে চিত্রব্যান্ত্রের সদৃশ, তাহার পৃষ্ঠে পক্ষীর স্যায় চারি পক্ষ ছিল : আবার সেই জন্তুর চারি মস্তক ছিল, এবং ৭ তাহাকে কর্তৃত্ব দত্ত হইল। তৎপরে আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, চতুর্থ এক জন্তু, সে ভয়ঙ্কর, ক্ষমতাপন্ন ও অতিশয় শক্তিমান ; এবং তাহার বৃহৎ লোহময় দন্ত ছিল, সে ভক্ষণ করিল ও চূর্ণ করিল, এবং উচ্ছিষ্টকে পদতলে দলিত করিল : আর পূর্বকার সকল জন্তু হইতে সে ভিন্ন, ও তাহার ৮ দশটা শৃঙ্গ ছিল। আমি সেই শৃঙ্গের বিষয় ভাবিতেছিলাম, আর দেখ, তাহদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল, ইহা ক্ষুদ্র, ইহার সাক্ষাতে পূৰ্ব্ব শৃঙ্গগুলির তিন শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল ; আর দেখ, ঐ শৃঙ্গে মানুষের চক্ষুর মত চক্ষু ও দর্পবাক্যবাদী মুখ ছিল । আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটা সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বুদ্ধ উপবিষ্ট হইলেন, তাহার পরিচ্ছদ হিমানীর স্থায় শুক্লবৰ্ণ এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য , তাহার সিংহাসন অগ্নি শিখাময়, তাহার চক্ৰ সকল জ্বলন্ত ১• অগ্নি । র্তাহার সম্মুখ হইতে অগ্নির স্রোত নিৰ্গত হইয়া বহিতেছিল : সহস্ত্রের সহস্র তাহার পরিচর্য্য। কrরতেছিল, এবং অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল ; বিচার বাসল এবং পুস্তক সকল খোলা ১১ হইল। আমি ঐ শৃঙ্গের কথিত দর্পবাক্যের রব প্রযুক্ত দৃষ্টিপাত করিতে থাকিলাম, আমি দৃষ্টিপাত করিতে থাকিলাম, যে পধ্যস্ত সে জন্তু হত না হইল, তাহার শরীর বিনষ্ট না হইল, এবং তাহাকে আগ্ন শিখাতে ১২ ফেলিয়া দেওয়া ন হইল। আর অন্ত সকল জস্তুর গতি এক্ট, তাহদের হইতে কর্তৃত্ব নীত হইল, তথাপি কিয়ৎ কাল ও সময় পৰ্য্যন্ত তাহাদিগকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল। আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, আকাশের মেঘ সহকারে মনুষ্য-পুত্রের স্থায় এক পুরুষ আসিলেন, তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন,তাহার সম্মুখে আনীত ১৪ হইলেন । আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল : সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে ; তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহার লোপ হুইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না । আমি দানিয়েল আপন দেহমধ্যে আত্মীয় বিষঃ হইলাম, ও আমার মনের দর্শন আমাকে বিহবল vరి 3 & s 723
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।