পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*“}&8 ১৬ করিল। র্যাহার নিকটে দাড়াইয়াছিলেন, আমি তাহাদের এক জনের কাছে গমন করিলাম এবং এই সকলেব তথ্য জিজ্ঞাসা করিলাম । তিনি আমাকে এই ১৭ কথা বলিয়। বিষয়টার তাৎপৰ্য্য বুঝাইয় দিলেন, ‘ ঐ চারি বৃহৎ জন্তু চারি রাজা তাহার। পৃথিবী হইতে ১৮ উৎপন্ন হইবে । কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে, এবং চিরকাল, যুগে যুগে চিরকাল, রাজত্ব ১৯ ভোগ করবে। তখন আমি সেই চতুর্থ জন্তুর তথা জানিতে চাহিলাম, যে অদ্য সকল হইতে ভিন্ন ও অতি ভয়ানক, যাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময়, যে ভক্ষণ করিয়াছিল, চুর্ণ করিয়া ছল, ও উচ্ছিষ্টকে ২০ পদতলে দলিত করিয়াছিল। আর তাহার মস্তকে স্থিত দশ শৃঙ্গের তথ্য, ও যে অস্ত শৃঙ্গ উঠিয়াছিল, যাহার সাক্ষাতে তিন শৃঙ্গ পড়িয়া গেল ; সেই শৃঙ্গ যাহার চক্ষু ও দপবাক্যবাদী মুখ ছিল, সহচরগণ অপেক্ষ যাহার বিপুল ২১ দৃশ্য ছিল, সেই শৃঙ্গের তথ্য জানিতে চাহিলাম। আমি দৃষ্টিপাত করিলাম, সেই শৃঙ্গ পবিত্ৰগণের স হত যুদ্ধ ২২ করিয়া তাহাদিগকে জয় করিল ; যে পৰ্য্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার-ভার দত্ত হইল, এবং পবিত্ৰগণের রাজত্ব-ভোগের সময় উপস্থিত হইল । তিনি এইরূপ কথা কহিলেন, ঐ চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজা ; সে রাজা সকল রাজা হইতে ভিন্ন হস্তবে, এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দন ২৪ করিবে ও চূর্ণ করিবে। আর তাহার দশ শৃঙ্গের তাৎপৰ্য্য ; ঐ রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে ; তাহাদের পরে আর এক জন উঠবে, সে পূর্বববত্তী রাজাদের হইতে ভিন্ন হইবে, এবং তিন রাজাকে ২৫ নিপাত করিবে । সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে, এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে, এবং এক কাল, [ দুই ] কাল ও অৰ্দ্ধ কাল ২৬ পর্যন্ত তাহার। তাহার হস্তে সমপিত হইবে। পরে বিচার বসিবে তাহার কর্তৃত্ব তাহ হইতে নীত হইবে, ২৭ শেষ পর্য্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে । আর রাজত্ব, কত্ত্বত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে ; তাহার রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য, এবং সমস্ত কর্তৃত্ব র্তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে। এই পর্যান্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহ্বল হইলাম, ও আমার মুখ বিবর্ণ হইল ; কিন্তু আমি সেই কথা মনে রাখিলাম। মেষ ও ছাগবিষয়ক দর্শন । ৮ বেলুশৎসর রাজার রাজত্বের তৃতীয় বৎসরে আমি দানিয়েল প্রথম দর্শনের পরে আর এক দশন ২ পাইলাম। আমি দর্শনক্রমে দৃষ্টিপাত করিতে করিতে ミ○ ミ* দানিয়েল । اعلا و موسس و لا و ۹ ] দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ শুশন রাজবাটীতে আছি , আবার দর্শনক্রমে দেখিলাম, যেন আমি উলয় ৩ নদীর তীরে আছি। পরে আমি চক্ষু তুলিয়। দৃষ্টিপাত করিলাম, আর দেখ, নদীর সম্মুখে এক মেষ দাঁড়াইয়। আছে, তাহার দুই শৃঙ্গ, এবং সেই দুই শৃঙ্গ উচ্চ, কিন্তু একটী অম্ভট অপেক্ষ অধিক উচ্চ ; ও যেট ৪ উচ্চতর, সেটা পশ্চাৎ উৎপন্ন হইল। আমি দেখিলাম, ঐ মেষ পশ্চিম, উত্তর ও দক্ষিণদিকে টুষ মারিল, তাহার সম্মুখে কোন জন্তু দাড়াইতে পারিল না, এবং তাহার হস্ত হইতে উদ্ধার করিতে পারে, এমন কেহ ছিল না, আর সে স্বেচ্ছামত কৰ্ম্ম করিত আর আত্ম৫ গরিমা করিত। আমি এই বিষয় বিবেচনা করিতেছিলাম, আর দেখ, পশ্চিমদিক্‌ হগতে এক ছাগ সমস্ত পৃথিবী পার হইয়া আসিল ভুমি স্পশ করল না : আর সেই ছাগের দুই চক্ষুর মধ্যস্থানে বিলক্ষণ একটা ৬ শৃঙ্গ ছিল। পরে দুই শৃঙ্গবিশিষ্ট যে মেষকে আমি দেখিয়াছিলাম, নদীর সম্মুখে দাড়াইয়া আছে, তাহার কাছে আসিয়া সে আপন বলের ব্যগ্রতায় তাহার দিকে ৭ দৌড়িয়া গেল। আর আমি দেখিলাম, সে মেষের কাছে আসিল, এবং তাহার উপরে ক্রোধে উত্তেজিত হইল, মেষকে আঘাত করিল, ও তাহার দুই শৃঙ্গ ভাঙ্গিয়া ফেলিল, তাহার সম্মুখে দাড়াইবার শক্তি ঐ মেষের আর রহিল না ; আর সে তাহাকে ভূমিতে ফোলয় পদতলে দলিত লাগিল ; তাহার হস্ত হইত্তে ৮ ঐ মেযটাকে উদ্ধার করে, এমন কেহ ছিল না । পরে ঐ ছাগ অতিশয় আত্মগরিম করল, কিন্তু বলবান হইলে পর সেই বৃহৎ শৃঙ্গ ভগ্ন হsল এবং তাহার স্থানে আকাশের চারি বায়ুর দিকে চারিট বিলক্ষণ শৃঙ্গ ৯ উৎপন্ন হইল। আর তাহীদের একটার মধ্য হইতে ক্ষুদ্রতম এক শৃঙ্গ উৎপন্ন হইল, সেট দক্ষিণ ও পূর্বদিকে এবং দেশরত্বের দিকে অতিশয় বুদ্ধি পাইতে ১০ লাগিল । আর সে আকাশমণ্ডলের বাহিনী পর্য্যন্ত বৃদ্ধি পাইল, এবং সেই বাহিনীর ও ভারাগণের কিয়দংশ ভূমিতে ফেলিয়া দিল, এবং পদতলে দলিতে ১১ লাগিল। সে বাহিনীপতির বিপক্ষেও আ ৰূপরিম। করিল, ও তাহা হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করল১২ এবং তাহার ধৰ্ম্মধাম-স্থান নিপাতিত হহল । আৰু অধৰ্ম্ম প্রযুক্ত নিত্য নেবেদার বিরুদ্ধে এক বাহিনী তাহার হস্তে সমৰ্পিত হইল, এবং সে সতকে ভূমিত্তে নিপাত করিল, এবং কৰ্ম্ম করিল, ও কুত্তকার্য্য হইল । পরে আমি এক পবিত্র ব্যক্তিকে কথা কহিতে শুনিলাম, এবং যিনি কথা কহিতেছিলেন, তাeাকে আর এক পবিত্র ব্যক্তি জিজ্ঞ সা করিলেন. সেই নিত্য নৈ বদ্যের অপহরণ, ও সেই ধ্বংসজনক অধৰ্ম্ম, দলিত হইবার জন্ত ধৰ্ম্মধামের ও বাহিনীর সমর্পণ সম্বন্ধীয় ১৪ দর্শন কত কালের জন্ত ? তিনি তাহাৰুে কfহলেন, দুই সহস্র তিন শত সন্ধ্যা ও প্রাতঃকালের নিমিত্ত : পরে ধৰ্ম্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে । >\o 724