ly ; ) & -ఎ ; ১৫ আমি দানিয়েল এইরূপ দর্শন পাইলে গর তাহ। বুঝিবার চেষ্টা করিলাম ; আর দেখ, পুরুষাকৃতি এক ১৬ ব্যক্তি আমার সম্মুখে আসিয়া দাড়াইলেন ; এবং আমি উলয়ের [ তীর] মধ্য হইতে মনুষ্যের রব শুনিলাম, সেই রব ডাকিয় কহিল, গাব্রিয়েল, ইহাকে দর্শনের ২৭ তাৎপৰ্য্য বুঝাইয় দেও । তাহাতে আমি যে স্থানে দাড়াইয়া ছিলাম, তিনি সেই স্থানের নিকটে আসিলেন ; তিনি আসিলে আমি ত্ৰাসযুক্ত হইলাম, উবুড় হইয় পড়িলাম ; কিন্তু তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, বুঝিয়া লও, কারণ এই দর্শন শেষ কাল১৮ বিষয়ক । যখন তিনি আমার সহিত আলাপ করিলেন, তখন আমি ঘোর নিদ্রায় ভূমিতে উবুড় হইয় পড়িলাম ; কিন্তু তিনি আমাকে স্পর্শ করিয়া স্বস্থানে দাড় ১৯ করাইলেন। আর তিনি কহিলেন, দেখ, ক্রোধের উত্তর কালে যাহা ঘটিবে, তাহ৷ আমি তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষ কালের কথ। ২• তুমি দুই শৃঙ্গবিশিষ্ট যে মেষ দেখিলে, সে মার্দীয় ও ২১ পারসীক রাজা । আর সেই লোমশ ছাগ যবন দেশের ৱাজা, এবং তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, ২২ সে প্রথম রাজা । আর তাহার ভগ্ন হওয়া, ও তৎপরিবৰ্ত্তে আর চারি শৃঙ্গ উৎপন্ন হওয়া, ইহার মৰ্ম্ম এই সেই জাতি হইতে চারি রাজ্য উৎপন্ন হইবে, কিন্তু ২৩ উহার স্থায় পরাক্রম-বিশিষ্ট হইবে না। তাহাদের রাজ্যের উত্তর কালে অধৰ্ম্মীদের মাত্র। পূর্ণ হইলে ঈষণবদন ও গুঢ়বাক্যবিৎ এক রাজ উৎপন্ন হইবে । ২৪ সে বলে পরাক্রান্ত হইবে, কিন্তু নিজ বলে নহে, এবং সে আশ্চয্যরূপে বিনাশ করিবে ; আর কুতকাৰ্য্য হইবে, কৰ্ম্ম সফল করিবে, এবং শক্তিমানদিগকে ও ২৫ পবিত্র প্রজাদিগকে বিনাশ করিবে । তাহার কৌশল প্রযুক্ত সে আপন হন্তে চাতুরি সফল করিবে ; সে মনে মনে আত্মগfরম। করিবে, ও নিশ্চিন্তু অবস্থাপন্ন নেককে বিনষ্ট করিবে, এবং অধিপতিগণের অধিপতির বিরুদ্ধে দাড়াইবে, কিন্তু সে বিনা হস্তে ভগ্ন ২৬ হইবে। আর সন্ধ্য ও প্রাতঃকালের বিষয়ে কথিত দর্শন সত্য ; কিন্তু তুমি এই দর্শন মুদ্রাঙ্কিত কর, ২৭ কেনন। এ অনেক দিনের কথা। আর আমি দানিয়েল কিছু দিন ক্লান্ত ও পীড়িত ছিলাম, তাহার পর উঠিয় রাজার কৰ্ম্ম করিলাম ; আর সেই দর্শনে চমৎকুত হইলাম, কিন্তু কেহ তাই বুঝিল না। २8 ॥ ] দানিয়েলের প্রার্থনা ও তাহার উত্তর। o মার্দীয় বংশজাত আহশ্বেরশের পুত্র যে দারিরাবস কলুর্দীয় রাজ্যের রাজপদে নিযুক্ত হইয়া২ ছিলেন, তাহার প্রথম বৎসরে, তাহার রাজত্বের প্রথম ৰৎসরে, অাম দানিয়েল গ্রন্থাবলি দ্বারা বৎসরের সংখ্য বুঝিলাম, অর্থাৎ যিরশালেমের উৎপন্ন দশা সমাপনে সত্তর বৎসর লাগিলে, সদাপ্রভুর এই যে বাক্য দানিয়েল ।
- 、@。
বিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাছা বুঝিলাম। ৩ পরে আমি উপবাস, চট গরিধান ও ভস্ম লেপন করিয়া প্রার্থনীর ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি ৪ দৃষ্টি করিলাম। আর আমার ঈশ্বর সদ্যপ্রভুর কাছে প্রার্থনা করিলাম, ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমিই সেই মহানু ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহীদের সহিত নিয়ম ও দয়। রক্ষা করেন, যাহার। তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন ৫ করে । আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও ৬ শাসনপথ ত্যাগ করিয়াছি ; আর তোমার যে দাস ভাববাদিগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাহদের কথায়ও আমরা কর্ণ৭ পাত করি লাই। হে প্রভু, ধৰ্ম্মশীলতা তোমার, কিন্তু আমরা মুথের বিবর্ণতার পত্র, যেমন অদ্য দেখা যাইতেছে ; যিহুদার লোক ও যিরশালেম-নিবাসিগণ এবং সমস্ত ইস্রারেল এই অবস্থায় রহিয়াছে,—যাহার নিকটবৰ্ত্তী, ও যাহার দূরস্থ, যাহার। সেই সকল দেশে রহিয়াছে, যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়৷ দিয়াছ, তোমার বিরুদ্ধে কৃত সত্যলভবন প্রযুক্তই তাড়t৮ ইয়া দিয়াছ। হে প্ৰভু, আমরা, আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি । ৯ করুণ ও ক্ষম। আমাদের প্রভু ঈশ্বরের ; কারণ আমরা ১০ তাহার বিদ্রোহী হইয়াছি ; এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অস্ত্ৰধান করি নাই, তিনি আপন দাস ভাববাদিগণ দ্বার। আমাদের সম্মুথে যে সমস্ত ব্যবস্থ৷ ১১ রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। ই, সমস্ত ইস্রায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবধান করিবার অনিচ্ছায় বিপথগামী হইস্থাছে, সেই জন্ত ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, ১২ কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি । আর আমাদের বিরুদ্ধে, ও যে বিচারকত্ত্বগণ আমাদের বিচার করিতেন, তাহীদের বিরুদ্ধে তিনি যে যে বাক্য বলিয়াছেন, সে সকল সফল করিয়া আমাদের উপরে ভারী অমঙ্গল বৰ্ত্তাইয়াছেন : কেননা বিরূশালেমের প্রতি যেরূপ করা গিয়াছে, আকাশমণ্ডলের নীচে আর ১৩ কোথাও তদ্রুপ করা যায় নাই। মোশির ব্যবস্থায় যেরূপ লিখিত আছে, তদনুসারে এই সমস্ত অমঙ্গল আমাদের উপরে আসিয়াছে, তথাপি আমরা আপন আপন অপরাধ হইতে ফিরিবার জন্ত, ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করিবার জষ্ঠ, আপনাদের ঈশ্বর ১৪ সদাপ্রভুর কাছে বিনতি করি নাই। এই জন্ত সদাপ্রতু অমঙ্গল।র্থে জাগ্রৎ হইয়। আমাদের উপরে তাহ উপস্থিত করিয়াছেন, কেননা আমাদের ঈশ্বর সদাপ্ৰভু 725