১০ s ৯ – ১১ ঃ ১২ । ] গরিণত হইল, আমি কিছুমাত্র বল রক্ষা করিতে ৯ পারিলাম না। পরে আমি তাহার বাক্যের রব শুনিলাম, আর সেই বাক্যের রব শুনিবামাত্র আমি বোর ১• নিদ্রায় উবুড় হইয় পড়িলাম। আর দেখ, একথানি হস্ত আমাকে স্পর্শ করিয়৷ আমার জানু ও আমার ১১ দুই করতলের উপরে নির্ভর করাইল । পরে তিনি আমাকে কহিলেন,হে মহাপ্রীতি পত্র দানিয়েল, আমি তোমাকে যে যে কথা বলিব, সে সকল বুঝিয়। লণ্ড, এবং উঠিয়া দাড়াও, কেনন। আমি এখন তোমারই কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথ। কহিলে আমি কঁাপিতে কঁাপিতে উঠিয় দাড়াইলাম । ১২ তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্ত ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করি বার জন্ত মনঃসংযোগ কfরয়tiছলে, সেই দিন হইতে তোমার বাক্য শুনা হইয়াছে ; এবং তোমার বাক্য ১৩ প্রযুক্ত আমি ত্যাসিয়াছি। কিন্তু পারস্ত-রাজ্যের অধ্যক্ষ একুশ দিন পর্য্যস্ত আমার প্রতিকূলে দাড়াইলেন। পরে দেখ, প্রধান অধ্যক্ষদের মধ্যে মাখায়েল নামক এক জন আমার সাহায্য করিতে আসিলেন ; আর আমি সে স্থানে পারস্তের রাজগণের কাছে রহিলাম । ১৪ এখন, উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে বুঝাইয় দিতে আসিয়াছি ; কেননা দর্শনটী এখনও দীঘকালের অপেক্ষা করিび5びリ 』 ১৫ তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে ১৬ উবুড় হইয়। অবাক হইয় রইলাম। আর দেখ, মনুষ্যসন্তানদের আকৃতিবিশিষ্ট এক ব্যক্তি আমার ওষ্ঠাধর স্পর্শ করিলেন ; তখন আমি মুখ খুলিয়৷ কথা কহিলাম, যিনি আমার সম্মুখে দাড়া ইয়াছিলেন, তাহাকে কহিলাম, হে আমার প্রভু, এই দর্শন প্রযুক্ত মৰ্ম্মবেদন। আমাকে ধরিয়াছে, কিছুমাত্র বল রক্ষা করিতে পারি১৭ তেছি না। কারণ আমার এই প্রভুর দাস কি প্রকারে আমার এই প্রভুর সহিত কথা কহিতে পারে ? এক্ষণে আমার কিছুমাত্র বল নাই, আমার মধ্যে শ্বাসও নাই । ১৮ তখন সেই যে ব্যক্তি দেখিতে মনুষ্যের দ্যায়, তিনি ১৯ পুনর্ববার স্পর্শ করিয়। আমাকে সবল করিলেন । আর তিনি কহিলন, হে মহাপ্রীতি পাত্র, ভয় করিও না, তোমার শান্তি হউক, সবল হও, সবল হও । তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম, আর বলিলাম, আমার প্রভু বলুন, কেননা ২• আপনি আমাকে সবল করিয়াছেন । তখন তিনি কহিলেন, আমি কি জস্ত তোমার কাছে আসিয়াছি, তাহা কি জান ? এখন আমি পারস্তের অধ্যক্ষের সহিত যুদ্ধ কfরতে ফিরিয়া যাইব ; আর দেখ, আমি ২১ চলিয়া গেলে ঘবনের অধ্যক্ষ আসিবে । ধাহী হউক, P (ৰ ) সেই সমঘেৱ । দানিয়েল । ዓ &ፃ সক্ষ্যের গ্রন্থে স্বাছ লিখিত আচে, তাঁহ আমি তোমাকে জ্ঞাত করি ; উহাদের পিরুদ্ধে আমার সাহায্য করিতে তোমাদের অধ্যক্ষ মাথায়েল ব্যক্তিরেকে আর কেহ নাই । Ş Ş আর মাষ্ট্ৰীয় দারিয়ালসের প্রথম বৎসরে আমিই তাহাকে সবল ও শক্তিমান করিতে দাড়াইয়াছিলাম। ২ ঘাহা হউক, এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করিব। দেখ, পারস্তে আর তিন রীজ উৎপন্ন হইবে, আর চতুর্থ রাজা সৰ্ব্বাপেক্ষ অধিক ধনশালী হুইৰে, এবং আপন ধনে শক্তিমানূ হইলে যবন-রাজ্যের বিরুদ্ধে ও সকলকে উত্তেজিত করিবে। পরে বাধ্যলান এক রাজা উৎপন্ন হইবে, সে মহাকর্তৃত্ব-বিশিষ্ট কৰ্ত্ত হইবে ও ৪ স্বেচ্ছানুসারে কৰ্ম্ম করিবে । সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারি বায়ুর দিকে বিভক্ত হুইবে, কিন্তু তাহার বংশের নিমিত্ত নয়, আর সে ৰে কর্তৃত্ব করিত, তদনুসারে নয় ; বস্তুতঃ তাহার রাজ্য উৎপাটিত হইয়া উহাদের নয়, কিন্তু অন্তদের হইবে । e আর দক্ষিণ দেশের রাজ বলবান হইবে, কিন্তু তাহার অধ্যক্ষদর মধ্যে এক জন তাহ হইতেও বলবান হইয়া প্রভুত্ব পাইবে, তাহার প্রভুত্ব মহাপ্রভুত্ব ৬ হইবে । আর, বৎসরনিচয়ের শেষে তাহারা পরস্পর সম্বন্ধ পাতাইবে, আর মিলন করণার্থে দক্ষিণ দেশের রাজার কষ্ঠ উত্তর দেশের রাজার কাছে গমন করিবে: কিন্তু সে কস্ত নিজের বাহুবল রক্ষা করিবে না, এবং সে রাজা ও তাহার বাহু স্থায়ী হইবে না ; কিন্তু সেই মহিলা, এবং যাহারা তাহাকে আনিয়াছিল, আর যে তাহার জন্ম দিয়াছিল, ও যে তৎকালে তাহাকে বল ৭ দিয়াছিল, সকলে সমৰ্পিত হইবে। তথাপি তাহার মুলের এক পল্লব হইতে এক জন তাহার পদে উৎপন্ন হুইবে, আর সৈন্তের বিরুদ্ধে আসিয়া উত্তর দেশের রাজার দুর্গে প্রবেশ করিবে, এবং সেই সকলের বিপক্ষে ৮ ব্যাপৃত হইয়া পরাক্রম দেখাইবে । আর সে তাহদের ঢালা প্রতিমাগণের সহিত, তাহীদের রৌপ্য ও স্বর্ণের নান। রমণীয় পাত্রের সহিত তাহীদের দেবগণকে বন্দি করিয়া মিসরে লইয়। যাইবে, পরে কয়েক বৎসর উত্তর ৯ দেশের রাজা হইতে নিবৃত্ত থাকিবে । আর সে দক্ষিণ দেশের রাজার রাজ্যে প্রবেশ করিবে, কিন্তু নিজ দেশে ফিরিয়া যাইবে । ১• তাহার পুত্ৰগণ যুদ্ধ করিবে, এবং বিপুল বলসমীরোহ সংগ্ৰহ করিবে ; তাহারা আসিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, এবং তাহার। ফিরিয়া ১১ আসিবে, ও তাহার দুর্গ পর্য্যন্ত যুদ্ধ করবে। তাহাতে দক্ষিণ দেশের রাজা ক্রোধাবিষ্ট হইবে, এবং যাত্র। করিয়া তাহার সহিত, উত্তর দেশের রাজার সহিত, সংগ্রাম করিবে ; সেও মহাসমারোহু একত্র করিৰে, কিন্তু সেই সমারোহ উহার হস্তে সমাপত হইবে । ১২ ঐ সময়োহু দীক্ত হুইবে ও সে উদ্ধতচিত্ত হুইবে, আর 727
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।