পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ 5 २२-6 5 8 1 ] ২২ আকাশ ভূতলকে উত্তর দিবে ; ভূতল শস্ত, দ্রীক্ষারস ও তৈলকে উত্তর দিবে, এবং এই সকল বিষিয়েলকে - ইও উত্তর দিবে । আমি আপনার জন্তু তাহকে দেশে রোপণ করিব, ও ষে “অনুকম্পিত নয়, তাহাকে অনুকম্প করিব, এবং যে “আমার প্রজা নয়," তাছাকে বলিব, তুমি আমার প্রজ, এবং সে বলিবে, তুমি আমার ঈশ্বর। ৩ _গুয়ে সদাপ্রস্তু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ ৰাইয়। কাস্তুের প্রিয় অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম কর ; যেমন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহার। অন্ত দেবগণের প্রতি ফিরিয়া থাকে, এবং দ্রাক্ষাপূপ ভাল বাস । ২ তাহাতে আমি পনের রৌপ্যমুদ্রায় এবং এক হোমর ঘবে ও অৰ্দ্ধ হোমর যবে তাহাকে আপনার নিমিত্ত ও ক্রয় করিলাম । আর আমি তাহাকে কহিলাম, “ তুমি অনেক দিন পর্য্যন্ত আমার নিমিত্ত বসিয়া থাকিবে, ব্যভিচার করিবে না, ও কোন পুরুষের স্ত্রী হইবে না ; এবং আমিও তোমার প্রতি তদ্রুপ ব্যবহার করিব।” ৪ কেননা ইস্রায়েল-সন্তানগণ রাজাহীন, অধ্যক্ষহীন, খঞ্জহীন, স্তস্তহীন, এফোদ বা ঠাকুরহান হইয়। তা নক a দিন পৰ্য্যন্ত বসিয়া থাকিবে । পরে ইস্রায়েল-সন্তানগণ ফিরিয়া আদিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজ দাযুদের অন্বেষণ করিবে, এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও ডাংরি মঙ্গল-ভাবের আশ্রয় লইবে । ইস্রায়েলীয়দের ভ্রষ্টতা ও অসার অনুতাপ । 8 . ইস্রায়েল-সন্তানগণ, তোমর সদাপ্রভুর বাক্য শুন : কেননা দেশনিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ২ ঈশ্বরীয় জ্ঞানও নাই। শপথ, মিথ্যাবাকা, নরহতা, চুরী ও ব্যভিচার চলিতেছে, লোকের অত্যাচার ৩ করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত হয় । এই জন্ত দেশ শোকাকুল হইবে, এবং মাঠের পশু ও আকাশের পক্ষিশুদ্ধ দেশনিবাসিগণ সকলে স্নান হইবে, আর ও সমুদ্রের মৎস্তাদেরও সংহার হইবে । তথাপি কেছ বিবাদ ন করুক, ও কেহ অনুযোগ না করুক ; কারণ তোমার জাতি যাজকের সহিত বিবাদকারী লোকদের e তুল্য। আর তুম দিবসে উছোট খাইবে, ও ভাববাদী রাত্রিকালে তোমার সহিত উছোট খাইবে, এবং আমি ৬ তোমার মা তাকে বিনাশ করিব । জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে ; তুমি ত জ্ঞান অগ্রহ কfরয়াছ, এই জন্ত আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ করিলাম, তুমি আর আমার যাজক থাকবে না ; তুমি আপন ঈশ্বরের ব্যবস্থ। ভুলিয়।

  • “যিন্ত্ৰিয়েল শব্দের অর্থ, ‘ঈশ্বৰ রোপণ করেন ।

হোশেয় । Ꮔ © Ꮌ ; গিয়াছ, আমিও তোমার সস্তানগণকে ভুলিয়া যাইব । ৭ তাহার যত অধিক ৰুদ্ধি গাইত, আমার বিরুদ্ধে তত অধিক পাপ করিত ; আমি তাহদের সন্মান অগ৮ মানে পরিণত করিব। আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিক, আর ইহার। তাহাদের অপরাধে মন ৯ আসক্ত করে। ঘটিৰে এই, যেমন প্রজা তেমনি যাজক আমি তাহাদিগকে প্রত্যেকের পথানুযায়ী দণ্ড দিব, ১e ও প্রত্যেকের কার্য্যের প্রতিফল দিব। তাহার ভোজন করিবে, অথচ তৃপ্ত হইবে না : ব্যভিচার করিবে. অথচ বহুবংশ হইবে না ; কেননা তাহারা সদাপ্রভুর ১১ প্রতি অবধান ত্যাগ করিয়াছে। ব্যভিচার, মদ্য ও নূতন দ্রাক্ষারস, এই সকল বুদ্ধি হরণ করে। ১২ আমার প্রজাগণ আপনাদের কাঠখণ্ডের নিকটে পরামর্শ জিজ্ঞাসা করে, ও তাঁহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয় ; কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্ৰান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ১৩ ছাড়িয়া ব্যভিচার করিতেছে। তাহারী পৰ্ব্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে, এবং উপপৰ্ব্বতের উপরে আলোন, লিবৃনী ও এল। বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম । এই জন্ত তোমাদের কষ্ঠাগণ বেষ্ঠা হয়, ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। ১৪ তোমাদের কস্তার। বেস্ত হইলে এবং পুত্রবধূগণ ব্যভিচার করিলে আমি তাহদের দণ্ড দিব না, কেনন। লোকে আপনারাও বেষ্ঠাদের সহিত গুপ্ত স্থানে যায়, ও গণিকাদের সহিত যজ্ঞ করে ; এই নিৰ্ব্বোধ জাতি নিপাতিত হইবে । ১৫ হে হস্রায়েল, তুমি যদ্যপি বাভিচারী হও, তথাপি যিহুদা দণ্ডনীয় না হউক ; হুঁ, তোমরা গিলুগলে পদার্পণ করিও না, বৈৎ-আবনে উপস্থিত হইও না, এবং জীবন্ত সদাপ্রভুর দিবা, বলিয়া শপথ করিও ১৬ না । কারণ স্বেচ্ছাচারিণী গাভীর স্যায় ইস্রায়েল স্বেচ্ছাচারী হইয়াছে ; এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে, তেমনি সদাপ্রভু তাহাদিগকে চরাইবেন। ১৭ ইস্ক্রয়িম প্রতিমাগণে আসক্ত : তাহকে থাকিতে দেও। ১৮ তাহদের মদ্যপান শেষ হইলে তাহার। আবিরত বেখ্যাগমন করে : তাহার ঢালের অপমান আতিশয় ১৯ ভাল বাসে। বায়ু আপন পক্ষদ্বয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে । & হে যাজকগণ, এই কথা শুন ; হে ইস্রায়েলকুল, অবধান কর ; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে ; কেননা তোমর। মিম্পাতে ফাদস্বরূপ ও তাবোরে বিস্তুত জালস্বরূপ ২ হইয়াছ । অত্যাচারীর হত্যাকাৰ্য্যে গভীরে নামিয়াছে, ৩ কিন্তু আমি তাঁহাদের সকলকে শাস্তি দিব । আমি ইঞ্জয়িমকে জানি, ইস্রায়েলও আমার অগোচর নয় : বস্তু তঃ, হে ইক্ৰয়ম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ৪ ইস্রায়েল অশুচি হইয়াছে। তাহদের কার্য্য সকল 731