পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[[۹ د;ه - وه و د: মত্তগণ, জাগিয়া উঠ ও রোদন কর ; হে মদ্যপায়ী সকলে, মিষ্ট দ্রাক্ষরসের জন্ত হাহাকার কর ; কেননা ৬ তাহ তোমাদের মুখ হইতে অপহৃত হইয়াছে। কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য ; তাহার দন্তরাজি সিংহ-দন্তের হ্যায়, তাহার কষের দন্ত সিংহীর কষের দন্তের দ্যায়। ৭ সে আমার দ্রাক্ষালত ধ্বংস করিয়াছে, আমার ডুমুরবৃক্ষ ত্বকগৃষ্ঠা করিয়াছে ; সে ছাল খুলিয়া ফেলিয়াছে, তাহা ফেলিয়া দিয়াছে তাহার শাখা সকল শুক্ল ৮ হইয় পড়িয়াছে। তুমি এমন কষ্ঠার স্থায় বিলাপ কর, যে যৌবনকালীন কান্তের শোকে চটপরিহিত । ৯ সদাপ্রভুর গৃহ হইতে ভক্ষ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য অপহৃত হইয়াছে, সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক ১• করিতেছে। ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্ত বিনষ্ট হইয়াছে, নূতন দ্রাক্ষারস শুষ্ক এবং তৈল ১১ লুপ্ত হইয়াছে। লজ্জিত হও, কৃষকগণ, হাহাকার কর, দ্রীক্ষাক্ষেত্রের পালকগণ, গোধূম ও যবের নিমিত্ত ; ১২ কেননা ক্ষেত্রের শস্ত নষ্ট হইয়াছে। দ্রাক্ষালত শুষ্ক ও ডুমুরবৃক্ষ স্নান হইয়াছে ; দাড়িম্ব, খজুর, নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুষ্ক হইয়াছে, বস্তুতঃ মনুষ্য১৩ সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে । হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর ; হে যজ্ঞবেদির পরিচারকগণ, হাহাকার কর ; হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পরিয়া সমস্ত রাত্রি যাপন কর; কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য ১৪ নৈবেদ্য ও পেয় নৈবেদ্যের অভাব হইয়াছে। তোমরা পবিত্র উপবাস নিরূপণ কর, পৰ্ব্বদিন ঘোষণা কর, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশনিবাসী সকল লোককে একত্র কর, এবং সদাপ্রভুর ১৫ কাছে ক্ৰন্দন কর। হায় হায়, কেমন দিন ! সদাপ্রভুর দিন ত সন্নিকট , উহ। সৰ্ব্বশক্তিমানের নিকট ১৬ হইতে প্রলয়ের স্থায় আদিতেছে। আমাদের দৃষ্টি হইতে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ হইতে আনন্দ ১৭ ও উল্লাস কি উচ্ছিন্ন হয় নাই ? বীজ সকল আপন আপন ঢেলার নীচে পচিয়। যাইতেছে ; গোল। সকল ধ্বংসিত, শস্ত্যাগার সকল উৎপাটিত : কারণ শস্ত স্নান ১৮ হইয়াছে। পশুগণ কেমন কোকাইতেছে । বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহীদের চরাণীস্থান নাই ; ১৯ মেষপালও দওভোগ করিতেছে। হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিতেছি, কেননা অগ্নি প্রান্তরের চরাণী সকল গ্রাস করিয়াছে, তাহার শিখা ক্ষেত্রের সমস্ত ২• বৃক্ষ দগ্ধ করিয়াছে। মাঠের পশুগণও তোমার কাছে আকাঙক্ষ করে ; কেনন। জলপ্রণালী সকল শুষ্ক হইয়াছে, ও অগ্নি প্রান্তরস্থ চরাণী সকল গ্রাস করে য়াছে । & তোমরা সিয়েনে তুরী বাজাও, আমার পবিত্র পৰ্ব্বতে সিংহনাদ কর, দেশনিবাসী সকলেই কম্পিত হউক ; কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, о. т. 47) যোয়েল । Ꮔ ©Ꮔ ২ ই, সেই দিন সন্নিকট। সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন, পৰ্ব্বতগণের উপরে অরুণের দ্যায় তাহ ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি ; তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষানুক্রমের ৩ বৎসর-পৰ্য্যায়েও হইবে না। তাহদের অগ্ৰে অগ্নি গ্রাস করে, পশ্চাৎ বহি-শিখা জ্বলে ; তাহদের অগ্ৰে দেশ ষেন এদনের উদ্যান, তাহদের পশ্চাৎ ধ্বংসিত ৪ প্রান্তর , তাহ হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই। তাহtদের আকার অস্বগণের আকৃতির স্থায়, এবং তাহার। ৫ অশ্বারোহীদের স্থায় ধাবমান হয়। তাহদের লম্ফের শব্দ পর্বতশৃঙ্গের উপরে রথসমূহের শব্দের স্থায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের স্থায় ; তাহার যুদ্ধার্থে ৬ শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য। তাহাদের সম্মুখে জাতিগণ যন্ত্রণাগ্ৰস্ত, সকলেরই মুখ কালিমাযুক্ত হয়। ৭ তাহার বীরগণের স্থায় দৌড়ে, যোদ্ধাদের স্থায় প্রাচীরে উঠে, প্রত্যেক জন আপন আপন পথে অগ্রসর হয়, ৮ আপনাদের মার্গ জটিল করে না। তাহার এক জন অন্যের উপরে চাপাচাপি করে না ; সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয়, এবং শুলীগ্রের উপরে ৯ গড়িলেও ভগ্নপংক্তি হয় না। তাহারা নগরের উপর লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ে, গৃহমধ্যে উঠে, চোরের ১• স্থায় গবাক্ষ দিয়া প্রবেশ করে। তাহদের সম্মুখে পৃথিবী কঁপে, আকাশমণ্ডল কম্পমান হয়, চন্দ্র ও সূৰ্য্য অন্ধকারময় হয়, নক্ষত্রগণ আপন আপন তেজ ১১ গুটাইয়া লয়। সদাপ্রভু নিজ সৈন্তসামন্তের অগ্ৰে আপন রব শুনাইতেছেন ; কেনন। তাহার শিবির অতি মহৎ ; কেনন তাহার বাক্যসাধক বলবান : কেননা সদাপ্রভুর দিন মহৎ ও অতি ভয়ানক ; আর ১২ কে তাহ সহ করতে পারে ? কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত, এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া ১৩ আইস । আর আপন আপন বস্ত্র না চিরিয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস ; কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে ১৪ অনুশোচনা করেন । কে জানে যে, তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং আপনার পশ্চাতে আশীৰ্ব্বাদ, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য, রাথিয় যাইবেন না ? ১৫ তোমরা সিয়েনে তুরী বাজাও, পবিত্র উপবাস ১৬ নিরূপণ কর, পৰ্ব্বদিন ঘোষণা কর ; প্রজ লোকদিগকে একত্র কর, পবিত্র সমাজ নিরূপণ কর, প্রাচীনগণকে আহবান কর, বালকবালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র কর ; বর আপন বাসরগুহ হইতে, ১৭ কচ্ছ। আপন অন্তঃপুর হইতে নির্গত হউক। বারাণ্ডার ও বেদির মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক, তাহার বলুক, 737