পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○* হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা কর, আপন অধিকারকে টিটকারির বিষয় করিও না : তাহদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না, লোকবৃন্দের মধ্যে কেন বলা হুইবে যে, “উহুদের ঈশ্বর কোথায় ?” ঈশ্বরের দয়া, তাহার সেবকদের মঙ্গল, এবং শক্রদের বিনাশ । ১৮ তখন সদাপ্রভ আপন দেশের জন্য উদ্যোগী হইলেন, s৯ ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন। তার সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখ, আমি তোমাদের নিকটে শস্ত, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে ; এবং তামি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির ইe পাত্র করিব না। বরং তামি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় [ সৈন্ত ] দূর করিব, এবং তাহাকে শুষ্ক ও ধ্বংসিত দেশে তাড়াইয়া দিব, পূৰ্ব্ব সমুদ্রের দিকে তাহার অগ্রভাগ, ও পশ্চিম সমুদ্রের দিকে তাঙ্গর পশ্চাদভাগ ফেলিয়া দিব ; আর তাহার দুর্গন্ধ উঠিবে ও পুতিগন্ধ উঠিবে, কারণ সে মহৎ মহৎ ২১ কৰ্ম্ম করিয়াছে । হে দেশ, ভয় করিও না, উল্লাসিত হও, আনন্দ কর, কেননা সদাপ্রভু মহৎ মহৎ কৰ্ম্ম ২২ করিয়াছেন । হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরাণীস্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান হইতেছে, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালত। আপন ২৩ আপন বল প্রদান করিতেছে । আর হে সিয়োনসন্তানগণ, তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভূতে আনন্দ কর, কেননা তিনি তোমাদিগকে যথ্যপরিমাণে আগ্রিম বৃষ্টি দিলেন, এবং প্রথমতঃ তোমাদের নিমিত্ত আগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষা২৪ ইলেন । এই রূপে গামার সকল শস্ত পরিপূর্ণ হইবে, ২৫ দ্রাক্ষরস ও ভৈলে কুণ্ড সকল উথলিয়া উঠিবে। আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুঘুরিয়া ও শূককীট-আমি যে নিজ মহাদৈন্ত তোমাদর কাছে পাঠাইয়াছি, তাহারা— যে যে বৎসরের শস্ত্যাদি খাইয়াছে, আমি তাহ পার২৬ শোধ করিয়া তোমাদিগকে দিব । তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়৷ তৃপ্ত হইবে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুব নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চৰ্য্য ব্যবহার করিয়াছেন : তার তামার ২৭ প্রজাগণ কদাচ লজ্জত হইবে না । তাহাতে তোমর। জানিবে, আমি ইস্রায়েলের মধ্যবৰ্ত্তা, এবং আমি তোমদের ঈশ্বর সদাপ্রভু, অন্ত কেহ নাই, এবং আমার প্রজার। কদাচ লজ্জিত হইবে না । ২৮ আর তৎপরে এই রূপ ঘটিবে, আমি মৰ্ত্ত্যমাত্রের উপরে আমার তাত্মিা সেচন করিব, যোয়েল । [* ; >vー○ 3 a l তাহাতে তোমাদের পুত্ৰকস্তাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনের স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকের দর্শন পাইবে : ২৯ আর তৎকালে আমি দাসদাসীfদগেরও উপরে আমার আহ্বা সেচন করিব । ৩• আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব,— রক্ত, অগ্নি ও ধূমস্তস্ত দেখাইব । ৩১ সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূৰ্ব্বে স্বৰ্য্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে । আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে, সেই রক্ষা পাইবে : কারণ সদা প্রভূর বাকান্তসারে দিয়োন পৰ্ব্বতে ও যিরশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে, যাহাদিগকে সদাপ্রভূ ডাকিবেন। ○ কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি যিহুদী ও যিরশালেমের বন্দি : ফিরাইব, ২ তখন সমস্ত জাতিকে সংগ্ৰহ করিয়া যিহোশফট + তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইস্রায়েলের জন্ত তাহাদের সহিত বিচার করিব, কেনন। তাহার। তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছে, ও আমার দেশ ৩ বিভাগ করিয়া লইয়াছে । আর তাহার। আমার প্রজাদের জন্ত গুলিবাট করিয়াছে, এবং বেঙ্গার বিনিময়ে বালক দিয়াছে, ও পান করিবার জন্ত দ্রাক্ষারসের বিনিময়ে বালিক। বিক্রয় করিয়াছে । ৪ আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি ? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে ? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্ৰ সেই ৫ অপকারের ফল তোমাদেরই মস্তকে বৰ্ত্তাইব । কেননা তোমরা তামার রৌপ্য ও আমার স্ববর্ণ হরণ করিয়াছ, এবং আমার উৎকুষ্ট রত্ন সকল আপন আপন মন্দিরে ৬ লইয়া গিয়াছ ; আর যিহুদী সন্তানগণকে ও বিরূশালেমসন্তানগণকে তাহদের সীম হইতে দূর করণার্থে ৭ যবন সন্তানদের কাছে বিক্রয় করিয়াছ। দেখ, তোমরা যে স্থানে পাঠাইবার জন্ত তাহাদিগকে বিক্রয় করিয়াছ, তথা হইতে আমি তাহাদিগকে জাগাইয়। উঠাইয়া আনিব, এবং তোমাদের অপকারের ফল তোমা৮ দেরই মস্তকে বৰ্ত্তাইব । আর তোমাদের পুত্রকন্তাগণকেও যিহুদার সন্তানদের হস্তে বিক্রয় করিব, তাহারা তাহাদিগকে দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রয় করবে, কেননা ইহ সদাপ্রভু বলিয়াছেন । ৯ তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, ৩২

  • ( বা ) [ নিজ ] ধৰ্ম্মশীলতা অনুসারে ।
  • “যিংেশফট’ শব্দের অর্থ ‘সদণপ্রভু বিচার করেন ।

738