“O ; যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাক্টর তুল, যোদ্ধা ১• সকল নিকটবৰ্ত্তী হউক, উঠিয়। তাই মুক । তোমর আপন আপন লাঙ্গলের ফীল ভাঙ্গিয় খড়গ গড়, আপন আপন কাস্ত্যা ভাঙ্গিয় বড়শী প্রস্তুত করা: ১১ দুৰ্ব্বল বলুক, আমি বীর। হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে ত্বর কর, আইস, একত্র হও : হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া ১২ দেও। জাতিগণ জাগিয়া উঠুক, যিহোশাফট-তলভূমিতে তাইহক, কেনন। সে স্থানে আমি চারি১৩ দিকের সমস্ত জাতির বিচার করিতে বসিব । তোমর কর্তনী লাগাও, কেননা শস্ত্য পাকিয়াছে ; আইস, ডাক্ষাফল দলন কর, কেননা কুণ্ড পূর্ণ হইয়াছে, রসের আধার সকল উথলিয়া ভঠিতেছে ; কেননা তাহাদের ১৪ দুষ্টত বিষম। সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার তলভূমিতে । কেননা দণ্ডাজ্ঞীর তলভূমিতে সদাপ্রভুর ১৫ দিন সন্নিকট। সূৰ্য্য ও চন্দ্র অন্ধকার হইতেছে, নক্ষত্র১ণ্ড গণ আপন অপেন তেজ গুট।ইয়। লইতেছে । আর সদাপ্রভু সিয়ান হইতে গজ্জন করবেন, যিরশালেম হইতে আপন রব শুনাইবেন ; এবং আকাশমণ্ডল ও {lه د: ه -- • دا যোয়েল – আমোষ । 4 రివె পৃথিবী কম্পিত হুইবে ; কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইস্রায়েল-সপ্তানগণের দুর্গস্বরূপ হই১৭ বেন। তাহাতে তোমরা জানিবে যে, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি আমার পবিত্র সিয়োন পৰ্ব্বতে বাস করি ; তখন যিরশালেম পবিত্র হইবে : বিদেশীরা আর তাহার মধ্য দিয়া যাতায়াত করিবে নী । সেই দিন পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষীরস ক্ষরিবে, উপপৰ্ব্বতগণ হইতে দুগ্ধস্রোত বহিবে, এবং যিহুদার সমস্ত প্রণালীতে জল বহিবে; আর সদা প্রভুর গুহু হইতে এক উৎস নির্গত হইবে,তাহা শিটীমের স্রোতোমার্গকে ১৯ জল দিবে। মিসর ধ্বংসস্থান হইবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে, চহার কারণ যিহ্ৰদ-সন্তানদের প্রতি কুত উপদ্রব, কেননা তাহার। আপন আপন দেশে ২০ নির্দোষের রক্তপাত করিয়াছে। কিন্তু যিহুদা চিরকাল ও যিরশালেম পুরুষানুক্রম বসতি বশিষ্ট থাকবে । ২১ তার আমি তাহদের যে রক্ত নি র্দাষ প্রতিপন্ন করি নাই, তাহ নিদোষ প্রতিপন্ন করব ; কারণ সদাপ্ৰভু সিয়েনে বাস করেন । ՖԵ আমোষ ভাববাদীর পুস্তক। ভিন্ন ভিন্ন জাতির উপরে ঐশিক শাসন। S তামোষের বাক্য । তিনি তকোয়স্থ গোপালকদের মধ্যবৰ্ত্তী ছিলেন ; তিনি যিহুদা-রাজ উষয়ের কালে এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ বারবিয়ামের কালে, ভূমিকম্পের দুই বৎসর পূৰ্ব্বে, ইস্রায়েলের সম্বন্ধে এই সকল দর্শন পান । ২ তিনি কহিলেন, সদাপ্রভু সিয়োন হইতে গর্জন করিবেন, fযরশালেম হইতে আপন রব শুনাইবেন : তাহাতে মেষপালকদের চরাণীস্থান সকল শোকান্বিত হইবে, কম্মিলের শিখর শুষ্ক হহয়। যাইবে । ৩ সদা প্ৰভু এই কথা কহেন, দম্মুেশকের তিনটা অধৰ্ম্ম প্রযুক্ত ও চারিট প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেনন। তাহার লৌহময় শস্ত্যমদনযন্ত্রে গিলিয়দকে মদন করিয়াছে : ৪ অতএব আমি হসায়েল কুলে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বিনহদদের অট্টালিক। সকল গ্রাস করিবে । ৫ অীর আমি দম্মেশকের অর্গল ভাঙ্গিয় ফেলিব, আবনের সমস্থলী হইতে নিবাসীকে ও বৈৎ-এদন হইতে রাজদণ্ড-ধারীকে উচচ্ছন্ন করিব ; এবং আরামের লোকের বন্দি হইয়। কীরে যাইবে ; ইহ সদাপ্রভু ब् ८ेन । ৬ সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধৰ্ম্ম প্রযুক্ত ও চারিট প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ কfরব না, কেননা তাহার। ইদোমের কাচে সমপণ করিবার জন্ত সমস্ত লোককে বান্দ করিয়া লইয়। গিয়াছিল : ৭ অতএব আমি ঘসার প্রাচীরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা তাহার অট্টালিক। সকল গ্রাস করিবে । ৮ আর আমি অস্দোদ হইতে নিবাসীকে ও অস্কলোন হইতে রাজদণ্ড ধারীকে উচছন্ন করিব : ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে ইহা প্ৰভু সদাপ্রভু কহুেন। ৯ সদাপ্রভু এই কথা কহেন, সোরের তিনটা অধৰ্ম্ম প্রযুক্ত ও চারিট প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ কfরব না, কেনন। তাহার। সমস্ত লোককে চদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্ৰাতৃ নিয়ম স্মরণ করল না ; ১• অতএব আমি সোরের প্রাচীরে অগ্নি (নক্ষেপ করিব, 739
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।