পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o by з о ; 8 — 3 • ; 9 о 11 ৪ তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নিৰ্ম্মাণ করিও না : উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর ন'চস্থ জলমধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোন e মুৰ্ত্তি নিৰ্ম্মাণ করিও না ; তুমি তাহদের কাছে প্রণিপাত করিও না, এবং ত,হাদের সেবা কারও না ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদযোগী ঈশ্বর ; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদেগের উপরে বক্তাই, যাহার। আমাকে দ্বেষ করে, ৬ তাহদের তৃতীয় চতুর্থ পুরুষ পযন্ত বৰ্ত্তই ; কিন্তু যাহার। আমাকে প্রেম করে ও আমার আগজী সকল পালন করে, আমি তাহদের সহস্ৰ । পুরুষ৷ পয্যন্ত দয়া করি। ৭ তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনৰ্থক লইও নী, কেনন। যে কেহ তাহার নাম অনৰ্থক লয়, সদাপ্ৰভু তাহাক নির্দোষ করবেন না । ৮.৯ তুমি বিএমদিন স্মরণ করিয়া পবিত্র করিও । ছয় দিন এম করেও, আপনার সমস্ত কায্য কারও ; ১০ কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিএমদিন ; সে দিন তুমি কি তোমার পুত্র কি কন্য, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরদ্বারের মধ বৰ্ত্তী বিদেশী, কেহ কোন কাৰ্য্য ১১ কারও না ; কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবৰ্ত্তী সমস্ত বস্তু ছয় দিনে নিৰ্ম্মাণ করিয়৷ সপ্তম দিনে বিশ্রাম করিলেন ; এই জন্য সদাপ্রভু বিশ্রামদিনকে আশীবাদ করলেন, ও পবিত্র করলেন । তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদ্যপ্ৰভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীঘ পরমায়ু হয় । >ー ১৩ নরহত্য। কারও না । ১৪ ব্যভিচার কারও না । ১৫ চুরি করিও না । ১৬ তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিও না । ১৭ তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না ; প্রতি বাসীর স্ত্রীতে, কিম্ব। তাহার দাসে কি দাসীতে, কিম্বা তাহার গোরুতে fক গর্দভে, প্রতিবাসীর কোন বস্তুতেই লোভ করিও না । তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরীধ্বনি ও ধুমময় পৰ্ববত দেখিল ; দেখিয় লোকের ত্ৰাসযুক্ত হইল, ১৯ এবং দূরে দাড়াইয়। রহিল । আর তাহার মোশিকে কহিল, তুমিই আমাদের সহিত কথা বল, আমরা শুনিব ; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, ২• পাছে আমরা মারা পড়ি । মোশি লোকদিগকে কহিলন, ভয় করিও না ; কেননা তোমাদের পরীক্ষা করণtcথ, এবং তোমরা যেন পাপ না কর, এই নি।মুক্ত আপন ভয়ানকত। তোমাদের চক্ষুগোচর করণ।থে ঈশ্বর ২১ আসিয়াছেন। তখন লোকের দূর দাড়াইয়া রহিল ; আর মোশি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করেলেন, যেখানে ঈশ্বর ছিলেন । о. т. 5) যাত্রীপুস্তক । V & নানাবিধ আজ্ঞা । ২২ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে এই কথা কহ, তোমরা আপনারাই দেখিলে, আমি আকাশ হইতে তোমাদের সহিত কথা ২৩ কাহলাম। তোমরা আমার ও তিযোগী কিছু নিৰ্মাণ কারও না : আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নিৰ্ম্মাণ করিও না । তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নিৰ্ম্মাণ করিবে, এবং তাহার উপরে তোমার হোম বলি ও মঙ্গলার্যক বলি, তোমার মেষ ও তোমার গোরু উৎসর্গ করবে। আমি যে যে স্থান অপেন নাম স্মরণ করাইব, সেই সেচ স্থানে তোমার নিকট আসয়৷ ২৫ তোমাকে আশীৰ্ব্বাদ করিব । তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরর বেদি নিৰ্ম্মাণ কর, তবে খোদিত প্রস্তরে তাহ নিৰ্ম্মাণ করিও না, কেননা তাহার উপরে ২৬ অস্ত্ৰ তুলিলে তুমি তাহ অপবিত্র করবে। আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তাহার উপরে তোমার উলঙ্গত। অনাহূত হয় । ミS আর তুমি এই সকল শাসন তাহদের সম্মুখে রাখিবে । ২ তুমি ইব্রীয় দাস ক্রর করিলে সে ছয় বৎসর দাসত্ব করিবে, পরে সপ্তম বৎসরে বিন মূল্য মুক্ত হইয়৷ ৩ চলিয়া যাইবে । সে যদি একাকী আইসে, তবে একাকী যাইবে ; আর যদি সঞ্জীক আইসে, তবে ৪ তাহার স্ত্রীও তাহার সহিত যাইব । যদি তাহার প্রভু তাহার বিবাহ দেয়, এবং সেই স্ত্রী তাহার জন্ত পুত্র কি কন্য। প্রসব করে, তবে সেই স্ত্রীতে ও তাহার সন্তানগণে তাহার প্রভুর স্বত্ব থাকিবে, সে একাকী ৫ চলিয়। যাইবে । কিন্তু ঐ দাস যদি স্পষ্টরূপে বলে, আমি আপন প্রভুকে এবং আপন স্ত্রী ও সন্তানগণকে ৬ ভাল বাসি, মুক্ত হইয়া চলিয়। যাইব না, তাহ হইলে তাহার প্রভু তাহাক ঈশ্বরের নিকট লইয়। যাইবে, এবং সে তাহাকে কপাটের কিম্ব বাজুর নিকটে উপস্থিত করবে, তথায় তাহার প্রভু গুজি দ্বারা তাহার কর্ণ বিদ্ধ করবে ; তাহাতে সে চিরকাল সেই প্রভুর দাস থাকিব । ৭ আর কেহ যদি আপন কল্পীকে দাসীরূপে বিক্রয় করে, তবে দাসের যেমন যায়, সে তদ্রুপ যাইবে না । ৮ তাহার প্রভু তাহাকে আপনার জন্য নিরূপণ করিলেও যদি তাহার প্রতি অসন্তুষ্ট হয়, তবে সে তাইকে মুক্ত হইতে দিবে ; তাহার সঙ্গে ও বঞ্চনা করতে তম্ভ জাতির কাছে তাহকে বিক্রয় করিবার অধিকার ৯ তাহার হইবে না । আর যদি সে আপন পুত্রের জন্ত তাহাকে নিরূপণ করে, তবে সে তাহার প্রতি কস্তাগণ ১০ সম্বন্ধীয় নিয়মনুযায়ী ব্যবহার করবে। যদি সে অন্ত স্ত্রীর সহিত তাহার বিবাহ দেয়, তব উহার অন্নের ও বস্ত্রের এবং সহবাসের বিষয়ে ক্রটি করতে পারিবে 3 3 65