S; 1 1 ج : 6 ـ من ও ভূমি হইতে কি কল ছুটে ? নগরের মধ্যে তুরী বাজিলে লোকের কি কঁপে না ? সদাপ্রভু না ঘটাইলে ৭ নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে ? নিশ্চয়ই প্ৰভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গুঢ় ৮ মন্ত্রণ প্রকাশ না করিয়া কিছুই করেন না। সিংহ গর্জন করিল, কে না ভয় করিবে ? প্রভু সদাপ্রভু কথা কহিলেন, কে না ভাববাণী বলিবে ? ৯ তোমরা তল্দোদের অট্টালিকা সকলের উপরে ও মিসর দেশের অট্টালিকা সকলের উপরে ঘোষণা কর, আর বল, তোমরা শমরিয়ার পর্বতগণের উপরে একত্র হও ; আর দেখ, তাহার মধ্যে কত মহাকোলাহল ! ১০ তাহীর মধ্যে কত উপদ্রব । উহার হ্যায়ীচরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন, তাহারা আপন আপন ১১ অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে। এই জন্ত প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এক জন বিপক্ষ । সে দেশ বেষ্টন করিবে, সে তোমা হইতে তোমার শক্তি ফেলিয়া দিবে, এবং তোমার অট্টালিক। সকল লুটিত ১২ হইবে। সদাপ্রভু এই কথা কহেন, সিংহের মুখ হইতে যেমন মেষপালক দুই খান পা কিম্বা একটা কণমূল উদ্ধার করে, তেমনি সেই ইস্রায়েল-সন্তানদিগকে উদ্ধার করা যাইবে, যাহার শমরিয়ায় শয্যার কোণে ১৩ কিম্ব খটার শিল্পিত চাদরে বসিয়া থাকে। তোমরা শুন, আর যাকোবের কুলের বিরুদ্ধে সাক্ষ্য দেও, ইহ। ১৪ প্রভু সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, কহেন। কেননা আমি ষে দিন ইস্রায়েলকে তাহার অধৰ্ম্ম সকলের প্রতিফল দিব, সেই দিন বৈথেলস্থ যজ্ঞবেদি সকলেরও প্রতিফল দিব, তাহাতে বেদির শৃঙ্গ সকল ছিন্ন হইয়। ৪৫ ভূমিতে পড়িবে। আমি শীতকালের গৃহকে ও গ্রীষ্মকালের গৃহকে আঘাত করিব ; হস্তিদন্তের গৃহ সকল নষ্ট হইবে, এবং অনেক গৃহ লুপ্ত হইবে, ইহ সদাপ্রভু বলেন । ইস্রায়েলের প্রতি দ্বিতীয় অনুযোগ । 8 of শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন ; তোমরা দীনহীনদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কৰ্ত্তাদিগকে বলিতেছ, আন, আমরা ২ পান করি। প্রভু সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে তোমাদিগকে আঁকড়। দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শী দ্বার। ৩ টানিয়া লইয়। যাইবে। আর তোমরা প্রত্যেকে আপন আপন সম্মুখস্থ ভগ্ন স্থান দিয়া বাহির হইবে, এবং হৰ্ম্মোণে নিক্ষিপ্ত হইবে, ইহ সদাপ্রভু বলেন। ৪ তোমরা বৈথেলে গিয়া অধৰ্ম্ম কর, গিল্গলে গিয়া অধৰ্ম্মের বৃদ্ধি কর, এবং প্রতিপ্রভাতে আপন আপন বলি, ও তিন তিন দিবসান্তে আপন আপন ৫ দশমাংশ উৎসর্গ কর। আর স্তবার্থে তাড়ীযুক্ত দ্রব্য আমোষ । 8 উৎসর্গ কর, এবং স্ব-ইচ্ছায় দত্ত উপহারের বিষয় ঘোষণা কর, ও প্রচার কর ; কেননা, হে ইস্রায়েল। সন্তানগণ, তোমরা এই প্রকার করিতেই ভাল বাস, ও ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির নিৰ্ম্মলতা ও তোমাদের সমস্ত বাসস্থানে অন্নাভাব তোমাদিগকে দিলাম : তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ৭ ইহ সদাপ্রভু বলেন। আর শস্ত পাকিবার তিন মাস পূৰ্ব্বে আমিও তোমাদের হইতে বৃষ্টি নিবারণ করিলাম ; এক নগরে বৃষ্টি ও অহা নগরে অনাবৃষ্টি করিলাম ; এক ক্ষেত্র জলসিক্ত হইল, অন্ত ৮ ক্ষেত্র জলাভাবে শুষ্ক হইয়া গেল। তাই জল পানার্থে দুই তিন নগরের লোক টলিতে টলিতে অন্ত এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না ; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ৯ ইহ সদাপ্রভু বলেন। আমি শস্তের শেষ ও স্নানি দ্বারা তোমাদিগকে আঘাত করিলাম ; শূককীট তোমাদের বহুসংখ্যক উদ্যান, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র, তোমাদের ডুমুরবৃক্ষ ও জিতবৃক্ষ থাইয়া ফেলিল । তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ১০ ইহ সদাপ্রভু বলেন। আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর দ্যায় মহামারী পাঠাইলাম , খড়গ দ্বারা তোমাদের যুবকগণকে বধ করিলাম, ও তোমাদের অশ্বগণকে লইয়া গেলাম ; আর তোমাদের শিবিরের দুৰ্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করাইলাম , তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে লi, ১১ ইহ সদাপ্রভু বলেন। আমি তোমাদের কতক স্থান ] উৎপাটন করিলাম, যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা উৎপাটন করিয়াছিলেন, তাহাতে তোমরা দাহ হইতে উদ্ধৃত অৰ্দ্ধদগ্ধ কষ্ঠের স্থায় হইলে; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না, ১২ ইহ সদাপ্রভু বলেন। হে ইস্রায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব ; আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব, এই হেতু, হে ইস্রায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে ১৩ প্রস্তুত হও । কেননা দেখ,তিনি পৰ্ব্বতগণের নিৰ্ম্মাতা, ও বায়ুর স্বষ্টিকৰ্ত্ত ; তিনি মানুষের কাছে তাহার চিন্তা প্রকাশ করেন ; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন ; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাহার নাম । ইস্রায়েলের প্রতি তৃতীয় অনুযোগ । 敏 হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের বিষয়ে এই যে বিলাপ করি, ইহা শুন । ২ ইস্রায়েল-কুমারী পতিত হইয়াছে, সে আর উঠিবে না ; সে আপন ভূমিতে তাছাড় খাইয়াছে ; তাহাকে উঠাইবার কেহ নাই । 74.1
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।