3 8 ৪ অহে তোমরা যাহারা দরিদ্রকে গ্ৰাস করিতেছ ও দেশের হীন লোকদিগকে লোপ করিতেছ, তোমরা ও এই বাক্য শুন । তোমরা বলিয়া থাক, অমাবস্তা কখন গত হইবে ? আমরা শস্ত বিক্রয় করিতে চাই । বিশ্রামদিন কখন গত হইবে ? আমরা গোমের ব্যবসায় করিতে চাই। ঐকা ক্ষুদ্র ও শেকল ভারী করিব, ও আর ছলনার দাড়ি দ্বারা ঠকাইব ; রৌপ্য দিয়া দীনহীনদিগকে ও এক যোড়া পাদুকা দিয়া দরিদ্রকে ৭ ক্রয় করিব, এবং গোমের ছাট বিক্রয় করিব।” সদাপ্ৰভু যাকোবের মহিমান্থলের নাম লইয়৷ এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনও ৮ ভুলিয়া যাইব না । ইহার নিমিত্ত কি দেশ কঁাপিবে না? তন্নিবাসী সকলে কি শোকান্বিত হইবে না । সমুদয় দেশ নীল নদীর স্থায় স্ফীত হইয়া উঠিবে, মিশ্রীয় নদীর দ্যায় ঢেউ খেলিয়া আবার নামিয়া যাইবে। ন প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন আমি মধ্যাহ্নকালে সূৰ্য্যকে অস্তগত করিব, এবং দীপ্তির ১• দিনে দেশকে অন্ধকারময় করিব । আমি তোমাদের উৎসব সকল শোকে, তোমাদের সমুদয় গীত বিলাপে, পরিণত করিব; সকলের কটিদেশ চটপরিহিত করিব, ও সকলের মস্তকে টাক পড়াইব ; একমাত্র পুত্রশোকের দ্যায় দেশকে শোক করাইব, এবং তাহার ১১ শেষকাল তীব্র দুঃখের দিন হইবে। প্রভু সদাপ্রভু কহেন, দেখ, এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব ; তাহ অন্নের দুর্ভিক্ষ কিম্ব জলের পিপাস নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য ১২ শ্রবণের । লোকের টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্ত সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পুৰ্ব্ব পর্যান্ত ভ্রমণ করিবে ; তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্ততঃ ১৩ দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহ পাইবে না । সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকের পিপাসায় মূৰ্চ্ছাপন্ন ১৪ হইবে। যাহার শমরিয়ার পাপ লইয়া শপথ করে, বলে, “ হে দান, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্য, বেবৃশেবার জীবন্ত পথের দিব্য, তাহারা পড়িয় যাইবে, আর কখনও উঠিবে না। > আমি প্রভুকে দেখিলাম, তিনি যজ্ঞবেদির কাছে দণ্ডায়মান ছিলেন ; তিনি কহিলেন, তুমি মাথলীতে আঘাত কর, দ্বারের গোবরাট বিকম্পিত হউক, তুমি সকলকার মস্তকে তাহ ভাঙ্গিয় ফেল ; আর তাহদের শেবাংশকে আমি খণ্ডুেগ বধ করিব : তাহীদের মধ্যে এক জনও পলাইতে পরিবে না, এক ২ জনও রক্ষা পাইতে পারিবে না। তাহীর পাতাল পর্য্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাহাদিগকে ধরিয়া আনিবে, এবং আকাশ পৰ্য্যন্ত উঠিলেও আমি ৩ তথা হইতে তাহাদিগকে নামাইব । আর তাহার কমিলের শৃঙ্গে গিয়া লুকাইলেও আমি সেখানে অনুসন্ধান করিয়। তাহাদিগকে ধরিব ? অামার গোচর হইতে আমোষ । [bo ; 8 — So 3 × 1 সমুদ্রের তলে গিয়া লুক্কায়িত হইলেও আমি সেখানে সপকে আজ্ঞা দিব, সে তাহাদিগকে দংশন করিবে । ৪ আর তাহার শক্রদের সম্মুখে বন্দিত্ব স্থানে গেলেও আমি সেখানে খড়গকে আজ্ঞা দিব, আর তাহ তাহাদিগকে বধ করিবে ; এইরূপে অমঙ্গলের জন্ত আমি তাহাঁদের প্রতি চক্ষু রাখিব, মঙ্গলের জষ্ঠ নয় । ৫ প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তিনিই দেশকে স্পশ করিলে তাহা গলিয়া যায়, ও তন্নিবাসী সকলে শোকান্বিত হয় ; এবং সমুদয় দেশ নীল নদীর স্থায় স্ফীত হইয়া উঠিবে, মিস্ত্রীয় নদীর স্থায় নামিয়া যাইবে: ৬ তিনি আকাশে আপন উচ্চ কক্ষ সকল নিৰ্ম্মাণ করিয়াছেন, পৃথিবীর উদ্ধে আপন চন্দ্ৰাতপ স্থাপন করিয়াছেন ; তিনি সমুদ্রের জলসমূহকে ডাকিয়৷ স্থলের উপরে ঢালিয় দেন ; সদাপ্রভু তাহার নাম । ৭ সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা কি আমার নিকটে কুশীয়দের সন্তানগণের তুল্য নহ ? আমি কি মিসর দেশ হইতে ইস্রায়েলকে, কপ্তোর হইতে পলেষ্টীয়দিগকে, এবং কীর হইতে আরামীর৮ দিগকে আনি নাই ? দেখ, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে ; আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব ; তথাপি যাকোবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহ সদাপ্রভু বলেন । ৯ কারণ দেখ, আমি আজ্ঞা দিব, আর যেমন কুলীতে শস্ত চালে, তদ্রুপ আমি সমুদয় জাতির মধ্যে ইস্রায়েলকুলকে চালিব, তথাপি এক কণাও ভূমিতে পড়িবে না । ১ • আমার সেই পাপী প্রজাগণ সকলে খড়গ দ্বারা মীরা পড়িবে, যাহার বলিতেছে, অমঙ্গল আমাদের নিকট পৰ্য্যন্ত আসিবে না, আমাদের সম্মুখবত্তী হইবে না । সেই দিন আমি দাযুদের পতিত কুটীর উত্থাপন করিব, তাহার ফাটা বুজাইয়া দিব, ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূৰ্ব্বকালের স্তায় তাহ নিৰ্ম্মাণ ১২ করিব ; যেন তাহারা ইদোমের অবশিষ্ট লোকদের এবং যত জাতির উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, সকলের অধিকারী হয় ; সদাপ্রভু, যিনি ইহা সাধন ১৩ করেন, তিনি এই কথা কহেন। সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হালবাহক শস্তচ্ছেদকের সহিত, ও দ্রাক্ষীপেষক বীজবাপকের সহিত মিলিবে ; পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস ক্ষরিবে, এবং ১৪ সকল উপপৰ্ব্বত গলিয়া যাইবে । আর আমি আপন প্রজ ইস্রায়েলের বন্দিত্ব ফিরাইব ; তাহারা ধ্বংসিত নগর সকল নিৰ্ম্মাণ করিয়া তথায় যাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষরস পান করিবে, এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ ১৫ করিবে । আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপণ করিব ; আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি, তাহা হইতে তাহারা আর উৎপাটিত হইবে না : তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন। > * 744
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।