পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै ; ४ - 8 ; > > । ] আর আমার প্রার্থনা তোমার নিকটে, তোমার পবিত্র মন্দিরে. উপস্থিত হইল। ৮ যাহারা অলীক নিঃসার বস্তু মানে, তাহার নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে : ৯ কিন্তু আমি উদ্দেশে স্তবধবনি সহ বলিদান করিব : আমি যে মানত করিয়াছি, তাহ পূর্ণ করিব ; পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। পরে সদা প্ৰভু সেই মৎস্তকে বলিলেন, আর সে ষোনাকে শুস্ক ভূমির উপরে উদগীরণ করিয়া দিল। নীনবীতে যোনীর ঘোষণা ও তাহার ফল । 3e O পরে দ্বিতীয় বার সদণ প্রভূর বাক্য যোনীর কাছে উপস্থিত হইল : তিনি কহিলেন, তুমি উঠ, নীনীতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি, তাহ সেই নগরের ৩ উদ্দেশে ঘোষণা কর । তখন যোন। উঠিয়৷ সদা প্রভুর বাকানুসারে নীনবীতে গেলেন । নীনবী ঈশ্বরের দৃষ্টিতে মহানগর, তথায় যাতায়াত করিতে তিন দিন ৪ লাগিত । পরে যোনী নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়৷ এক দিনের পগ গেলেন, এবং ঘোষণা করিলেন, বলিলেন, " আর চল্লিশ দিন গতে নীনবী উৎপাটিত হইবে।” ৫ তখন নীনলীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল : তাহার উপবাস ঘোষণা করিল, এবং মহান হইতে ৬ ক্ষুদ্র পর্য্যন্ত সকলে চট পরিধান করিল। আর সেই বার্তা নীনবী-রাrজর নিকটে পন্থছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন, গাত্রের শাল রাখিয়া দিলেন, ৭ এবং চট পরিধান করিয়া ভস্মে বসিলেন । আর তিনি নীনবীতে রাজার ও তাহার অধ্যক্ষগণের তাদেশে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেষাদি পশু কেচ কিছু আম্বাদন না করুক, ভোজন ৮ কি জল গ্রহণ ন করুক ; কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়৷ যথাশক্তি ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেক জন আপিন তাপন কুপথ ও আপন আপন হস্তস্থিত ৯ দৌরাত্ম্য হইতে ফিরুক। হয় ত, ঈশ্বর ক্ষান্ত হইবেন, তনু শাচনা করবেন, ও আপন প্রজালত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না । ১• তখন ঈশ্বর তাহদের ক্রিয়, তাহার। যে আপন যোন ।

  • 8 &

আগন কুপথ হইতে বিমুখ হইল, তাহ দেখিলেন, আর তাঁহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিলেন ; তাহ কfরলেন না। 8 কিন্তু ইহাতে যেন মহাবিরক্ত ও ক্রুদ্ধ হইলেন। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদা প্রভু, বিনতি করি, আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই ? সেই জন্ত ত্বর করিয়া তশীশে পলাইতে গিয়াছিলাম ; কেননা আমি জনিতাম, তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী । অতএব এখন, হে সদাপ্রভু, বিনতি করি, আমা হইতে আমার প্রাণ হরণ কর, কেননা তামার জীবন অপেক্ষ ৪ মরণ ভাল। সদাপ্রভু কহিলেন, তুমি ক্রোধ করিয়৷ ৫ কি ভাল করিতেচ ? তপন যেন নগরের বাহিরে গিয়া নগরের পূর্বদিকে বসিয়া রহিলেন ; সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটীর নির্মাণ করিয়৷ তাহার নীচে ছায়াতে বসিলেন, নগরের কি দশ হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন। ও তখন সদা প্রভু ঈশ্বর এক এরও গাছ নিরূপণ করিলেন ; আর সেই গাছটা বাড়াইয় যোনার উপরে আনিলেন, যেন তাহার মস্তকের উপরে ছায়া হয়, যেন তাহার দুৰ্ম্মতি হইতে তাহাকে উদ্ধার করা হয়। আর যোন। সেই এরও গাছটার জন্ত বড় আহিলাদিত ৭ হইলেন। কিন্তু পর দিন অরুণোদয়কালে ঈশ্বয় এক কীট নিরূপণ করিলেন, সে ঐ এরও গাছটাকে দংশন ৮ করিলে তাহ শুষ্ক হইয় পড়িল । পরে যগন স্বৰ্য্য । উঠিল, ঈশ্বর উষ্ণ পূৰ্ব্বীয় বায়ু নিরূপণ করিলেন তাহাতে যোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে, তিনি পরিক্লান্ত হইয় আপন মৃত্যু প্রার্থনা করিয়া ৯ কছিলেন, আমার জীবন অপেক্ষ মরণ ভাল । তথন ঈশ্বর ষোনাকে কহিলেন, তুমি এরও গাছটার নিমিত্ত ক্ৰোধ করিয়া কি ভাল করিতেছ ? তিনি কতিলেন, ১• মৃত্যু পৰ্য্যন্ত আমার ক্রোধ করাই ভাল। সদাপ্রভু কহিলেন, তুমি এই এরও গাছের নিমিত্তে কোন শ্রম কর নাই, এবং এটা বাড়াও নাই ; ইহা এক রাত্রিক্তে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ১১ ইঙ্গর প্রতি দয়ার্দ্র হইয়াছ । তবে আমি কি নীনবীর প্রতি, ঐ মহানগরের প্রতি, দয়াৰ্দ্ৰ হইব না ? তথায় এমন এক লক্ষ বিংশতি সহস্ত্রের অধিক মনুষ্য আছে, যাহার। দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না ; আর অনেক পশুও আছে । 747