ు; అ - ; $ | ] ৰালাৰু কি মন্থণ করিয়ছিল, ও বিয়োরের পুত্র বিলিয়ম তাঁহাকে কি উত্তর দিয়াছিল , শিটাম অবধি গিলগল পৰ্য্যন্ত কি ঘটিয়াছিল, স্মরণ কর], যেন তোমরা সদাপ্রভুর ধৰ্ম্মক্রিয় সকল জ্ঞাত হও । ৬ আমি কি লইয়৷ সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব, উৰ্দ্ধস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব ? আমি কি হোমবলি লহয়, একবর্ষীয় গোবৎসদিগকে লইয়া, তাহার ৭ সন্মুখে উপস্থিত হইব । সহস্ৰ সহস্ৰ মেঘে ও অযুত অযুত তৈলপ্রবাহে কি সঙ্গাপ্রভু প্রসন্ন হইবেন । আমি আপন অধৰ্ম্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব ? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ৮ ফল দান করিব ? হে মনুষ্য, যাহ। ভাল, তাহ। তিনি তোমাকে জানাইয়াছেন ; ফলতঃ দ্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন ? ৯ সদাপ্রভুর রব নগরকে আহবান করিতেছে ; আর প্রজ্ঞাবানু তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে* ; ১• তোমরা দণ্ড ও তন্নিরূপণকারীকে মান । দুষ্টের গৃহে কি এখনও দুষ্টতার ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফ ১১ আছে ? দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাটখারায় আমি ১২ কি বিশুদ্ধ হইব । তথাকার ধনবান লোকের দেীরাত্ম্যে পরিপূর্ণ, ও তন্নিবাসিগণ মিথ্যকথা বলি১৩ স্থাছে, তাহদের মুখমধ্যে জিহবা প্রবঞ্চক। এই জন্ত আমিও সাংঘাতিকরূপে তোমাকে প্রহার করিয়াছি, ১৪ তোমার পাপ প্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি। তুমি জাহার করিবে, তথাপি তৃপ্ত হইবে না, কিন্তু তোমার মধ্যে ক্ষীণত থাকিবে ; তুমি স্থানান্তর করিবে, কিন্তু কিছু বাচাইতে পরিবে না ; যাহা বাচাইবে, তাহ। ১৫ আমি খড়গকে দিব । বীজ বুনিয়াও তুমি শস্ত কাটিতে পাইবে না, জিতফল পেষণ করিয়াও গাত্রে তৈল লেপন করিতে পাইবে না, এবং দ্রাক্ষ নিপীড়ন ১৬ করিয়াও দ্র। ক্ষরিস পান করিতে পাইবে না। কারণ অস্ত্রির বিধি ও আহাব-কুলের ক্রিয় সকল পালিত হুইতেছে, এবং তোমরা তাহtuদর পরামর্শ অনুসারে চলিতেছ, যেন আমি তোমাকে বিস্ময়ের বিষয়, ও তোমার নিবাসৗদিগকে শীষশব্দের বিষয় করি ; আর তোমরা আমার প্রজাদের টিটুকারি বহন করিবে । ধিক আমাকে । কেননা আমি গ্রীষ্মকালীন ফল পাড়িবার কিম্বা দ্রাক্ষাচয়নের পরে চয়নকারীদের সদৃশ হহরছি ; খাবার যোগ্য একটী দ্রাক্ষাগুচ্ছ নাই ; আমার প্রাণ আশুপক্ক ডুমুরফলের আকাঙ্ক্ষ। ২ করিতেছে । পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হইয়াছ, মনুষ্যদের মধ্যে সরল লোক একেবারে নাই ; সকলেই রক্তপাত করণর্থে ঘটি বসায় ; প্রত্যেক জন আপন শু আপন ভ্রাতাকে জলে বদ্ধ করিতে চেষ্ট্র। পায়। বাহ
- (ৰা ) নাম ভয় করিৰে ।
মৗখা ।
- @ 9
মন্দ, তাহ সযত্বে করিবার জন্ত তাহীদের উভয় হন্ত ব্যতিব্যস্ত : অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্তী উপহার গ্রহণে প্রস্তুত ; এবং বড় মানুষ আপন প্রাণের ছুষ্টতা ৪ মুথে ব্যক্ত করে : তাহারা তাহ জালবৎ বুনে । তাহীদের মধ্যে যে ব্যক্তি উত্তম, সে স্যাকুলের ছায় ; আর যে অতি সরল, সে কণ্টকময় বেড়া হইতে । মন্দ ] : তোমার প্রহরিগণের দিন, তোমার সমুচিত দণ্ড, আসিতেছে ; এখন তাহদের ব্যাকুলত জন্মিবে । ৫ তোমরা সখাতে প্রত্যয় করিও না : আত্মীরেতেও বিশ্বাস করিও না ; তোমার বক্ষঃস্থলে শয়নকারিণী ও স্বীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা কর । কেননা পুত্র পিতাকে লঘুজ্ঞান করে, কষ্ঠ আপন মাতার, ও পুত্রবধূ আপন শাশুড়ীর বিরুদ্ধে উঠে, আপন আপন পরিজনই মনুষ্যের শক্র । ৭ কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্ৰাণেশ্বরের অপেক্ষ করিব ; আমার ঈশ্বর আমার ৮ বাক্য শুনিবেন । হে আমার বিদ্বেষিণি । আমার বিরুদ্ধে আনন্দ করিও না ; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোক৯ স্বরূপ হইবেন । আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাহার বিরুদ্ধে পাপ করিয়াছি ; শেষে । তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিম্পত্তি করিবেন ; তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন. আমি তাহার ধৰ্ম্মশীলতা দর্শন ১• করিব । তাহ দেখিয়। অামার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে ; সে ত আমাকে বলিত, “তোমার ঈশ্বর সদাপ্ৰভু কোথায় আমি স্বচক্ষে তাহাকে দেখিব ; এখন সে পথের কর্দমের স্থায় পদতলে দলিত হইবে । ১১ তোমার প্রাচীর গাথিবীর দিন । সেই দিন সীমা ১২ দূরে অন্তরিত হইবে। সেই দিন তোমার কাছে লোকের আসবে, অশুর হইতে ও মিসরের নগর-সমূহ হইতে, মিসর হইতে ফরৎ] নদী পৰ্য্যস্ত, আর সমুদ্র হইতে সমুদ্র, এবং পববত ৷ হইতে ] পৰ্ববত পৰ্য্যন্ত ১৩ আসিবে । তথাপি অধিবাসিগণের দোষে, তাহাজের কৰ্ম্মকাণ্ডের ফলরূপে, দেশ ধ্বংসস্থান হইয়। যাইবে। ১৪ তুমি আপন পাচনী লইয়া আপন প্রজাগণকে, স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পালকে. কমিলের মধ্য স্থত অরণ্যে চরাও ; পূৰ্ব্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাশনে ও গিলিয়দে চক্লক । ১৫ মিসর দেশ হইতে তোমার বাহির হইয়। আসিবার দিনের ছায় আমি তাহাদিগকে আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখাইব । ১৬ জাতিগণ দেখিয় আপনাদের সমস্ত পরীক্রমের বিষয়ে লজ্জিত হইবে ; তাহার। মুখে হস্ত দিবে, ও ১৭ তাহদের কর্ণ বধির হইবে । তাহীর সপের ছায় ধূল চাটিবে, তাহার কাপিতে কঁাপিতে তুমিস্থ কিষ্ণুলুকার স্থায় আপন আপন গোপনীয় স্থান হইতে 751