* 6. S ১৩ তুমি যাত্রা করিলে,—আপন প্ৰজাগণের পরিত্রাণার্থে, আপন অভিষিক্তের * পরিত্রাণার্থে : তুমি দুষ্টের গৃহের মস্তক চুর্ণ করিলে, কণ্ঠদেশ পৰ্য্যন্ত তাহীর মূল অনাবৃত করিলে। সেলা । ১৪ তুমি তাহার যোদ্ধাদের মন্তক তাঁহারই দণ্ড দ্বারা বিদ্ধ করিলে ; তাহার ঘূর্ণবায়ুর স্থায় আমাকে ছিন্নভিন্ন করিতে আসিয়াছিল : তাহারা দুঃখীকে গোপনে গ্রাস করিতে জানন্দ 屬 করিত । ১৫ তুমি আপন অশ্বগণ লইয়া সমুদ্র দিয়া গমন করিলে, সেই মহাজলরাশি দিয়া গমন করিলে। ১৬ আমি শুনিলাম, আমার অন্তর কাপিয়া উঠিল, সেই রবে আমার ওষ্ঠাধর বিকম্পিত হইল, আমার অস্থিতে পচন প্রবেশ করিল, আমি স্বস্থানে কম্পিত হইলাম, হবকুকুক – সফনিয় । [○ ; >やー > ; >3 কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারী আসিবে লোকদের বিরুদ্ধে । ১৭ যদিও ডুমুরবৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রীক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্য দ্রব্য উৎপন্ন হইবে না, খোয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হুইবে, গোঠে গোরু থাকিবে না ; ১৮ তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্ৰাণেশ্বরে উল্লাসিত হইব । ১৯ প্ৰভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। প্রধান বাদ্যকরের জন্ত ; আমার তারযুক্ত যন্ত্রে। সফনিয় ভাববাদীর পুস্তক। যিহুদীদের উপরে দণ্ড। $ সদাপ্রভুর এই বাক্য আমোনের পুত্ৰ যিহুদীরাজ যোশিয়ের সময়ে সফনিয়ের নিকটে উপস্থিত হইল। ইনি কুশির পুত্র, কুশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিস্কিয়ের পুত্র। ২ আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহ ৩ সদাপ্রভু বলেন । আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষিগণকে, সমুদ্রের মৎস্তগণকে, ও দুষ্টগণ শুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব ; হা, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা a সদাপ্রভু বলেন। আর আমি যিহূদার বিরুদ্ধে ও যিক্সশালেম-নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব, এবং এই স্থান হইতে বালের অবশেষ ও এ যাজকগণশুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব, এবং তাহাদিগকেও উচ্ছিন্ন করিব, যাহার ছাদের উপরে আকাশ-বাহিনীর কাছে প্ৰণিপাত করে, এবং যাহার। সদাপ্রভুর কাছে শপথ করিয়া,অথচ মালকামের নামেও ৬ শপথ করিয়া প্ৰণিপাত করে, এবং যাহারা সদ্ধাপ্রভুর অনুগমন হইতে পরায়ুখ হয়, ও যাহার। সদাপ্রভুর অন্বেষণ করে নাই, ও তাহার অনুসন্ধান করে নাই। ৭ তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও ; কেননা সদাপ্রভুর দিন সন্নিকট ; কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিতদিগের সংস্কার ৮ করিয়াছেন। সদাপ্রভুর সেই যজ্ঞের দিনে আমি অধ্যক্ষগণকে, রাজকুমারদিগকে ও বিজাতীয় পরিচ্ছদ৯ পরিহিত সকল লোককে দণ্ড দিব । আর যাহার লম্ফ দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে, যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্ম্যে ও ছলনায় পরিপূর্ণ করে, সেই ১• দিন আমি তাহাদিগকে দণ্ড দিব । সদাপ্রভু বলেন, সে দিন মৎস্ত-দ্বার হইতে ক্ৰন্দনের শব্দ, দ্বিতীয় বিভাগ হইতে হাহাকার, ও উপপৰ্ব্বতগণ হইতে মহাভঙ্গের । ১১ শব্দ শুনা যাইবে। হে মক্তেশ [উদুখল] নিবাসিগণ, তোমরা হাহাকার কর,কেননা সমস্ত ব্যবসায়ী লোকঃ নষ্ট হইয়াছে, সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে। ১২ সেই সময়ে আমি প্রদীপ জ্বালিয়া ষিরশালেমের সন্ধান করিব ; আর যে লোকের নিবির্বঘ্নে আপন আপন গাদের উপরে স্বস্থির আছে, যাহারা মনে মনে বলে, সদাপ্রভু মঙ্গলও করবেন না, অমঙ্গলও করিবেন ১৩ না, তাহাদিগকে দণ্ড দিব। তাহদের সম্পদ লুটিত হুইবে,ও তাছাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে ; তাহার বাচ নিৰ্ম্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না ; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত কল্পিৰে, কিন্তু তাহার ১৪ দ্রাক্ষারস পান কারতে পাইবে না। সদাপ্রভুর মহাদিন
- (ব। ) আপন অভিষিক্তের সহিত ।
- ( বা ) সমস্ত কনানীয় জাতি ।
756