পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ 1 ه لا : (ت-س- سالا و ج এবং সদাপ্রভু দিয়োনকে পুনৰ্ব্বার সান্তন করিবেন, ও যিরশালেমকে পুনৰ্ব্বার মনোনীত করিবেন। ১৮ পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর ১৯ দেখ, চারি শৃঙ্গ। তখন আমার সঙ্গে আলাপকারী দুতকে জিজ্ঞাসা করিলাম, এগুলি কি ? তিনি আমাকে কহিলেন, এ সেই সকল শৃঙ্গ, যাহারা যিহ্রদ, ইস্রায়েল এবং যিরশালেমকে ছিন্নভিন্ন করিয়াছে । ২০ পরে সদাপ্রভু আমাকে চারি জন কৰ্ম্মকার দেখাই২১ লেন । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার কি করিতে আসিতেছে । তিনি কহিলেন, ঐ শৃঙ্গ সকল যিহুদাকে এমন ছিন্নভিন্ন করিয়াছে যে, কেহই মস্তক তুলিতে পারে নাই ; কিন্তু যে জাতিগণ যিছুদ দেশকে ছিন্নভিন্ন করিবার জন্ত শৃঙ্গ উঠাইয়াছে, তাহাদিগকে ভয় দেখাইবার জন্ত ও তাহদের শৃঙ্গ সকল নীচে ফেলিয়। দিবার জন্ত ইহারা আসিতেছে । সখরিয়ের তৃতীয় দর্শন। & পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, পরিমাণরজ্জ হস্তে এক পুরুষ। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কোথায় যাইতেছেন ? তিনি আমাকে কহিলেন, ধিক্কশালেম মাপিতে, তাহার প্রস্থ কত ও তাহার দীর্ঘতা কত, তাহ ত দেখিতে যাইতেছি। তার দেখ, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি অগ্রসর হইলেন ; আর এক জন দূত তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। ৪ তিনি উইকে কহিলেন, তুমি দৌড়িয়া গিয়া ঐ যুবককে বল, যিরূশালেমের মধ্যবৰ্ত্তী মনুষ্যদের ও পশুদের আধিক্য প্রযুক্ত প্রাচীরবিহীন গ্রাম-সমুহের স্থায় তাহার ৫ বসতি হুইবে ; কারণ, সদাপ্রভু কহেন, আমিই তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীরস্বরূপ হইব, এবং আমি তাহার মধ্যবৰ্ত্তী প্রতাপস্বরূপ হইব । - ৬ আহে । আহে । উত্তর দেশ হইতে পলায়ন কর, ইহ সদাপ্রভু কহেন ; কেননা আমি তোমাদিগকে আকাশের চারি বায়ুর স্থায় বিস্তৃত করিয়াছি, ইহ ৭ সদাপ্রভু বলেন। অহো সিয়োন, বাবিল-কস্তার সহ৮ নিবাসিনি। রক্ষার্থে পলায়ন কর । কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন ; প্রতাপের পরে তিনি আমাকে সেই জাতিগণের কাছে পাঠাইলেন, যাহার তোমাদিগকে লুট করিয়াছে ; কেননা যে ব্যক্তি তোমাদিগকে স্পর্শ করে, সে তাহার চক্ষুর ৯ তার স্পর্শ করে। কারণ দেখ, আমি তাহাদের উপরে আপন হস্ত চালাইব, তাহাতে তাহারা আপন দাসগণের লুটবস্তু হইবে, আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে পাঠাইয়াছেন। ১• সিয়োন-কন্তে, আনন্দগান কর, আহলাদ কর, কেননা দেখ, আমি আসিতেছি, আর আমি তোমার ১১ মধ্যে বাস করিব, ইহ সদাপ্রভু বলেন। সেই দিনে । সখরিয়।

  • や あ

অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজ। হইবে ; এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই ১২ আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন। আর সদাপ্রভু পবিত্র দেশে আপনার অংশ বলিয়া যিহুদাকে অধিকার করিবেন, ও ফিন্ধশালেমকে আবার মনো১৩ নীত করিবেন। সদাপ্রভুর সাক্ষাতে প্রাণিমাত্র নীরব হও, কেননা তিনি আপন পবিত্র আবাসের মধ্য হইতে জাগিয়া উঠিয়াছেন। সখরিয়ের চতুর্থ দর্শন। পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন : ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাড়াইয়াছিলেন, আর তাহার বিপক্ষতা করিবার জম্ভ শয়তান [ বিপক্ষ ] তাহার দক্ষিণে দাড়াইয়াছিল। ২ তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, শয়তান, সদাপ্রভু তোমাকে ভৎসন করুন ; হা, যিনি যিরশালেমকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভু তোমাকে ভৎসন। করুন ; এই ব্যক্তি কি অগ্নি হইতে উদ্ধৃত অৰ্দ্ধদন্ধ ৩ কান্তস্বরূপ নয় । তখন যিহোশূয় মলিন বস্ত্রপরিহিত ৪ হইয়াই দূতের সম্মুখে দাড়াইয়াছিলেন। তাহাতে সেই দূত আপনার সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিদিগকে কহিলেন, ইহঁার গাত্র হইতে ঐ মলিন বস্ত্র সকল খুলিয়। ফেল। পরে তিনি তাহাকে কহিলেন, দেখ, আমি তোমার অপরাধ তোমা হইতে দূর করিয়া দিয়াছি, ৫ ও তোমাকে শুভ্র বস্ত্র পরিহিত করিব। তখন আমি কহিলাম, ইহার মস্তকে শুচি উষ্ণুীষ দিতে আজ্ঞা হউক । তখন তাহার মস্তকে শুচি উষ্ণীষ দেওয়৷ হইল, এবং তাঁহাকে বস্ত্র পরিধান করান হইল ; আর ৬ সদাপ্রভুর দূত নিকটে দাড়াইয়া রহিলেন । পরে সদ৭ প্রভুর দূত যিহোশূয়কে দৃঢ়রপে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চল, ও আমার রক্ষণীয় রক্ষা কর, তবে তুমিও আমার বাটীর বিচার করিবে, এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে, আর এই যাহারা দাড়াইয় আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার ৮ অধিকার দিব। হে যিহোশূয় মহাযাজক, তুমি শুন, এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখীগণও শুনুক, কেননা তাহারী অদ্ভুত লক্ষণস্বরূপ লোক ; কারণ দেখ, আমি আপন দাস পল্লবকে আনয়ন ন করিব। দেখ, যিহোশূয়ের সম্মুখে আমি এই প্রস্তর স্থাপন করিয়াছি ; এক প্রস্তরের উপরে সাত চক্ষু আছে ; দেখ, আমি তাহার মুদ্রা খুদিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন ; এবং আমি এক দিনে সেই ১০ দেশের অপরাধ দূর করিব। বাহিনীগণের সদাপ্ৰভু বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে আপন তাপন প্রতিবাসীকে দ্রাক্ষালতার তলে ও ডুমুরবৃক্ষের তলে নিমন্ত্রণ করিবে । 761