পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* や * সখরিয়ের পঞ্চম দৰ্শন । 8。*獸 আমার সহিত অtলাপ করিতেছিলেন, তিনি পুনরায় আসিয়া আমাকে নিদ্রা ২ হইতে জাগরিত মনুষ্যের স্থায় জাগাইলেন। আর তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ ? আমি কহিলাম, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক দীপবৃক্ষ, সমস্তই স্বর্ণময় : তাহার মাথার উদ্ধে তৈলাধার, ও তাহার উপরে সাত প্রদীপ, এবং তাহার মাথার উপরে স্থিত প্রত্যেক প্রদীপের জন্ত সাত ৩ নল ; তাহার নিকটে দুই জিতবৃক্ষ, একটী তৈলা৪ ধারের দক্ষিণে ও একটী তাহার বামে। তখন, যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, আমি তাহাকে জিজ্ঞাস করিলাম, হে আমার প্রভু, এই ৫ সকল কি ? তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি, তাহ কি জান না ? আমি ৬ কহিলাম, হে আমার প্রভু, জানি না। তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরবরাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, পরাক্রমঞ্চ দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনী৭ গণের সদাপ্রভু বলেন। হে বৃহৎ পৰ্ব্বত, তুমি কে ? সরুবরাবিলের সম্মুখে তুমি সমভূমি হইবে, এবং * প্রীতি, প্রীতি, ইহার প্রতি’, এই হর্ষধ্বনির সহিত সে মস্তকস্বরূপ প্রস্তরখানি বাহির করিয়া আনিবে । ৮ পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত ৯ হইল, সরুব্বাবিলের হস্ত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করিয়াছে, তাবার তাঁহারই হস্ত ইহ সমাপ্ত করিবে ; তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই ১০ তোমাদের নিকটে তামাকে পঠাইয়াছেন । কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে ? সরুকবাবিলের হস্তে ওলোন দেখিয়া ঐ সপ্তটী ত আনন্দ করিবে ; ইহার সদাপ্রভুর চক্ষু, ইহার সমস্ত পৃথিবী পৰ্য্যটন করে। ১১ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, দীপবৃক্ষটীর দক্ষিণে ও বামে দুই দিকে স্থিত ঐ দুই জিত১২ বৃক্ষের তাৎপৰ্য্য কি ? দ্বিতীয় বার তাহাকে জিজ্ঞাসিলাম, স্বর্ণময় যে দুই নল আপনা হইতে স্বর্ণবর্ণ তৈল নির্গত করে, তৎপর্শ্বে জিতফলের এই যে ১৩ দুইটী শাখ আছে, ইহার তাৎপৰ্য্য কি ? তিনি আমাকে উত্তর করিয়৷ বৰ্গহলেন, এ সকল কি, তাহ কি জান না ? আমি কহিলাম, হে আমার প্রভূ, ১৪ জানি না। তখন তিনি কহিলেন, উহার সেই দুই তৈল-কুমার, যাহার। সমস্ত ভূমণ্ডলের প্রভুর সম্মুখে দাড়াইয় থাকেন । সখরিয় । [ 8 : >ーや সখরিয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দর্শন।

1

& to আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করেলাম, আর দেখ, একখানি জড়ান পত্র উড়িতেছে। ২ তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ান পত্র উড়িতে দেখিতেছি । তাহ বিংশতি হস্ত দীর্ঘ ও দশ হস্ত প্রস্থ। ৩ তিনি আমাকে কহিলেন, উহা সমস্ত দেশের উপরে নির্গত অভিশাপ ; ফলতঃ যে কেহ চুরি করে, সে উহার এক পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে, এবং যে কেহ শপথ করে, সে উহার অন্ত পৃষ্ঠের বিধান ৪ অনুসারে উচ্ছিন্ন হইবে। বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহ। চোরের বাটীতে ও আমার নামে মিথ্য শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটীর মধ্যে অবস্থিতি করিয়া কাঠ ও প্রস্তর শুদ্ধ বাটী বিনাশ করিবে । ৫ পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি বাহিরে আসিয়া আমাকে কহিলেন, তুমি চক্ষু ৬ তুলিয়া দেখ, ঐ কি বাহির হইতেছে ? তখন আমি জিজ্ঞাসিলাম, ও কি ? তিনি কহিলেন, ওটা ঐফাপাত্র বাহির হইতেছে ; আরও কহিলেন, ওটা সমস্ত ৭ দেশে তাহীদের অধৰ্ম্মঞ্চ। আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়৷ ৮ আছে । তিনি কহিলেন, এ দুষ্টত । পরে তিনি ঐ স্ত্রীকে ঐফার মধ্যে ফেলিয়া দিয়া তাহার মুখে সেই ৯ সীসার ঢাকনী দিলেন। তখন আমি চক্ষু তুলিয়৷ দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই স্ত্রী বাহির হইয়৷ আসিল ; তাহীদের পক্ষপুটে বায়ু ছিল ; আর হাড়গিলার পক্ষের ষ্ঠায় তাহদের পক্ষ ছিল, তাহার পৃথিবীর ও আকাশের মধ্যপথে সেই ঐফ উঠাইয়৷ ১০ লইয়া গেল। তখন, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি তাহাঁকে জিজ্ঞাসা করিলাম, ১১ উহার ঐফ কোথায় লইয়। যাইতেছে । তিনি আমাকে কহিলেন, ইহারা শিনিয়র দেশে উহার জন্ত এক গৃহ নিৰ্ম্মাণ করিবে ; তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে । ৬ পরে আমি পুনর্বার চক্ষু ভুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই পৰ্ব্বতের মধ্য হইতে চারি রথ বাহির হইল ; সেই দুই পৰ্ব্বত পিত্তলের ২ পৰ্ব্বত । প্রথম রথে রক্তবর্ণ অশ্বগণ, দ্বিতীয় রথে ৩ কৃষ্ণবর্ণ অশ্বগণ, তৃতীয় রথে শ্বেতবর্ণ অশ্বগণ, ও চতুর্থ ৪ রথে বিলুচিত্রিত বলবান অশ্বগণ ছিল। তখন, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি উহাকে & কহিলাম, হে আমার প্রভু, এ সকল কি ? সে দূত উত্তর করিয়৷ তামাকে কহিলেন, ইহার স্বর্গের চারি

  • { বা ) সৈন্যসামন্ত ।
  • ( বা ) তাহীদের আকৃতিস্বরূপ।

762