৬ ; ৬ – ৮ ; ৪ । ] বায়ু, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাড়াইয়৷ থাকি ৬ বার পরে বাহির হইয়। আসিতেছেন। যে রথে কৃষ্ণবর্ণ অশ্বগণ আছে, তাহ উত্তর দেশে যাইতেছে ; ও শ্বেতবর্ণ অশ্বগণ তাহদের পশ্চাৎ পশ্চাৎ চলিল, এবং বিন্দু
- চিত্রিত অশ্বগণ দক্ষিণ দেশে চলিল। আর বলবান অশ্বগণ চলিল, এবং পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ করিবার অনুমতি প্রার্থনা করিল ; তাহাতে তিনি কহিলেন, চলিয়া যাও, পৃথিবীতে ইতস্ততঃ ভ্রমণ কর : তাহাতে
৮ তাহার। পৃথিবীতে ইতস্তত: ভ্রমণ করিল। তখন তিনি জামাকে ডাকিয় কহিলেন, দেখ, যাহার। উত্তর দেশে যাইতেছে, তাহার। উত্তর দেশে আমার আত্মাকে স্বস্থির করিয়াছে। রাজ-সিংহাসনে উপবিষ্ট যাজক । ৯ পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ১• হইল, তুমি নির্বাসিত লোকদের কাছে, অর্থাৎ হিল্দয়, টোবিয় ও যিদায়ের কাছে { রৌপ্য ও স্বর্ণ] গ্রহণ কর ; সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটীতে গমন কর, বাবিল হইতে তাহার। তখার ১১ আসিয়াছে ; তুমি রৌপ্য ও স্বর্ণ গ্রহণ করিয়া মুকুট নিৰ্ম্মাণ কর, এবং যিহোৰ্যাদকের পুত্ৰ যিহেশুয় মহা১২ ষাজকের মস্তকে দেও । আর তাহাকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, সেই পুরুষ, র্যাহার নাম ‘পল্লব, তিনি আপন স্থানে পল্লবের দ্যায় ১৩ বৃদ্ধি পাইবেন, এবং সদাপ্রভুর মন্দির গাথিবেন ; ই, তিনিই সদাপ্রভুর মন্দির গাখিবেন, তিনিই প্রভা ধারণ করিবেন, আপন সিংহাসনে বসিয়। কর্তৃত্ব করবেন, এবং আপন সিংহাসনের উপরে উপবিষ্ট যাজক হইবেন, তাহতে এই দুইয়ের মধ্যে শান্তির মন্ত্রণ ১৪ থাকিবে। পরস্তু হেলেমের, টেবিয়ের ও যিদায়ের নিমিত্ত, এবং সফনিয়ের পুত্রের সেজন্তের নিমিত্ত, ১৫ এই মুকুট স্মরণার্থে সদাপ্রভুর মন্দিরে থাকিবে। আর দূরস্থ লোকের আসিয়া সদাপ্রভুর মন্দির-নিৰ্ম্মাণে সাহায্য করবে ; আর তোমরা জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের কাছে আমাকে পাঠাইয়াছেন । তোমরা যদি যত্বপূর্বক আপনাদের ঈশ্বর সদtপ্রভুর বাক্যে মনোযোগ কর, তবে ইহা সিদ্ধ হইবে। উপবাসবিষয়ক প্রশ্ন ও তাহার উত্তর। আর দারিয়াবস রাজার চতুর্থ বৎসরে কিলেব o নামক নবম মাসের চতুর্থ দিনে সদাপ্রভুর বাক্য ২ সখরিয়ের নিকটে উপস্থিত হইল। তৎকালে বৈথেলের লোকের শরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর কাছে বিনতি করিতে প্রেরণ ৩ করিল, বাহিনীগণের সদাপ্রভুর গৃহের যাজকদিগকে এবং ভাববাদিগণকে জিজ্ঞাসা করিতে পাঠাইল যে, সখরিয়। 9 ○○ আমি এত বৎসর যেরূপ করিতেছি, তদ্রুপ পঞ্চম মাসে ৪ আপনাকে পৃথক্ করিয়া কি বিলাপ করিব ? তখন বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি দেশের সকল লোককে ও যাজক৫ গণকে এই কথা বল, তোমরা এই সত্তর বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহ কি আমার, আমারই উদেশে করিয়াছ ? ৬ আর যখন ভোজন কর ও পান কর, তখন কি আপ৭ নারাই ভোজন ও আপনারাই পান কর না ? বিরূশালেম ও তাহার চারিদিকের নগর সকল যখন বসতিবিশিষ্ট ও কুশলবিশিষ্ট ছিল, এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতিবিশিষ্ট ছিল, তৎকালে সদাপ্ৰভু পূৰ্ব্বকার ভাববাদিগণ দ্বারা যে সকল কথা ঘোষণ। করিয়াছিলেন, তাহা কি তোমরা শুনিবে না ? আর সদাপ্রভুর এই বাক্য সখfরয়ের নিকটে উপ৯ স্থিত হইল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার কর, এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণ ব্যবহার করা: ১• এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখিগণের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ১১ ভাতার অনিষ্ট চিন্ত করিও না । কিন্তু তাহার কর্ণপাত করিতে অসম্মত হইয়। ঘাড় ফিরাইত, এবং যেন শুনিতে ন পায়, সেই জন্য আপন আপন কর্ণ ভারী ১২ করিত। হা, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের স্থায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয়, এবং বাহিনীগণের সদাপ্রভু আপনার আত্মা দ্বার পুৰ্ব্বকার ভাববাদিগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন, তাহাও শুনিতে না হয় ; এই জষ্ঠ বাহিনী১৩ গণের সদাপ্রভু হইতে মহাক্ৰোধ উপস্থিত হইল। তখন তিনি ডাকিলে তাহার। যেমন শুনিত না, তদনুসারে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহিলেন, তাহার ১৪ ডাকিলে আমিও শুনিব না ; আর আমি ঘূৰ্ণবায়ু দ্বারা তাহাদিগকে অপরিচিত সৰ্ব্বজাতির মধ্যে ছিন্নভিন্ন করিব । এইরূপে তাহীদের পরে দেশ এমন ধ্বংসিত হইয়াছে যে, তাহ দিয়া কেহ গমনাগমন করে নাই । এইরূপে তাহারা মনোরম্য দেশকে ধবংসস্থান করিয়াছিল । b =" বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি মহৎ অন্তর্জালায় সিয়োনের জন্ত জ্বলিয়ছি, আর আমি তাহার জন্ত মহাক্রোধে জ্বলিয়াছি । ও সদাপ্রভু এই কথা কহেন, আমি সিয়োনে ফিরিয়া আসিয়াছি, আমি যিরশালেমের মধ্যে বাস করিব : আর য়িক্কশালেম সত্যপুরী নামে, এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্বত পবিত্ৰ পৰ্ব্বত নামে আখ্যাত হইবে । ৪ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যাহারা অধিক বয়স প্রযুক্ত প্রত্যেকে লাঠি হাতে করে, এমন প্রাচীনের ও প্রাচীনার পুনৰ্ব্বার যিরশালেমের চকে by 763