পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; 58 – 5 ; * 1 | বিড়ম্বন । আর তোমরা তাহার উপরে ফু দিয়াছ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর তোমরা লুটিত, খঞ্জ ও রুগ্ন পশুকে উপস্থিত করিয়াছ, এই প্রকারে নৈবেদ্য উপস্থিত করিতেছ ; আমি কি তোমাদের হস্ত হইতে ইহা গ্রাহ করিব । ইহা সদাপ্রভু কহেন। ১৪ আর পালের মধ্যে পুংপশু থাকিলেও যে প্রতারক মানত করিয়া প্রভুর উদেশে সদোষ পশু উৎসর্গ করে, সে শাপগ্ৰস্ত ; কেননা তামি মহান রাজা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন ; এবং জাতিগণের মধ্যে আমার নাম ভয়াবহ । R এখন, হে ৰাজকগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা । বাহিনীগণের সদাপ্রভু কহেল, যদি আমার নামের মহিম স্বীকার করিবার জন্ত তোমর কথা ন শুন, ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করিব, ও তোমাদের আশীৰ্ব্বাদ সকলকে শাপ দিব : বাস্তবিক আমি সে সমস্তকে শাপ দিয়াছি, কেননা তোমরা মনোযোগ কর ও না। দেখ, আমি তোমাদের জন্ত বীজকে ভৎসন করিব, ও তোমাদের মুখে বিষ্ঠা অর্থাৎ তোমাদের উৎসব সকলের বিষ্ঠ ছড়াইব, এবং লোকের তাহার ও সহিত তোমাদিগকে লইয়া যাইবে । আর তোমরা জানিবে, লেবির সহিত যেন আমার নিয়ম থাকে, সেই জন্ত আমি তোমাদের নিকটে এই আজ্ঞা পাঠাইলাম, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তাহার সহিত আমার যে নিয়ম ছিল, তাহী জীবন ও শান্তির [নিয়ম], আর আমি তাহাকে উভয়ই দিতাম, যেন সে ভয় করে, আর সে আমাকে ভয় করিত, এবং ও আমার নামে ভীত হইত। তাহার মুখে সত্যের ব্যবস্থা ছিল, ও তাহার ওন্তাধরে অদ্যায় পাওয়া যাইত না ; সে শাস্তিতে ও সরলতায় আমার সহিত গমনাগমন করিত, এবং অনেককে অপরাধ হইতে ফিরাইত । ৭ বস্তুতঃ যাজকের ওষ্ঠাধর জ্ঞান রক্ষা করে, ও তাহার মুখে লোকের ব্যবস্থার অন্বেষণ করে, ইহা উপযুক্ত ; • কেনন। সে বাহিনীগণের সদাপ্রভুর দূত। কিন্তু তোমরা গথ হইতে সরিয়া পড়িয়াছ, ব্যবস্থার বিষয়ে অনেককে উছোট খাওয়াইয়াছ ; তোমরা লেবির নিয়ম নষ্ট করিয়াছ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ৯ এই জন্ত আমিও সকল প্রজ। লোকের সাক্ষাতে তোমাদিগকে তুচ্ছতার পাত্র ও নীচ করিলাম,কারণ তোমরা আমার পথ রক্ষা করিতেছ না, ব্যবস্থার বিষয়ে মুখাপেক্ষা করিয়া থাক । ১• আমাদের সকলের কি এক পিতা নহেন ? এক ঈশ্বরই কি আমাদের স্থষ্টি করেন নাই ? তবে আমরা কেন প্রত্যেক জন আপন আপন ভ্রাতার প্রতি বিশ্বাসঘাতকতা করি, আপনাদের পৈতৃক ১১ নিয়ম অপবিত্র করি ? যিহ্ৰদ। বিশ্বাসঘাতকতা কারয়াছে, এবং ইস্রায়েলে ও বিরশালেমে জঘন্ত ক্রিয়া সাধিত হইয়াছে ; কেনন। যিহ্ৰদ সদাপ্রভুর সেই মালাখি ।

  • や >

ধৰ্ম্মধাম* অপবিত্র করিয়াছে, যাহা তিনি ভাল বাসেন, ও এক বিজাতীয় দেবের কহ্যাকে বিবাহ করিয়াছে । ১২ যে ব্যক্তি এই কৰ্ম্ম করে, সদাপ্রভু তাহার প্রতি এইরূপ করিবেন, যাকোবের তাজু সকল হইতে যে কেহ জাগার ও যে কেহ উত্তর দেয়, এবং যে কেহ বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনয়ন করে, ১৩ তাহাকে উচ্ছিন্ন করিবেন। আর তোমাদের দ্বিতীয় অপকৰ্ম্ম এই, তোমরা অশ্রুপাতে, রোদনে ও আৰ্ত্তস্বরে সদাপ্রভুর যজ্ঞৰেদি আচ্ছন্ন করিয়া থাক, কারণ + তিনি আর নৈবেদ্যের প্রতি দৃক্ৰপাত করেন না, ও তোমাদের হস্ত হইতে তুষ্টিজনক বলিয়৷ কিছু গ্রাহ ১s করেন না। তথাপি তোমরা বলিতেছ, ইহার কারণ কি ? কারণ এই, সদাপ্রভু তোমার যৌবনকালীন স্ত্রীর ও তোমার মধ্যে সাক্ষী হইয়াছেন ; ফলতঃ তুমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছ ; কিন্তু সে তোমার ১৫ সখী ও তোমার নিয়মের স্ত্রী । তিনি কি একমাত্রকে গড়েন নাই ? তাহার ত আত্মার অবশিষ্টাংশ ছিল । অার একমাত্র কেন ? তিনি ঈশ্বরীয় বংশের চেষ্ট৷ করিতেছিলেন । অতএব তোমরা আপন অপেন আত্মার বিষয়ে সাবধান হও, এবং কেহ আপন যৌবনকালীন স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা না করুক । ১৬ কেননা আমি স্ত্রীত্যাগ ঘৃণা করি, ইহা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন ; আর বে আপন পরিচ্ছদ দেীরাত্ম্যে আচ্ছাদন করে, [ তাহীকে ঘৃণা করি,] ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না । বিহুদীদের প্রতি অনুযোগ । ধাৰ্ম্মিকতারূপ স্বৰ্য্যের আগমন । ১৭ তোমরা আপন আপন বাক্য দ্বারা সদাপ্রভুকে ক্লান্ত করিয়াছ। তথাপি বলিয়া খাক, কিসে তাহাকে ক্লান্ত করিয়াছি ? এই কথায় করিতেছ, তোমরা বলিতেছ, যে কেহ দুষ্কৰ্ম্ম করে, সে সদাপ্রভুর দৃষ্টিতে উত্তম ; তিনি তাহাদিগেতে প্রীত ; অথবা, বিচারকৰ্ত্তা ঈশ্বর কোথায় ? S) দেখ, আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার আগ্ৰে পথ প্রস্তুত করিবে ; এবং তোমরা যে প্রভুর অন্বেষণ করতেছ, তিনি অকস্মাৎ আপন মন্দিরে আসিবেন ; নিয়মের সেই দূত, ধাহাতে তোমাদের প্রীতি, দেখ, তিনি আসিতেছেন, ইহা ২ বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তাহার আগমনের দিন কে সহ করিতে পরিবে ; আর তিনি দর্শন দিলে কে দাড়াইতে পারিবে ? কেননা তিনি রৌপ্য-পরিষ্কারকের অগ্নিতুল্য ও রজকের ক্ষরতুল্য।

  • ( বা ) পবিত্ৰত I + ( বা ) সেই জন্য।

769