やレ যাত্রাপুস্তক । [ ২ ৩ ; ১৪ – ২ ৪ ; ১০ } দেবগণের নাম উল্লেখ করিও না, তোমাদের মুখে যেন । ২৮ দিব। আর আমি তোমার অগ্ৰে অগ্রে ভিমরুল তাহ শুনা না যায় । ১৪ তুমি বৎসরের মধ্যে তিন বার আমার উদ্দেশে উৎসব ১৫ করিও। তাড় শূন্ত রুটীর উৎসব পালন করিও ; আমার আজ্ঞানুসারে, নিরূপিত সময়ে, আবীব মাসে, সাত দিন তাড় শূন্ত রুট ভোজন করিও, কেননা এই মাসে তুমি মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ । আর কেহ রিক্তহস্তে আমার নিকট উপস্থিত না হউক । ১৬ আর তুমি শস্ত্য-চ্ছদনের উৎসব, অর্থাৎ ক্ষেত্রে যাহা যাহা বুনিয়াছ, তাহার আশুপক্ক ফলের উৎসব পালন করিও । আর বৎসরের শেষে ক্ষেত্র হইতে ফল সংগ্ৰহ ১৭ করণ কালে ফলসঞ্চয়ের উৎসব পালন করিও । বৎসরের মধ্যে তিন বার তোমার সমস্ত পুংজাতি প্ৰভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে । তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত দ্রব্যের সহিত নিবেদন করিও না ; আর আমার উৎসব সম্পকীয় মদ ১৯ প্রাতঃকাল পৰ্য্যন্ত সমস্ত রাত্রি না থাকুক। তোমার ভূমির আশুপক্ক ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ আনিও । ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক কারও না । ঈশ্বরীয় প্রতিজ্ঞ ও নিয়ম স্থাপন । দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে, এবং আমি যে স্থান ও স্তুত করিয়াছি, সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্র অগ্ৰে এক দূত প্রেরণ করিতেছি । ২১ তাহা হইতে সাবধান থাকিও, এবং তাহার রবে অবধান করিও, তাহার অসন্তোষ জন্মাইও না ; কেনন। তিনি তোমাদের অধৰ্ম্ম ক্ষমা করবেন না ; কারণ তাহার ২২ অন্তরে আমার নাম রহিয়াছে। কিন্তু তুমি যদি নিশ্চয় তাহার রবে অবধান কর, এবং আমি যাহা যাহা বলি, সে সমস্ত কর, তবে আiম তোমার শক্রদের শক্র ও ২৩ তোমার বিপক্ষদের বিপক্ষ হইব । কেননা আমার দূত তোমার অগ্ৰে অগ্ৰে যাইবেন, এবং ইমেরীয়, হিৰ্ত্তীয়, পরিযায়, কনানীয়, হিববীয় ও যিখুষীয়ের দেশে তোমাকে ও বেশ করাইবেন ; আর আমি তাহাদিগকে উচ্ছিন্ন ২৪ করিব। তুমি তাহদের দেবগণের কাছে ৫ fণপাত করিও না, এবং তাহদের সেবা করিও না, ও তাঁহাদের ক্রিয়ার স্যায় fক্রয়। কারও না ; কিন্তু তাহ দিগকে সমূল উৎপাটন করিও, এবং তাহদের স্তম্ভ সকল ২৫ ভাঙ্গিয় ফেলও । তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও ; তাহাত তিন তোমার অন্নজলে আশী ববাদ করি বন, এবং আtiম তোমার মধ্য হইতে রোগ ২৬ দুর করব । তোমার দেশে কাহারও গর্ভপাত ইহবে না, এবং কেহ বন্ধ্য হইবে না ; আমি তোমার আয়র হ৭ পরিমাণ পূর্ণ করিব । আমি তোমার অগ্রে অগ্রে অম।বষয়ক ত্রাস প্রেরণ করিব ; এবং তুমি যে সকল জাতির নিকটে উপস্থিত হইবে, তাহাদিগকে ব্যাকুল করিব, ও তোমার শক্রগণকে তোমা হইতে ফিরাইয়। y ース● পাঠাইব ; তাহার। হিববীয়, কনানীয় ও হিৰ্ত্তীয়কে ২৯ তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে। কিন্তু দেশ যেন ধ্বংসস্থান না হয়, ও তোমার বিরুদ্ধে বন্য পশুর সংখ্য: যেন বৃদ্ধি না পায়, এই জন্য আমি এক বৎসরেই তোমার সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিব না। ৩• তুমি যে পৰ্য্যন্ত বৰ্দ্ধিত হইয় দেশ অধিকার না কর, তবং তোমার সম্মুখ হইতে তাহাদিগকে ক্রমে ক্রমে ৩১ খেদাইয়া দিব। আর স্বফসাগর অবাধ পলেষ্টয়দের সমুদ্র পযন্ত, এবং প্রান্তর অবধি [ফরাৎী নদী পৰ্য্যন্ত তোমার সীমা নিরূপণ কৰিব ; কেননা আমি সেই দেশনিবাসীদিগকে তোমার হস্তে সমর্পণ করিব, এবং তুমি তোমার ৩২ সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিবে। তাহদের সহিত কিম্ব তাহাuদর দেবগণের সহিত কোন নিয়ম ৩৩ স্থির করিবে না । ত,হার তোমার দেশে বাস করিবে না, পাছে তাহারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করায় ; কেননা তুমি যদি তাহদের দেবগণের সেবা কর, তবে তাহ অ বঙ্গ তোমার ফাদস্বরূপ হইবে । ૨8 আর তিনি মোfশকে কহিলেন, তুমি ও হারোণ, নাদব ও অবাঁহ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, তোমরা সদাপ্রভুর নিকটে উঠয়। ২ আইস, আর দূরে থাকিয়া প্ৰণিপাত কর । কেবল মোশি সদাপ্রভুর নিকটে আসিবে, কিন্তু উহার নিকটে আসিবে না ; আর লোকের তাহার সহিত উপরে উঠবে না । ৩ তখন মোশি আসিয়া লোকদিগকে সদাপ্রভুর সকল বাক্য ও সকল শাসন কহিলেন, তাহাত সমস্ত লোক একস্বরে উত্তর করিল, সদাপ্রভু যে যে কথা ৪ কহিলেন, আমরা সমস্ত চ পালন করব । পরে মোশ সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যুষে উঠয়। পৰ্ব্বতের তলে এক যজ্ঞ বাদ ও ইস্রায়েলের দ্বাদশ ৫ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নিৰ্ম্মাণ করলেন । আর তিনি ইস্রায়েল-সন্তানগণর যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমাথক ও মঙ্গলাখক বলিরূপে ৬ বৃষদিগ-ক বলিদান করল । তখন মোশি তাহার অৰ্দ্ধেক রক্ত লইয়া থালে রাখিলেন, এবং অৰ্দ্ধেক রক্ত ৭ বেদির উপরে প্র-ক্ষপ করিলেন । আর তিনি নিয়মপুস্তকখানি লইয়। লাকদের কর্ণগোচরে পাঠ করলেন ; তাহাতে তাহারা কাহল, সদা ভু যাহা যাহা কহিলেন, ৮ আমরা সমস্তষ্ট পালন করিব ও আজ্ঞাবহ হইব । পরে মোশি সহ রক্ত লহয়। লোকদের উপরে প্রক্ষেপ করিয়া কহিলন, দেখ, এ সেই নিয়মর রক্ত, যাহা সদা ভু তোমাদের সহিত এই সকল বাক্য সম্বন্ধে স্থির করিয়াuছন । ৯ তখন মোশি ও হারোণ, নাদব ও অীহ, এবং ইস্রায়েলের ১ চানবগের মধ্যে সত্তর জন উঠিয়া গেলেন : ১০ আর তাহারা ইস্রায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন : তাহার চরণতলের স্থান নীলকান্তমণি-নিৰ্ম্মিত শিলা 66
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।