* * o হু তিনি রৌপ্য-গরিষ্কারক ও শুচিকারক হইয়। বসিবেন, তিনি লেবির সন্তানদিগকে শুচি করিবেন, এবং স্বর্ণের ও রৌপ্যের দ্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন : তাহাতে তাহারা সদাপ্রভুর উদেশে ধাৰ্ম্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করবে। তখন যিহূদার ও যিক্সশালেমের নৈবেদ্য সদাপ্রভুর তুষ্টিজনক হইবে, যেমন পুৰ্ব্বকালে,আদিকালের বৎসর-সমূহে হইয়াছিল। আর আমি বিচার করিতে তোমাদের নিকটে আসিব : এবং মায়াবী, পারদারিক ও মিথ্যাশপথকারিগণের বিরুদ্ধে, ও যাহার বেতনের বিষয়ে বেতন-জীবীর প্রতি, এবং বিধব ও পিতৃহীনের প্রতি, অত্যাচার করে, বিদেশীর প্রতি তষ্ঠায় করে, ও আমাকে ভয় করে না, তাহদের বিরুদ্ধে আমি সত্বর সাক্ষী হইব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই ; তাই তোমরা, হে যাকোব-সন্তানগণ, বিনষ্ট হইতেছ না। তোমাদের পিতৃপুরুষদের সময়াবধি তোমরা আমার বিধি-কলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন ৰুর নাই। আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন । কিন্তু তোমরা বলিতেছ, আমরা ৮ কিসে ফিরিব ? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে ? তোমরা ত আমাকে ঠকাইয়া থাক । কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াfছ । দশমাংশে ও = উপহারে । তোমরা অভিশাপে শাপগ্ৰস্ত . ই.তোমরা, • এই সমস্ত জাতি, আমাকেই ঠকাচতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আন, যেন আমার গৃহে খাদ্য থাকে ; আর তোমরা ইহাতে আমার পরীক্ষা কর, ইহ বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় ১১ আশীৰ্ব্বাদ বর্ষণ করি কি না। আর আমি তোমাদের নিমিত্তে গ্রাসককে ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল আকালে ঝরিবে না, ইছা বাহিনী২২ গণের সদাপ্রভু কহেন । আর সর্বব জাতি তোমাদিগকে ধন্ত বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদা প্ৰভু কহেন। ১৩ তোমরা আমার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলিয়াছ, ইহ সদাপ্রভু কহেন । কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে তোমার বিরূদ্ধে কথা বলিয়াছি ? তোমর মালাখি । [○ ; の一8 3 やい ১৪ বলিয়াছ, ঈশ্বরের সেব করা অনর্থক ; এবং তাঁহার রক্ষণীয় রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোকবেশে গমনাগমন করাতে তামাদের ১৫ লাভ কি হইল । আমরা এখন জগদিগকে ধন্ত বলি : ই, দুষ্টাচারীর প্রতিষ্ঠিত হয়, এবং ঈশ্বরের পরীক্ষা করিয়াও রক্ষা পায় । ১৬ তখন, যাহার। সদাপ্রভুকে ভয় করিত, তাহার পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কৰ্ণপাত করিয়া শুনিলেন ; আর যাহার! সদাপ্রভুকে ভয় করিত, ও তাহার নাম ধ্যান করিত, তাহাদের জষ্ট তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা ১৭ হইল। আর তাহারা আমারই হইবে, ইহ। বাহিনীগণের সদাপ্রভু কহেন ; আমার কার্য্য করিবার দিনে তাহার। আমার নিজস্ব হইবে ; এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, ১৮ আমি তাহদের প্রতি তেমনি মমতা করিব। তখন তোমরা ফিরিয়া আসিবে, এবং ধাৰ্ম্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেব করে, ও ষে তাহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে । 8 কারণ দেখ, সেই দিন আসিতেছে, তাহ হাপরের দ্যায় জ্বলিবে, এবং দপী ও দুষ্টাচারীর সকলে খড়ের দ্যায় হইবে ; আর সেই ষে দিন আসিতেছে, তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন ; সে দিন তাহদের ই মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধাৰ্ম্মিকতা-স্বৰ্য্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক ; এবং তোমরা বাহির হইয়। পালের ৩ গেীবৎসদের দ্যায় নাচিত্বে । আর তোমরা দুষ্টদিগকে মর্জন করিবে ; কেনন। আমার কার্ষ্য করিবার দিনে তাহার তোমাদের পদতলের অধঃস্থিত ভষ্ম হইবে, ইহ বাহিনীগণের সদাপ্রভু কহেন। ৪ তোমরা আমার দাস মোশির ব্যবস্থা স্মরণ কর : তাহাকে আমি হোরেবে সমস্ত ইস্রায়েলের জন্ত সেই ৫ বিধি ও শাসনকলাপ আদেশ করিয়াছিলাম। দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাববাদীকে প্রেরণ ৬ করিব । সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয়, ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে ; পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি। 770
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।