পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ : ミと2ー や : 2 2 | ] শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকৰ্ত্তার হস্তে সমর্পণ করে, ও বিচারকওঁ তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে ২৬ নিক্ষিপ্ত হও । আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িট পৰ্য্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোন মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না । তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “তুমি ব্যভিচার ২৮ করিও না” • । কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার ২৯ করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহ উপড়াইয়। দূরে ফেলিয়া দেও ; কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ৩• ভাল। আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহ। কাটিয়া দূরে ফেলিয়া দেও ; কেনন। তোমার সমস্ত শরীর নরকে যাওয়া তাপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল । ৩১ আর উক্ত হইয়াছিল, “ যে কেহ আপন স্ত্রীকে পরি৩২ ত্যাগ করে, সে তাহাকে ত্যাগপত্র দিউক” । কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যভিচার ভিন্ন অদ্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ব্যভিচারিণী করে ; এবং যে ব্যক্তি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে । আবার তোমরা শুনিয়াছ, পূৰ্ব্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, “ তুমি মিথ্যা দিব্য কারও ন, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার দিব্য সকল পালন ৩৪ করিও ।” কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোন দিব্যক্ত করিও না ; স্বগের দিব্য করিও না, কেননা তাহ। ঈশ্বরের সিংহাসন ; এবং পৃথিবীর দিব্য ৩৫ করিও না, কেননা তাহ তাহার পাদপীঠ ; আর যিরশালেমের দিব্য করিও না, কেননা তাহ মহান ৩৬ রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কাল করিবার ৩৭ সাধ্য তোমার নাই । কিন্তু তোমাদের কথা হা, হঁl, না, না, হউক ; ইহার অতিরিক্ত যাহা, তাহ মন্দ হইতে জন্মে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “ চক্ষুর পরি৩৯ শোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত ” । ** কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্ট্রের প্রতিরোধ করেও না ; বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্ত গাল তাহার দিকে ফিরাহয় দেও । আর যে তোমার সহিত বিচার-স্থানে বিবাদ করিয়া তোমার আঙরাখা লইতে চায়, তাহাকে চোগাও

  • যাত্রাপুস্তক ২০ ১৪ । + দ্বি বি ২৪ ; ১ । if ( বা ) সেই পৰ্ণপাত্মা হইতে । ** যাত্রীপুস্তক ২১ ; ২৪ ।

-99 Obr মথি । G. ৪ ১ লইতে দেও। আর যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপীড়ি করে, তাহার সঙ্গে দুই ক্রোশ ৪২ যাও । যে তোমার কাছে যাঞ্জা করে, তাহাকে দেও ; এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না । তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “ তোমার প্রতিবাসীকে প্রেম করিবে,” * এবং ‘ তোমার শক্রকে দ্বেষ করিবে’। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা তাপন আপন শক্রদিগকে প্রেম করিও, এবং যাহার তোমাদিগকে তাড়ন করে, তাহীদের জন্ত প্রাথন করিও ; যেন তোমরা আপনাদের স্বৰ্গন্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভাল মন্দ লোকদের উপরে আপনার স্থৰ্য্য উদিত করেন, এবং ধাৰ্ম্মিক ৪৬ অধাৰ্ম্মিকগণের উপরে জল বর্ষন । কেননা, যাহার। তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে ? করগ্রাহীরাও কি ৪৭ সেই মত করে না ? তার তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কৰ্ম্ম কর । পরজাতায়েরাও কি সেইরূপ করে না ? ৪৮ অতএব তোমাদের স্বগীয় পিত। যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও । দশন ও প্রশৰ্থনীদি ধৰ্ম্মকৰ্ম্মের কথা । り সাবধান, লোককে দেখাইবার জন্ত তাহীদের সাক্ষাতে তোমাদের ধৰ্ম্মকৰ্ম্ম করিও না, করিলে তোমাদের স্বৰ্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই । ২ অতএব তুমি যখন দান কর, তখন তোমার সম্মুখে তুরী বাজাইও না, যেমন কপটার লোকের কাছে গৌরব পাইবার জন্ত সমাজ-গৃহে ও পথে করিয়া থাকে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনা৩ দর পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান কর, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার ৪ বাম হস্তকে জানিতে দিও না । এই রূপে তোমার দান যেন গোপনে হয় ; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। ৫ আর তোমরা যখন প্রার্থনা কর, তখন কপটীদের স্থায় হইও না ; কারণ তাহার। সমাজ-গৃহে ও পথের কোণে দাড়াইয়া লোক-দেখান প্রার্থনা করিতে ভাল বাসে ; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহার। ৬ আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা, যিনি গোপনে বৰ্ত্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও ; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন । আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও ন, যেমন জাতিগণ করিয়া থাকে ; কেনন।

  • লেবীয় ১৯ : ১৮ ।

8 ○ 38 8@