পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রাথন কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পঠাইয়৷ দেন। S రి পরে তিনি আপনার বার জন শিষ্যকে নিকটে ডাকিয় তাহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন,যেন তাহার। তাহাদিগকে ছাড়াইতে,এবং সৰ্ব্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। সেই বার জন প্রেরিতের নাম এই এই * ;–প্রথম, শিমোন, যাহাকে পিতর বলে, এবং তাহার ভ্রাতা আন্দ্রিয়, সিবদিয়ের পুত্র যাকোব এবং তাহার ভ্রাতা ও যোহন, ফিলিপ ও বর্থলময়, থোম ও করগ্রাহী মাথ, ৪ আল্‌ফেয়ের পুত্র যাকোব ও খদেয়, কানানী - শিমোন এবং ঈষ্করিয়োতীয় যিহুদা, যে তাহাকে শক্রহস্তে এ সমর্পণ করিল। এই বার জনকে যীশু প্রেরণ করে লেন, আর তাহাদিগকে এই আদেশ দিলেন— তোমরা পরজাতিগণের পথে যাইও না, এবং শমরীয়দের কোন নগরে প্রবেশ করিও না ; বরং ৭ ইস্রায়েল-কুলের হারান মেষগণের কাছে যাও। আর | তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার কর, ৮ স্বৰ্গ-রাজ্য সন্নিকট হইল”। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠাদিগকে শুচি করিও, ভুতদিগকে ছাড়াইও ; তোমরা বিনামূল্যে ৯ পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। তোমাদের গেজি১০ য়ায় স্বর্ণ কি রৌপ্য কি পিত্তল, এবং যাত্রার জন্য থলি কি দুইটী অtঙরাখা কি পাদুক। কি যষ্টি, এ সকলের আয়োজন করিও না ; কেননা কাৰ্য্যকারী নিজ ১১ আহারের যোগ্য । আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন ব্যক্তি যোগ্য, তাহা অনুসন্ধান করিও, আর যে পয্যন্ত অন্ত স্থানে ন৷ ১২ যাও, সেখানে থাকিও । আর তাহার গৃহে প্রবেশ ১৩ করিবার সময় সেই গৃহকে মঙ্গলবাদ করিও। তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্ভুক ; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরিয়া আহস্থক । ১৪ আর যে কেহ তোমাদিগকে গ্রহণ না করে, এবং তোমাদের কথা ন শুনে, সেই গৃহ কিম্ব সেই নগর হইতে বাহির হইবার সময়ে আপন আপন পায়ের | ১৫ ধূলা ঝাড়িয়া ফেলিও। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, বিচার-দিনে সেই নগরের দশ। অপেক্ষ। বরং সদোম ও ঘমোর। দেশের দশ সহনীয় হইবে । দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি ; অতএব তোমরা সপের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও । ১৭ কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও ; কেনন। তাহার তোমাদিগকে বিচার-সভায় সমপণ করিবে, ১৮ এবং আপনাদের সমাজ-গৃহে কোড়। মারবে। এমন কি, আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের أدد-ة دة ه متة ا د د- ناة ن ا هة د - نادة دا كجrrة الا * ( বা ) উদ্যোগী। লুক ১ , ১৫ । প্রেরিত ১ , ১৩ । । R وا NS মথি । | ) C ; )-లిల ! সম্মুখে, তাহদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার ১৯ জন্য, নীত হইবে । কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কিরূপে কি বলিবে, সে বিষয়ে ভাবিত হইও না ; কারণ তোমাদের যাহ। বলিবার, তাহ। সেই দণ্ডেই তোমাদিগকে দান করা ২• যাইবে । কেননা তোমরা কথা বলিবে, এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে ২১ কথা কহেন, তিনিই বলিবেন। আর ভ্রাত। ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে ; এবং সন্তানের মাতাপিতার বিপক্ষে উঠিয় তাহাদিগকে ২২ বধ করাইবে । আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে ; কিন্তু যে কেহ শেষ পৰ্য্যন্ত ২৩ স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর তাহার। যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও ; কেননা আমি তোমাদিগকে সত্য বলিতেছি, হস্রায়েলের সকল নগরে তোমাদের কায্য শেষ হইবে না, যে পৰ্য্যন্ত মনুষ্যপুত্র ন। অtহসেন । ২৪ শিষ্য গুরু হইতে বড় নয়, এবং দাস কৰ্ত্ত হইতে ২৫ বড় নয়। শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কৰ্ত্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহার। যখন গৃহের কৰ্ত্তাকে বেল্সবুল বলিয়াছে, তখন তাহার ২৬ পরিজনগণকে আরও কি না বলিবে ? অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছুই নাই, যাহা প্রকাশ পাইবে না, এবং ২৭ এমন গুপ্ত কিছুই নাই, যাহ। জানা যাইবে না। আমি যাহ। তোমাদিগকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও ; এবং যাহ। কাণে কাণে শুন, তাহ। ২৮ ছাদের উপরে প্রচার করিও । আর যাহার। শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না ; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ২৯ ভয় কর । দুইটা চড়াই পাখা কি এক পয়সায় বিক্রয় হয় না ? আর তোমাদের পিতার অনুমতি বিন ৩• তাহদের একটাও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের ৩১ মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পার্থী হইতে শ্রেষ্ঠ । ৩২ অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বৰ্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে ৩৩ স্বীকার করিব । কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বৰ্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব । মনে করিও না যে, আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি ; শাস্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে ৩৫ আসিয়াছি। কেনন। আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার, এবং শাশুড়ীর সহিত বধুর ৩৬ বিচ্ছেদ জন্ম{হতে আসিয়াiছ * ; আর আপন আপন

  • মাথা ৭ :

38 3 1()