КО o ৪৪ না হউক, তোমার ইচ্ছামত হুডক । পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন, তাহার ঘুমাইয়। পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, এ কি ? এক ঘণ্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমা৪১ দের শক্তি হইল না ? জাগিয়া থাক, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড় ; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস ৪২ দুৰ্ব্বল। পুনশ্চ তিনি দ্বিতীয় বার গিয়৷ এই প্রার্থনা করিলেন, হে আমার পিতঃ, আমি পান না করিলে | যদি ইহা দুরে যাইতে ন পারে, তবে তোমার ইচ্ছা! ৪৩ সিদ্ধ হউক। পরে তিনি আবার আসিয়া দেখিলেন, তাহার ঘুমাইয়া পড়িয়াছেন, কেনন। তাহদের চক্ষু | ৪৪ ভারী হইয়া পড়িয়াছিল। আর তিনি পুনরায় তাহাদিগকে ছাড়িয়া গিয়া তৃতীয় বার পূৰ্ব্বমত কথা। ৪৫ বলিয়। প্রার্থনা করিলেন । তখন তিনি শিষ্যদের কাছে আসিয়া কহিলেন, এখন তোমরা নিদ্র। যাও, বিশ্রাম মথি । [ ২ ৩ ; ৪০-৭৩ ৷ পুর্ণ হয় । তখন শিষ্যের সকলে তাহাকে ছাড়িয়া পলাইয় গেলেন । মহাযাজকের সম্মুখে যীশুর বিচার । তার যাহারা যীশুকে ধরিয়াছিল, তাহারা তাহাকে মহাযাজক কায়াফার কাছে লইয়া গেল ; সেই স্থানে ৫৮ অধ্যাপকের ও প্রাচীনবর্গ সমবেত হইয়াছিল। আর পিতর দূরে থাকিয় তাহার পশ্চাৎ পশ্চাৎ মহাযাজকের প্রাঙ্গণ পৰ্য্যন্ত গমন করিলেন, এবং শেষে কি হয়, তাহ দেখিবার জন্ত ভিতরে গিয়া পদাতিক৫৯ গণের সঙ্গে বসিলেন । তখন প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্ত তাহার ৬০ বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু অনেক মিথ্যাসাক্ষী ত্যাসিয়া যুটিলেও ভাই। পাচল না। ৬১ অবশেষে দুই জন আসিয়া বলিল, এই ব্যক্তি বলিয়াছিল, আমি ঈশ্বরের মন্দির ভাঙ্গিয়া ফেলিতে, আবার & a কর, দেখ, সময় উপস্থিত, মনুয্যপুত্ৰ পাপীদের হস্তে ৬২ তিন দিনের মধ্যে গাথিয়৷ তুলিতে পারি। তখন ৪৬ সমৰ্পিত হন । উঠ, আমরা যাই ; এই দেখ, যে | ব্যক্তি আমাকে সমপণ করিতেছে, সে নিকটে । আসিয়াছে । যীশু শক্রদের হস্তে সমপিত হন । তিনি যখন কথা কহিতেছেন, দেখ, যিহুদ, সেই বার জনের এক জন, আসিল, এবং তাহার সঙ্গে বিস্তর লোক, খড়গ ও যষ্টি লইয়। প্রধান যাজকদের ও ৪৮ লোকদের প্রাচীনবগের নিকট হইতে আসিল । যে তাহাকে সমপণ করিতেছিল, সে তাহাদিগকে এই | সঙ্কেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব, সে ৪৯ ঐ ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে । সে তখনই যীশুর নিকট গিয়া বলিল, রবিব, নমস্কার, তার তাহাকে e • আগ্রহপূর্বক চুম্বন করিল। যীশু তাহাকে কহিলেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ, কর । তখন তাহার নিকটে আসিয়া যীশুর উপরে হস্তক্ষেপ : ৫১ তাহাকে ধরিল। আর দেখ, যীশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয় গড়গ বাহির করিলেন, এবং | মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার একট। ৫২ কাণ কাটিয়া ফেলিলেন । তখন যীশু তাহাকে কহিলেন, তোমার খড়গ পুনরায় স্বস্তানে রাখ, কেনন। যে সকল লোক খড়গ ধারণ করে, তাহারা খড়গ দ্বারা 8 মহাযাজক উঠিয়া দাড়াহয় তাহাকে কহিলেন, তুমি কি কিছুক্ত উত্তর দিবে না ? তোমার বিরুদ্ধে চহারা ৬৩ কি সাক্ষ্য দিতেছে ? কিন্তু যীশু নীরব রাইলেন । মহাযাজক তাহাকে কহিলেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিবা দিতেছি, আমাদিগকে বল দেখি, ৬৪ তুমি কি সেই খ্ৰীষ্ট, ঈশ্বরের পুত্র ? যীশু উত্তর করিলেন, তুমিই বলিলে ; আরও আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পাশ্বে বসিয়া থাকিতে এবং আকাশের ৬৫ মেঘরথে আসিতে দেখিবে * । তখন মহাযাজক আপন বস্ত্র ছিড়িয়া কহিলেন, এ ঈশ্বর-নিন্দ করিল, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন ? দেখ, এখন তোমরা ৬৬ ঈশ্বর-নিন্দ শুনিলে ; তোমাদের কি বিবেচনা হয় ? তাহারা উত্তর করিয়া কহিল, এ মরিবার যোগ্য। তখন তাহার। তাহার মুখে খুখু দিল ও তাহাকে ঘুসি মারিল ; আর কেহ কেহ তাহাকে প্রহার করিয়া ৬৮ কহিল, রে খ্ৰীষ্ট, আমাদের কাছে ভাববাণী বল, কে তোরে মারিল ? পিতর যীশুকে তিন বীর অস্বীকার করেন । । ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিলেন ; আর এক জন দাসী তাহার নিকটে আসিয়া কহিল, Wり" ○。 ও বিনষ্ট হইবে । আর তুমি কি মনে কর যে, আমি তুমিও সেই গালীলায় যীশুর সঙ্গে ছিলে। কিন্তু তিনি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া কহিলেন, তুমি এখনই আমার জন্ত দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক * > কি বলিতেছ, আমি বুঝিতে পারলাম नt । তিনি ৫৪ দূত পঠাইয়া দিবেন না ? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে ৫ ও যে, এরূপ হওয়া আবশ্যক ? সেই সময়ে যীশু লোকসমূহকে কহিলেন, লোকে যেমন দহ্য ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়। আমাকে ধরিতে আসিলে ? আমি প্রতিদিন ধৰ্ম্মধামে বসিয় | ৪৬ উপদেশ দিয়াছি, তখন ত আমাকে ধরিলে না। কিন্তু | এ সমস্ত ঘটিল, যেন ভাববাদিগণের লিখিত বচনগুলি । ফটকের নিকটে গেলে আর এক দাসী তাহাকে দেখিয়া সে স্থানের লোকদিগকে কহিল, এ ব্যক্তি ৭২ সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল । তিনি আবার অস্বীকার করিলেন, দিব্য করিয়া কহিলেন, আমি ৭৩ সে ব্যক্তিকে চিনি না। আর অল্পক্ষণ পরে, যাহার। নিকটে দাড়াইয়াছিল, তাহারা আসিয়৷ পিতরকে কহিল, সত্যহ তুমিও তাহদের এক জন, কেননা د , ه د د قh * দানিয়েল ৭ , ১৩ । 30
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।