পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 ; 8— ; లరి | | ৭৪ তোমার ভাষা তোমার পরিচয় দিতেছে। তখন তিনি অভিশাপপুৰ্ব্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, ৭৫ আমি সে ব্যক্তিকে চিনি না। তখনই কুকুড়া ডাকিয়। উঠিল। তাহাতে যীশু এই যে কথ। বলিয়াছিলেন, কুকুড়। ডাকিবার পুলে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে, তাহ পিতরের মনে পড়িল ; এবং | তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন । २१ প্রভাত P হইলে প্রধান যাজকের ও লোকদের প্রাচীনবগ সকলে যীশুকে বধ করিবার নিমিত্ত ২ তাহার বিপক্ষে মন্ত্রণা করিল ; আর র্তাহাকে বাধিয়। লইয়া গিয়া দেশাধ্যক্ষ পীলাতের নিকটে সমর্পণ করিল। | ঈষ্করিয়োতীয় যিছুদণর আত্মহত্য । ৩ তপন যিহুদা, যে র্তাহাকে সমর্পণ করিয়াছিল, সে যখন বুঝিতে পারিল যে, তাহার দণ্ডাজ্ঞা হইয়াছে, তখন অনুশোচনা করিয়া সেই ত্রিশ রৌপ্যমুদ্রা প্রধান যাজক ও প্রাচীন বর্গের নিকটে ফিরাইয়। দিল, আর কহিল, নির্দোষ রক্ত সমপণ করিয়া আমি ৪ পাপ করিয়াছি। তাহার। বলিল, তামাদের কি ? ৷ ৫ তুমি তাহ বুঝিবে । তখন সে ঐ মুদ্র সকল । মন্দিরের মধ্যে ফেলিয়। দিয়া চলিয়া গেল, গিয়া গলায় । ৬ দড়ি দিয়৷ মরিল । পরে প্রধান যাজকের সেই সকল । মুদ্রা লইয়া কহিল, ইহা ভাণ্ডারে রাখা বিধেয় নয়, ৭ কারণ ইহা রক্তের মূল্য। পরে তাহারা মন্ত্রণ করিয়া বিদেশীদের কবর দিবার জন্য ঐ টাকায় কুস্তকারের ৮ ক্ষেত্র ক্রয় করিল। এই জন্ত অদ্য পয্যন্ত সেই ক্ষেত্রকে ৯ রক্তক্ষেত্র বলে। তখন ফিরমিয় ভাববাদী দ্বার। কথিত এই বচন পুর্ণ হইল, “ আর তাহার। সেই ত্রিশ রৌপ্য মুদ্র লইল ; তাহ। তাহার মূল্য, যাহার মূল্য নিরূপিত হইয়াছিল, ইস্রায়েল-সন্তানদের কতক লোক যাহার। ১• মূল্য নিরূপণ করিয়াছিল ; তাহার। সেগুলি লইয়। কুম্ভকারের ক্ষেত্রের জন্ত দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করিয়াছিলেন।” * দেশাধ্যক্ষের সম্মুখে যীশুর বিচার । ইতিমধ্যে যীশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাড় করান হইল। দেশাধ্যক্ষ তাহীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহুদীদের রাজা ? যীশু তাহাকে কহিলেন, তুমিই > y ১২ বলিলে । আর যখন প্রধান যাজকের ও প্রাচীনবগ । তাহার উপরে দোষারোপ করিতেছিল, তিনি কিছুই । ১৩ উত্তর করিলেন না। তখন পীলাত উহাকে কহিলেন, তুমি কি শুনিতেছ না, উহার তোমার বিপক্ষে কত । ১৪ বিষয় সাক্ষ্য দিতেছে ? তিনি তাহাকে এক কথারও | উত্তর দিলেন না ; ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চৰ্য্য | জ্ঞান করিলেন । 《: তিনি জনসমূহের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত ১ । মার্ক ১৫ অধ্য । লুক ২৩ অধ্য । যে ১৮, ১৯ অধ্য । * সপ্তরিয় ১১ ; ১২, ১৩ । যিার ৩২ ; ৬-৯ । মথি । আর দেশাধ্যক্ষের এই রীতি ছিল, পর্ক্সের সময়ে | ○ 〉 ১৬ করিতেন, যাহাকে তাহার। চাহিত। সেই সময়ে তাহাদের এক জন প্রসিদ্ধ বন্দি ছিল, তাহার নাম বারাববা । অতএব তাহার একত্র হইলে পীলাত তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি, আমি তোমাদের জন্ত কাহাকে মুক্ত করিব ? বারাববাকে, নী যীশুকে, যাহাকে খ্ৰীষ্ট বলে ? কারণ তিনি জানিতেন, তাহার। হিংসা বশতঃ তাহাকে সমপণ করিয়াছিল । তিনি বিচারাসনে বসিয়া আছেন, এমন সময়ে তাহার স্ত্রী তাহাকে বলিয়। পাঠাইলেন, সেই ধাৰ্ম্মিকের প্রতি তুমি কিছুই করিও না ; কারণ তামি আজ স্বপ্নে তাহার জন্ত অনেক দুঃখ পাচয়াছি। তার প্রধান যাজকের ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল, যেন তাহার। বারাববাকে চাহিয়। লয় ও যীশুকে সংহার করে । তখন দেশাধ্যক্ষ তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছ। কি ? সেই দুই জনের মধ্যে কাহাকে ছাড়িয়া দিব ? তাহার কহিল, বারাববাকে । পীলাত তাহাদিগকে বলিলেন, তবে যীশু, যাহাকে খ্ৰীষ্ট বলে, তাহাকে কি করিব ? তাহার। সকলে কহিল, উহাকে ক্রুশে দেওয়া হউক । তিনি কহিলেন, কেন ? সে কি অপরাধ করিয়াছে ? কিন্তু তাহারা আরও চেচাহয়। বলিল, উহাকে ক্রুশে দেওয়া হউক । পীলাত যখন দেখিলেন, তাহার চেষ্টা বিফল, বরং আরও গোলযোগ হইতেছে, তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন, এই ধাৰ্ম্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তাই বুঝিবে । তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্ভুক। তখন তিনি তাঙ্গদের জন্ত বারাববাকে ছাড়িয়া দিলেন, এবং যীশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্ত সমর্পণ করিলেন । তখন দেশাধ্যক্ষের সেনাগণ যীশুকে রাজবাটীতে লইয়। গিয়া তাঙ্গার নিকটে সমুদয় সেনাদল একত্র ২৮ করিল। আর তাহার। তাহার বস্ত্র খুলিয়া লইয়া ১৯ তাহাকে একথান লাল বস্ত্র পরিধান করাইল । তার কাটার মুকুট গাথিয় তাহার মস্তকে দিল, ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল : পরে তাহার সম্মুখে জানু পাতিয়া, তাহাকে বিদ্রুপ করিয়া বলিল, ৩• যিহুদি-রাজ, নমস্কার ? তার তাহারা তাহার গাত্রে খুখু দিল, ও সেই নল লইয়। তাহার মস্তকে আঘাত করিতে লাগিল । তার তাহাকে বিদ্রুপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাহার নিজের বস্ত্র পরাইয়া দিল, এবং তাহাকে ক্রুশে দিবার জদ্য লইয়া চলিল । যীশুর ক্রুশারোপণ ও মৃত্যু । আর বাহির হইয় তাহার। শিমোন নামে এক জন কুরীণীয় লোকের দেখা পাইল ; তাহাকেই তাহার ৩৩ ক্রুশ বহন করিবার জন্ত বেগার ধরল। পরে গলগথা নামক স্থানে, অর্থাৎ যাহাকে মাথার খুলির স্তান Σ bν છે જે

  • 3

૨ ૭ R 8 5 31