<)& ৩৪ বলে, সেখানে উপস্থিত হইয় তাহার। তাহাকে পিত্তমিশ্রিত দ্রাক্ষারস পান করিতে দিল ; তিনি তাহ ৩৫ আস্বাদন করিয়া পান করিতে চাহিলেন না। পরে | তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল ৩৬ গুলিবাটপূর্বক অংশ করিয়া লইল ; এবং সেখানে ৩৭ বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। আর উহার তাহার মস্তকের উপরে তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লাগাইয়৷ দিল, এ ব্যক্তি যীশু, যিহুদীদের রাজা ’ । তখন দুই জন দস্থ্য তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, এক জন দক্ষিণ পার্শ্বে, আর এক জন বাম পার্শ্বে । ৩৯ তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল, তাহার। মাথা নাড়িতে নাড়িতে * তাহার ৪• নিন্দ করিয়া কহিল, ওহে, তুমি ন মন্দির ভাঙ্গিয়৷ ফেল, আর তিন দিনের মধ্যে গাথিয়া তুল ! আপনাকে রক্ষা কর ; যদি ঈশ্বরের পুত্র হও, ৪১ ক্রুশ হইতে নামিয়া আইস । আর সেইরূপ প্রধান যাজকের অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের সহিত ৪২ বিদ্রুপ করিয়া কহিল, ঐ ব্যক্তি অন্ত অন্ত লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না ; ও ত ইস্রায়েলের রাজ ! এখন ক্রুশ হইতে নামিয়া আহস্থক ; তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস ৪৩ করিব ; ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান * ; কেননা ও বলিয়াছে, ৪৪ আমি ঈশ্বরের পুত্র । আর যে দুই জন দস্থ্য তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল, তাহারাও সেইরূপে তাহাকে তিরস্কার করিল। ৪৫ পরে বেল ছয় ঘটিকা হইতে নয় ঘটিক পৰ্য্যন্ত ৪৬ সমুদয় দেশ অন্ধকারময় হইয়। রহিল। আর নয় ঘটিকার সময়ে যীশু উচ্চ রবে চীৎকার করিয়৷ ডাকিয়৷ কহিলেন, “এল এলী লামা শবক্তানী”, অর্থাৎ “ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ৪৭ পরিত্যাগ করিয়াছ ?” * তাহাতে যাহারা সেখানে দাড়াইয়াছিল, তাহদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া কহিল, এ ব্যক্তি এলিয়কে ডাকিতেছে। ৪৮ আর তাহদের এক জন অমনি দৌড়িয়া গেল, একখান স্পঞ্জ লইয়া তাহাতে সিরক। ভরিল, এবং | একটা নলে লাগাইয় তাহীকে পান করিতে দিল । ৪৯ কিন্তু অন্ত সকলে কহিল, থাকৃ, দেখি, এলিয় উহাকে রক্ষা করিতে আহসেন কি না । ৫০ পরে যীশু আবার উচ্চ রবে চীৎকার করিয়া ৫১ নিজ আত্মাকে সমপণ করিলেন। আর দেখ, মন্দিরের | তিরস্করিণী । উপর হইতে নীচে পৰ্য্যন্ত চিরিয়া দুই । থান হইল, ভূমিকম্প হইল, ও শৈল সকল বিদীর্ণ ৫২ হইল, এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক ৫৩ নিদ্রাগত পবিত্র লোকের দেহ উথাপিত হইল ; এবং
- গীত ২২ : ১, ৭, ৮, ১৮ । প" যাত্রা ২৬ ; ৩১-৩৩ ।
লেৰীয় ১৬ ; ২। ইব্র ১০ ; اه ۹ و هد ○by মথি । [ *、* 98ー&br; R 。 তাহার পুনরুত্থানের পর তাহার কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন । শতপতি এবং যাহার। তাহার সঙ্গে যীশুকে চৌকি দিতেছিল, তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহ। ঘটিতেছিল দেখিয়া আতিশয় ভয় পাইয়। কহিল, সত্যই, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আর সেখানে অনেক স্ত্রীলোক ছিলেন, দূর হইতে দেখিতেছিলেন : র্তাহারী যীশুর পরিচর্য্যা করিতে করিতে গালীল হইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া৫৬ ছিলেন। তাহাদের মধ্যে মগদলীনী মরিয়ম, যাকোবের ও যোষির মাতা মরিয়ম, এবং সিবদিয়ের পুত্রদের মাতা ছিলেন । যীশুর সমাধি । পরে সন্ধ্য হইলে আরমাখিয়ার এক জন ধনবান লোক আসিলেন, তাহার নাম যোষেফ, তিনি নিজেও ৫৮ যীশুর শিষ্য হইয়াছিলেন। তিনি পালাতের নিকটে গিয়া যীশুর দেহ যাদ্ধা করিলেন। তখন পীলাত ৫৯ তাহ দিতে আজ্ঞা করিলেন । তাহাতে যোষেফ দেহটী ৬• লইয়া পরিষ্কার চাদরে জড়াইলেন, এবং আপনার নুতন কবরে রাখিলেন—যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন—তার কবরের দ্বারে একখান বড় পাথর ৬১ গড়াইয়া দিয়া চলিয়া গেলেন । মগদলীনী মরিয়ম ও অন্ত মরিয়ম সেখানে ছিলেন, তাহার কবরের সম্মুখে বসিয়া রহিলেন । পরদিন, অর্থাৎ আয়োজন-দিনের পরদিবস, প্রধান যাজকের ও ফরাশীরা পালাতের নিকটে একত্র হইয়। ৬৩ কহিল,মহাশয়, আমাদের মনে পড়িতেছে, সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, তিন দিনের পরে আমি ৬৪ উঠিব। অতএব তৃতীয় দিবস পর্য্যন্ত তাহার কবর চৌকি দিতে আজ্ঞা করুন ; পাছে তাহার শিষ্যের আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায়, আর লোকদিগকে বলে, তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন ; তাই। হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ৬৫ ভ্রান্তি আরও মন্দ হইবে । পীলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরি-দল আছে ; তোমরা ৬৬ গিয়া যথাসাধ্য ক্ষ । কর । তাহীতে তাহারা গিয়া প্রহরি-দলের সহিত সেই পাথরে মুদ্রাঙ্ক দিয়া কবর রক্ষা করিতে লাগিল । কবর হইতে যীশুর উত্থান ও শিষ্যদের প্রতি তাহার শেষ আজ্ঞা । - २ বিশ্রামদিন অবসান হইলে, সপ্তাহের প্রথম দিনের উষারস্তে, মগদলীনী মরিয়ম ও অন্ত ২ মরিয়ম কবর দেখিতে আসিলেন। আর দেখ, মহাভূমিকম্প হইল ; কেননা প্রভুর এক দূত স্বৰ্গ হইতে নামিয়া আসিয়৷ সেই পাথরখান সরাইয়া দিলেন, ১ । মার্ক ১৬ অধ্য ; লুক ২৪ অধ্য ; যে ২০ অধ্য । & 8 & & ද ? ৬২ 32