পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*レ; రి-ఫి లి — ) ; ) -> ) | ] ৩ এবং তাহার উপরে বসিলেন। র্তাহার দৃশ্য বিদ্যু৪ তের স্থায়, এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। তাহার ভয়ে প্রহরিগণ র্কাপিতে লাগিল, ও মৃতবৎ হইয়া পড়িল । সেই দূত স্ত্রীলোক কয়টাকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে, ৬ তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই ; কেনন। তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন ; আইস, প্ৰভু যেখানে শুইয়াছিলেন, সেই ৭ স্থান দেখ। আর শীঘ্ৰ গিয়া তাহার শিষ্যদিগকে বল যে, তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, এবং দেখ, তোমাদের অগ্ৰে গালীলে যাইতেছেন, সেইগানে তাহাকে দেখিতে পাইবে ; দেখ, আমি তোমাদিগকে ৮ বলিলাম। তখন তাতার সভয়ে ও মহানন্দে শীঘ্ৰ কবর হইতে প্রস্থান করিয়া তাহার শিষদিগকে সংবাদ ৯ দিবার জন্ত দৌড়িয়া গেলন । আর দেখ, যা শু তাহদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন,তোমাদের মঙ্গল হউক ; তখন তাহার। নিকটে তালিয়। তাহার চরণ ১• ধরিলেন ও তাতাকে প্রণাম করিলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না ; তোমরা যাও, আমার ভ্রাতৃগণকে সংবাদ দেও, যেন তাহারা গালালে যায় ; সেইখানে তাহার তামাক দেখিতে পাইবে । তাহার। ষাইতেছেন, ইতিমধ্যে দেখ, প্রহfর-দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়ছিল, সে > y মার্কলিখিত মথি –মার্ক। SOSO ১২ সমস্ত বিবরণ প্রধান যাজক দিগকে জানাইল । তখন তাহার। প্রাচীনবর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা ১৩ করিয়া ঐ সেনাগণকে অনেক টাকা দিল, কহিল, তোমরা বলিও যে, তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া, যখন আমরা নিদ্রাগত ছিলাম, তখন তাহাকে ১৪ চুরি করিয়া লইয়া গিয়াছে । আর যদি এ কথা দেশ।ধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁহাকে ও বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। তখন তাহার। সেই টকা লইয়া, যেরূপ শিক্ষা পাইল, সেইরূপ কাৰ্য্য করিল। আর যিহুদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহ অদ্য পয্যন্ত রহিয়াছে । ১৬ পরে একাদশ শিষ্য গালালে যীশুর নিরূপিত ১৭ পৰ্ব্বতে গমন করিলেন, তার তাহাকে দেখিয়া প্ৰণাম করলেন ; কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন । ১৮ তখন যীশু নিকটে আসিয়। তাহদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব ১৯ আমাকে দত্ত হইয়াছে । অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর ; পিতার ও পুত্রের ও পবিত্র ২• তাত্মার নামে তাহাদিগকে বাস্তাইজ কর ; আমি তোমাদিগকে যাহা যাহ আজ্ঞ করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আfসই যুগান্ত পয্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে ত|ছি । সুসমাচার। প্রভূ যীশু খ্ৰীষ্টের বাপ্তিস্ম ও পরীক্ষা। S যীশু খ্রষ্টের সুসমাচারের আরম্ভ ; তিনি ঈশ্বরের পুত্ৰ । ২ ষিশাহয় ১ ভাববাদীর গ্রন্থে যেমন লেগ৷ তাছে, * “দেখ, আমি আপন দূতকে তোমার অগ্ৰে প্রেরণ করি ; সে তোমার পথ প্রস্তুত করিবে । ৩ প্রান্তরে এক জনের রব, সে ঘোষণা করিতেছে, তোমর প্রভুর পথ প্রস্তুত কর, তাহার রাজপথ সকল সরল কর ;" ৪ তদনুসারে যেহেন উপস্থিত হইলেন, ও প্রান্তরে বা প্তাইজ করিতে লাগিলেন, এবং পাপমোচনের জন্য মনঃপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলে ন । • তাহাতে সমস্ত যিহদিয়া দেশ ও ষিরশালেম-নিবাসী সকলে বাহির হইয়। তাহার নিকটে যাহতে লাগিল । ১ । মথি ও অধ্য । লুক ৩ ; ২-২২ । * মাল ৩ : ১ । যিশ ৪০ ৩ । H - F- Ա Հ- 3 ] তার তাপন আপন পাপ স্বীকার করিয়া যদিন ৬ নদীতে তাহ দ্বারা বাস্তাত জিত হইতে লাগিল। সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কাটদেশে চৰ্ম্ম-পটুক ছিল, এবং তিনি পঙ্গপাল ও বনমধু ৭ ভোজন কারতেন। তিনি প্রচার করিয়া বলতেন, যিনি তাম। অপেক্ষ শক্তিমান, তিনি আমার পশ্চাৎ তাসিতেছেন ; আমি হেঁট হইয়া তাহার পাদুকার ৮ বন্ধন খুলিবার যোগ্য নহ । আমি তোমাদিগকে জলে বা প্রাইজ করিলাম, কিন্তু তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় বাস্তাইজ করিবেন। ৯ সেই সময়ে যীশু গালীলের নাসরৎ হইতে আসিয়া ১০ যোহনের দ্বারা যদনে বাপ্তাইজিত হইলেন । তার তখনই জলের মধ্য হইতে উঠিবার সময়ে দেখিলেন, আকাশ দুই ভাগ হইল, এবং আত্মা কপোতের স্থায় ১১ তাহার উপরে নামিয়। আসুিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, তুমিই আমার প্রিয় পুত্র. তোমাতেই আমি প্রীত’ । 33