○b一 লাগিলেন, ইনি তবে কে যে, বায়ু এবং সমুদ্রও ইহার আজ্ঞা মানে ? (« পরে তাহারা সমুদের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলন। তিনি নৌকা হইতে বাহির হইবামাত্র এক ব্যক্তি কবর-স্থান হইতে তাহার সম্ভ থে আসিল তাহীকে অশুচি আত্মায় পাইয়াছিল । ৩ সে কবরমপ্যে বাস করিত, এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাধিয়া রাখিতে পারিত না । ৪ কেননা লোকে বার বার তাহাকে বেড়ী ও শিকল দিয়া বাপিত, কিন্তু সে শিকল ছিড়িয়া ফেলিত এবং বেড়া ভাf>য় খণ্ডবিখণ্ড করিত : কেহ তাহাকে বশ ৫ করিতে পারিত না । আর সে রাত দিন সৰ্ব্বদা কবরে ও পদতে থাকিয়৷ চীৎকার করিত, এবং পাথর দিয়৷ ৬ আপনি আপনাকে কাটিত। সে দূর হইতে যীশুকে দে খয় দৌড়িয়া আসিল, তাহাকে প্রণাম করিল, ৭ এবং উচ্চরবে চেচাইয়া কহিল, হে যীশু, পরাৎপর ঈশ্বরের পুত্র আপনার সহিত অামার সম্পর্ক কি ? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে ৮ যাতনা দি বন না । কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অশুচি আত্ম। এই ব্যক্তি হইতে বাহির ৯ হও । তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি ? সে উত্তর করল, আমার নাম বাহিনী, কারণ ১• আমরা অনেক গুলি আছি । পরে সে বিশ্বর বিনতি করিল, যেন তিনি তাহাদিগকে সেই অঞ্চল হইতে ১১ পাঠাইয়া না দেন। সেই স্থানে পকতের পাশ্বে এক ১২ বৃহৎ শূকরপাল চরিতেছিল। আর তাহারা বিনতি করিয়া কহিল, ঐ শূকরগণের মধ্যে প্রবেশ করিতে ১৩ আমাদিগকে পাঠাইয়া দি ডন । তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন সেই অশুচি আত্মারা বাহির হইয়া শূকরদিগের মধ্যে প্রবেশ করিল ; তাহাতে সেই শুকর-পাল, কমবেশ দুই হাজার শূকর, মহাবেগে দৌড়িয়া ঢালু পাড় দিয়া সমুদ্রে গিয়া পড়িল, এবং ১৪ সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেগুলিকে চরাইতেছিল, তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল । তখন কি ঘটিয়াছে, ১৫ দেখিবার জন লোকেরা আসল ; এবং যীশুর নিকটে আ সয়া দেখে, সেই ভূতগ্ৰস্ত ব্যক্তি, যাহাকে বাহিনীভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া স্ববোধ হইয়। ১৬ বসিয়া আছে ; তাহাতে তাহারা ভয় পাইল। আর ঐ ভূতগ্রস্ত লোকটার ও শুকর-পালের ঘটনী যাহার। দেখিয়াছিল, তাহারা তাহাদিগকে সমস্ত বৃত্তান্ত বলিল । ১৭ তখন তাহার। আপনাদের সাম৷ হইতে প্রস্থান করিতে | ১৮ তাহাকে বিনতি কারতে লাগিল। পরে তিনি নৌকায় | উঠিতেছেন, এমন সময়ে যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল, সে তাহাক বনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে । ১ম পারে । কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি বাটাতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও, এবং প্ৰভু তোমার জন্য যে যে মাক । ○ : >ー○" | 2. মহৎ কায করিয়াছেন, ও তোমার প্রতি যে কুপ। ২০ করিয়াছেন, তাহ। তাহাদিগকে জ্ঞাত কর। তখন সে প্রস্থান করিয়া, যশু তাহার জন্য যে যে মহৎকাৰ্য্য ক রয়াছি লম, তাহা দিকপলিতে প্রচার করিতে লাগিল ; তাহতে সকলেই আশ্চর্য জ্ঞান করিল। । যীশু একটা স্ত্রীলেশককে সুস্থ করেন, ও একটী মৃত বালিকাকে জীবন দেন । পরে যীশু ন কায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকট বিস্তর লোকের সমাগম হইল ; তখন ২২ তিনি সমুদ্র-তীর ছিলেন। আর B সমাজের অধ্যক্ষদের মধা যায়ীর নামে এক জন আসিয়া তাহাকে দেখিয়া ২৩ তাহার চরণে পড়িলেন, এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েট মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্থাপণ করুন যেন সে মুস্ত হইয়া ২৪ বাচে । তখন তিনি তাহার সঙ্গ চলিলেন ; এবং অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল, ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল । ২৫ অার একটা স্ত্রীলোক বার বৎসর অবধি প্রদর ২৬ রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিষ্ণুর ক্লেশ ভোগ করিয়াছিল, এবং সৰ্ব্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরও পীড়িত ২৭ হইয়াছিল । সে যীশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল। ২৮ কেননা সে কহিল, আমি যদি কেবল উইণর বস্ত্র স্পর্শ ২৯ করিতে পাই, তবেই সুস্থ হইব । আর তখনই তাহার রক্তস্রোত শুকাইয়া গেল ; আর আপনি যে ঐ রোগ ৩• হইতে মুক্ত হইয়াছে, ইহা শরীরে টের পাইল। যীশু তখনই অন্তরে জানিতে পাইলেন যে, তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়৷ ৩১ বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল ? তাহার শিষ্যেরা বলিলেন, আপনি দেখিতেছেন, লোকেরা আপনকার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, ৩২ কে আমাকে স্পশ করল ? কিন্তু কে ইহা করিয়াছিল, তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত ৩৩ করিলেন । তাহাতে সেই স্ত্রীলোকটা ভয়ে কঁাপিতে কঁাপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে, তাহার সম্মুখে আসিয়া প্ৰণিপাত করিল, আর সমস্ত সত্য ৩৪ বৃত্তাপ্ত তাহাকে কহিল । তখন তিনি তাহাকে কহিলেন, হে কষ্ঠে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল,শান্তিতে চলিয়া যাও, ও তোমার রোগ হইতে মুক্ত থাক । তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজ-গৃহের অধক্ষের বাটা হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট ৩৬ দিতেছেন ? কিন্তু যীশু সে কথা শুনিতে পাইয়। সমাজগৃহের অধক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল ৩৭ বিশ্বাস কর । আর পিতর, যাকোব এবং যাকোবের ভাই যোহন, এই তিন জন ছাড়া তিনি আর কাহাকেও লুক ৮ ; ও ১-৫ ও ।
- >
v96 ১ । মাথ ৯ ; ১৮-২৬ ৷ 38