পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o ২৪ তোমাকে দিব । তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞাসা করিল, কি চাহিব ? সে বলিল, ২৫ যোহন বা প্তাইজকের মুণ্ড । সে তখনই সত্বর রাজার নিকটে আসিয়া তাহ চাহিল, বলিল, আমি ইচ্ছা করি যে, আপনি এখনই যোহন বা প্তাইজকের মুণ্ড ২৬ থালায় করিয়া আমাকে দিউন । তখন রাজা অতিশয় দুঃখিত হইলেও আপন শপথ হেতু, এবং যাহারা ভোজে বসিয়াছিল, তাহদের ভয়ে, তাহাকে ফিরাইয়া ২৭ দিতে চাহিলেন না। আর রাজ। তখনই এক জন সেনাকে পাঠাইয়া যোহনের মস্তক আনিতে আজ্ঞা করিলেন ; সে কারাগারে গিয় তাহার মস্তক ছেদন ২৮ করিল, পরে তাহার মস্তক থালায় করিয়া আনিয়া সেই কনাকে দিল, এবং কম্বা আপন মাতাকে দিল । ২৯ এই সংবাদ পাইয় তাহার শিষ্যগণ আসিয়া তাহার দেহ লইয়া গিয়া কবরে রাখিল । প্রভূ যীশুর আরও কতকগুলি অলৌকিক কার্য । যীশু পাচ হাজার লোককে আশ্চর্য্যৰূপে আহার দেন, এবং জলের উপর দিয়া ইণটিয়া যান । ৩০ পরে পেরিতের যীশুর নিকটে আসিয়া একত্র হইলেন ; আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন, ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন, সে সমস্তই তাহাকে ৩১ জানাইলেন । তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা বিরলে এক নিৰ্জ্জন স্থানে আসিয়া কিছু কাল বিশ্রাম কর । কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাই তাহীদের আহার করিবারও অবকাশ ছিল না । ৩২ পরে ১ তাহারা নৌকাযোগে বিরলে এক নিৰ্জ্জন স্থানে ৩৩ যাত্রা করিলেন । কিন্তু লোকে তাহাদিগকে ঘাইতে দেখিল, এবং অনেকে তাহাদিগকে চিনিতে পারিল, তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয় ৩৪ তাহদের অগ্ৰে গেল। তখন যীশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয় তাহদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালক-বিহীন মেষপালের স্থায় ছিল ; আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন । ৩৫ পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নিৰ্জ্জন স্থান, ৩৬ এবং দিরাও অবসান-প্রায় ; ইহাদিগকে বিদায় করুন, যেন চহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে ৩৭ গিয়া আপনাদের নিমিত্ত খাবার কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে খাবার দেও। তাহার কাহলেন, আমরা গিয়া কি দুই শত সিকির রুটা কিনিয়া লইয়৷ ৩৮ উহাদিগকে খাইতে দিব ? তিনি তাহাদিগকে বলি

هة جية ب هو - و د ة ة د *ة 1د

• ; *-* > * 》?ー》? I ("T「エ মার্ক। [ ৩ ; ২৪–৫৬ ৷ লেন, তোমাদের কাছে কয়খান রুটী আছে ? গিয়া দেখ। তাহারা দেখিয়া কহিলেন, পাঁচখানি রুট এবং ৩৯ ছুইটী মাছ আছে । তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। ৪০ তাহারা শত শত জন ও পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সারি ৪১ সারি বসিয়া গেল। পরে তিনি সেই পাঁচখানি রুট ও দুইটা মাছ লইয়া স্বগের দিকে উদ্ধদৃষ্টি করিয়৷ আশীৰ্ব্বাদ করিলেন, এবং সেই রুটী কয়খানি ভাঙ্গিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন ; আর সেই দুইটী মাছও সকলকে ভাগ ৪২ করিয়া দিলেন । তাহাতে সকলে আহার করিয়া ৪৩ তৃপ্ত হইল। পরে তাহারা গুড়াগাড়ায় ভরা বার ৪৪ ডাল এবং মাছও কিছু তুলিয়া লইলেন। যাহার সেই রুটা ভোজন করিয়াছিল, তাহারা পাচ হাজার পুরুষ । পরে তিনি তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়৷ দিলেন, যেন তাহার নৌকায় চঠিয়া তাহার অগ্ৰে পরপারে বৈৎসৈদার দিকে যান, আর ইতিমধ্যে তিনি ৪৬ লোকদিগকে বিদায় দেন। লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রাথনা করিবার জন পৰ্ব্বতে চলিয়া গেলেন । ৪৭ যখন সন্ধ্য হইল, তখন নৌকাখনি সমুদ্রের মাঝখানে ৪৮ ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহার নৌকা বাহিতে বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া, তিনি প্রায় চতুর্থ প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়া হাটিয় তাহদের নিকটে আসিলেন, ৪৯ এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয় তাহাকে হাটিতে দেখিয় তাহার মনে করিলেন, অপচ্ছায়, আর চেচাইয়া উঠিলেন ; ৫০ কারণ সকলেই তাহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তখনই তাহদের সহিত কথা কহিলেন তাহাদিগকে বলিলেন,সাহস কর, এ আমি, ৫১ ভয় করিও না । পরে তিনি তাহদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল ; তাহাতে তাহার ৫২ মনে মনে যার পর নাই আশ্চৰ্য্য জ্ঞান করিলেন। কেননা রুটার বিষয় তাহারা বুঝিতে পারেন নাই, তাহদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। পরে তাহারা পার হইয়া স্থলে গিনেষরৎ প্রদেশে, ৫৪ অসিয় নৌকা লাগাইলেন । আর নৌকা হইতে ৫৫ বাহির হইলে লোকেরা তখনই তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলে চারিদিকে দৌড়িতে লাগিল, আর পীড়িত লোকদিগকে খাটের উপরে করিয়া, তিনি যে কোন স্থানে আছেন, শুনিল, সেই স্থানে আনিতে লাগিল । ৫৬ আর গ্রামে, কি নগরে, কি পল্লীতে, যে কোন স্থানে তিনি প্রবেশ করিলেন, সেই স্থানে তাহার পীড়িতদিগকে বাজারে বসাইল ; এবং তাহাকে বিনতি করিল, যেন উহারা তাহার বস্ত্রের থোপমাত্র স্পর্শ করিতে পায়, আর যত লোক তাহাকে স্পশ করিল, সকলেই হস্থ হহল । 8 & G-5 40