४ ० ; >२ 8० । ] কহিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অষ্ঠাকে বিবাহ করে, সে তাহার বিরুদ্ধে ব্যভিচার ১২ করে ; আর স্ত্রী যদি আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আর এক জনকে বিবাহ করে, তবে সেও ব্যভিচার করে। শিশুদের বিষয়ে শিক্ষণ । পরে লোকেরা কতকগুলি শিশুকে তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন ; তাহাতে ১৪ শিষ্যেরা উহাদিগকে ভৎসনা করিলেন। কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর র্তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না ; কেননা ঈশ্বরের রাজ্য এই মত ১৫ লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোন মতে তাহতে প্রবেশ করিতে পাইবে না । ১৬ পরে তিনি তাহাদিগকে কোলে করিলেন, ও তাহীদের উপরে হস্তপণ করিয়া আশীবাদ করিলেন। ধৰ্ম্মীচরণ বিষয়ে শিক্ষণ । পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময়ে এক জন দৌড়িয়া আসিয়া তাহার সম্মখে জানু পাতিয়া জিজ্ঞাসা করিল, হে সদগুরু, অনন্ত জীবনের ১৮ অধিকারী হইবার জন্য আমি কি করিব ? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ ? এক জন বাতিরেকে সৎ আর কেহ নাই তিনি ঈশ্বর । ১৯ তুমি আজ্ঞ সকল জান, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না চুরি করিও না, মিথ্যাসাক্ষা দিও না, প্রবঞ্চন করিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও ‘’ ৷ * ২০ সেই বাক্তি র্তাহাকে কহিল, হে গুর, বালাকাল অবধি ২১ এই সকল পালন করিয়া আসিতেছি। যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভাল বাপিলেন, এবং কহিলেন, এক বিষয়ে তোমার ক্রটি আছে, যাও, তোমার যাহা কিছু আছে,বিক্রয় কর আর দরিদ্রদিগকে দান কর তাহাতে স্বগে ধন পাইবে ; আর আইস, ২২ আমার পশ্চাদগামী হও । এ কথায় সে বিষণ্ণ হইল, দুঃখিত হইয়া চলিয় গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল । ২৩ তখন যীশু চারিদিকে দৃষ্টিপাত করিয়া আপন শিষ্যদিগকে কহিলেন, যাহাদের ধন আছে, তাহদের ২৪ পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর । তাহার কথায় শিধ্যেরা চমৎকুত হইলেন ; কিন্তু যীশু পুনরুদার র্তাহাদিগকে কহিলেন: বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহীদের পক্ষে ২৫ কেমন তুষ্কর । ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষ বরং সূচীর ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ । ২৬ তখন র্তাহারা অতিশয় আশ্চয্য মনে করিলেন, কহিলেন, ২৭ তবে কাহার পরিত্রাণ হইতে পারে ? যীশু তাহীদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে। কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য।
- যাত্রা ২০ ; ১২-১৭ ৷
3 > * মার্ক। 8 & ২৮ তখন পিতর তাহাকে বলিতে লাগিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনকার পশ্চাদগামী ২৯ হইয়াছি। যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এমন কেহ নাই, যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাট কি ভ্রাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সস্তানসন্ততি কি ক্ষেত্র ত্যাগ করি৩০ য়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে : সে বাটী, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র, তাড়নার সহিত এই সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত ৩১ জীবন পাইবে । কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, ও যাহার শেষের, তাহারা প্রথম হইবে । যীশু তৃতীয় বার আপন মৃত্যুর বিষয়ে কথা বলেন । একদা তাহারা পথে ছিলেন, যিরশালেমে যাইতেছিলেন, এবং যীশু তাহদের অগ্রে অগ্ৰে চলিতেছিলেন, তখন তাহারা চমৎকার জ্ঞান করিলেন ; আর র্যাহারা পশ্চাতে চলিতেছিলেন, তাহারা ভয় পাইলেন। পরে তিনি আবার সেই দ্বাদশ জনকে লইয় আপনার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা তাহাদিগকে বলিতে লাগি৩৩ লেন । তিনি বলিলেন, দেখ, আমরা যিরশালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজক ও অধ্যাপকগণের হস্তে সমপিত হইবেন ; এবং তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং পরজাতীয়দের হস্তে তাহাকে সমপণ করিবে । আর তাহারা তাহকে বিদ্রুপ করিবে. তাহার মুখে থুথু দিবে, তাহাকে কোড় মারিবে ও বধ করিবে ; আর তিন দিন পরে তিনি আবার উঠিবেন। ঈশ্বর রাজ্যে মহান কে, এ বিষয়ে শিক্ষণ । পরে সিবদিয়ের দুই পুত্র, যাকোব ও যোহন, তাহার নিকটে আসিয়া কহিলেন, হে গুরু, আমাদের বাঞ্ছা এই আমরা আপনকার কাছে যাহা যাক্রো করিব, ৩৬ আপনি তাহ আমাদের জন্ত করন । তিনি তাহাদিগকে কহিলন, তোমাদের বস্থা কি ? তোমাদের ৩৭ নিমিত্ত আমি কি করিব ? তাহার কহিলেন, আমাদিগকে এই বর দান করুন, যেন আপনি মহিমাপ্রাপ্ত হইলে আমরা এক জন আপনকার দক্ষিণ ৩৮ পার্শ্বে, আর এক জন বাম পাশ্বে বসিতে পাই । যীশু তাহাদিগকে বলিলেন, তোমরা কি যাজ্ঞা করিতেছ, তাহা বুঝ না। আমি যে পাত্রে পান করি, তাহতে কি তোমরা পান করিতে পার, এবং আমি যে বাপ্তিম্মে বাপ্তাহজিত হই, তাহাতে কি তোমরা ৩৯ বাপ্তাইজিত হইতে পার ? তাহার বলিলেন, পারি। যীশু তাহাদিগকে কহিলেন, আমি যে পাত্রে পান করি, তাহতে তোমরা পান করিবে ; এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজিত হই, তাহাতে তোমরাও বাপ্তাইজিত হইবে ; কিন্তু যাহাঁদের জন্য স্থান প্রস্তুত করা গিয়াছে, তাহদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পাশ্বে কি বাম পাশ্বে বসিতে দিতে আমার অধিকার రిచి ○○ 8 o 45