*> ; >ーや81] যাজকদের নিয়োগ বিষয়ক আদেশ । ২৯ আর আমার যাজন কৰ্ম্ম করার্থে তাহাদিগকে পবিত্র করিবার জন্ত তুমি তাহদের প্রতি এই সকল কৰ্ম্ম করিবে ; নির্দোষ একটা পুংগোবৎস ও ২ দুইটী মেধ লইবে ; আর তাড়াশুন্ত রুট, তৈলমিশ্রিত তাড় শুষ্ঠ পিষ্টক ও তৈলাক্ত তাড়াশূন্ত সরুচাকলী ৩ গোমের ময়দা দ্বারা প্রস্তুত করবে ; এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়৷ ৪ আনিবে, এবং ঐ গোবৎস ও দুই মেষ আনিবে। আর হারেশকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার৫ সমীপে আনিয়া জলে স্নান করাইবে । আর সেই সকল বস্ত্ৰ লইয়া হারোণকে অঙ্গ রক্ষিণী, এফোদের পরিচ্ছদ, এফেদ ও বুকপাট পরাইবে, এবং এফোদের বুনানি ৬ করা পটুক তাহাত আবদ্ধ করিবে। আর তাহার মস্তকে উৎীষ দিবে, ও ডক্টধের উপরে পবিত্র মুকুট ৭ দিবে। পরে অভিষেকাৰ্থ তৈল লইয়। তাহার মস্তকের ৮ উপরে ঢালিয় তাহাকে অভিষিক্ত করবে। আর তুমি তাহার পুত্ৰগণক আনিয়া অঙ্গরক্ষক বস্ত্র পরাইবে । ৯ আর হারাণকে ও তাহার পুত্রগণকে কটিবন্ধন পরাইবে, ও তাহীদের মস্তকে শিরোভূষণ বাধিয়া দিব ; তাহাতে যাজক স্বপদে তাহদের চিরস্থায়ী অধিকার থাকবে। আর তুমি হারোণের ও তাহার ১• পুত্ৰগণের হস্তপূরণ করবে। পরে তুমি সমাগম-তমুর সমুখ সেই গোবৎসকে আনাইবে, এবং হারোণ ও তাহার পুত্ৰগণ গোবত্সটার মস্তক হস্তার্পণ করবে । ১১ তখন তুমি সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুবু সন্মুখ ১২ ঐ গোবৎস হনন কার.ব । পরে গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলি দ্বারা বেদির শৃঙ্গর উপরে দিব, ১৩ এবং বেদির মূল সমস্ত রক্ত ঢালয় দিবে। আর তাহার অন্ত্রের উপরিস্থত সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত প্লাবক ও &ই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ১৪ লইয়। বেদিত দগ্ধ করবে। কিন্তু গোবং টার মাংস ও তাহার চৰ্ম্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াহয়। দিবে ; তাহ পাপার্থক বলি। ১৫ পরে তুমি প্রথম মেষটা আনিবে, এবং হারোণ ও তাহার পুত্ৰগণ সেই মেষের মস্তক হস্তার্পণ করবে। ১৬ পরে তুমি সেই মেষ হনন করিয়া তাহার রক্ত লইয়৷ ১৭ বেদির উপরে চারিদিক ছিটাইয়া দিবে। পরে তুমি মেষটী খণ্ড খণ্ড করিবে, তাহার অন্ত্র ও পদ ধৌত করিবে, আর ঐ খণ্ড সকলের ও মস্তকের উপরে ১৮ রাখিব। পর সমস্ত মেষটী বেদিতে দগ্ধ করিবে ; তাহ সদাপ্রভুর উদ্দেশে হোমবলি, সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকুত উপহার। ১৯ পরে তমি দ্বিতীয় মেঘট লইবে, এবং হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মে.ষর মস্তকে হস্তপণ করিবে । ২০ পরে তুমি সেই মেষ হনন করিয়া তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহার পুত্র যাত্রাপুস্তক। 今 ○ গণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহদের দক্ষিণ হস্তের অঙ্গু গুর উপরে ও দক্ষিণ পদের অঙ্গুষ্ঠের উপরে দিবে, এবং বেদির উপরে চারিদিকে রক্ত ছিটাইয়া দিবে। ২১ পরে বেদির উপরিস্থিত রক্তের ও অভি.ষকাৰ্থ তৈলের কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে ও তাহার বস্ত্রের উপরে এবং তাহার সহিত তাহার পুত্র.দর উপরে ও তাহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিবে ; তাহাতে সে ও তাহার বস্ত্র এবং তাহার সহিত তাহার পুত্ৰগণ ও তাহtuদর বস্ত্র ২২ পবিত্র হইবে । পরে তুমি সেই মেষর মেদ, লাঙ্গুল ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, ২৩ কেননা সে হস্তপূরণার্থক মেষ। পরে তুমি সদাপ্রভুর সম্মুখ স্থত তাড় শূন্ত রটার ডালি হইতে এক রুট ও তৈলমিশ্রিত এক পিষ্টক ও এক সরুচাকলী লইবে : ২৪ এবং হারোণের হস্তে ও তাহার পুত্ৰগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহ। ২৫ দোলাইবে । পরে তুমি তাহীদের হস্ত হইতে তাহ। লইয়া সদাপ্রভুর সম্মুখে সোরভার্থে বেদত হোমর্থক বলির উপরে দগ্ধ করিব ; তাহ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার। ২৬ পরে তুমি হারোণের হস্তপূরণার্থক মেষের বক্ষঃস্থল লইয়। দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখ দোলা২৭ ইবে ; তাহা তোমার অংশ হইবে। পরে হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তপুরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত ও যে উত্তালনীয় উপহার জঙ্ঘ উত্তলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে । ২৮ তাহতে ইস্রায়েল-সন্তানগণ হইতে তাহ। হারোণের ও তাহর সন্তানগণের চিরস্থায়ী অধিকার হইবে, কেননা তাহাই উত্তোলনীয় উপহার ; ইস্রায়েল-সন্তানগণের এই উত্তালনীয় উপহার তাহদের মঙ্গলার্থক বলি হইতে দেয় ; ইহ সদাপ্রভুর উদ্দেশে তাহদের উত্তোলনীয় উপহার। ২৯ আর হারোণের পরে তাহার পবিত্র বস্ত্র সকল তাহার পুত্ৰগণের হইবে ; অভিষেক ও হস্তপুরণ সময়ে ৩০ তাহারা তাহ পরিধান করিবে । তাহার পুত্রদের মধ্য যে তাহার পদে যাজক হইয়। পবিত্র স্থানে পরিচর্য্য। করিতে সমাগম তাম্বুতে প্রবেশ করবে, সে সেই বস্ত্র সাত দিন পারবে । পরে তুমি সেই হস্তপূরণার্থক মেষের মাংস লইয়! কোন পবিত্র স্থানে পাক করিবে, এবং হারাণ ও তাহার পুত্ৰগণ সমাগম-তাম্বুর দ্বারে সেই মেঘমাংস ৩০ ও ডালিতে স্থিত সেই রুট ভোজন করিবে । আর হস্তপূরণ দ্বারা তহদিগক পবিত্র করণাথে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহ তাহারা ভোজন করিবে ; কিন্তু অপর কোন লোক তাহ। ভোজন করিবে না, ৩s কারণ সে সকল পবিত্র বস্তু । আর ঐ হস্তপুরণার্থক মাংস ও রুট হইতে যদি প্রাতঃকাল পয্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেই অবশিষ্ট অংশ অগ্নিতে う ు) 73
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।