G & ৭১ তুমি গালীলায় লোক। কিন্তু তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, তোমরা যে ব্যক্তির ৭২ কথা বলিতেছ, তাহাকে আমি চিনি না। তখনই দ্বিতীয় বার কুকুড়া ডাকিয়া উঠিল তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, ‘ কুকুড়া দুই বার ডাকিবার পূৰ্ব্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে, ’ তাহা পিতরের মনে পড়িল ; এবং তিনি সেই বিষয় চিন্তা করিয়া ক্ৰন্দন করিতে লাগিলেন । দেশাধ্যক্ষের সম্মুখে যীশুর বিচার । S(C আর প্রভাতেই প্রাচীনবর্গ ও অধ্যাপকদের সঙ্গে প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা মন্ত্রণা করিয়া শ্ৰীশুকে বাধিয়া লইয়া গিয়া পীলাতের নিকটে ২ সমর্পণ করিল। তখন ১ পীলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহুদীদের রাজা ? তিনি উত্তর ৩ করিয়া তাহাকে কহিলেন তুমিই বলিলে। পরে প্রধান যাজকের তাহার উপরে অনেক দোষারোপ করিতে ৪ লাগিল। পীলাত তাহাকে আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না ? দেখ, ইহার তোমার ৫ উপরে কত দোষারোপ করিতেছে। কিন্তু যীশু আর কিছু উত্তর করিলেন না ; তাহাতে পীলাতের আশ্চর্য্য বোধ হইল। ৬ পর্বের্বর সময়ে তিনি লোকদের জষ্ঠ্য এক জন ৭ বন্দিকে মুক্ত করিতেন, যাঙ্গকে তাহার। চাহিত। সেই সময়ে বারাববী নামে এক ব্যক্তি উপপ্লবকারীদের সঙ্গে কারাবদ্ধ ছিল, তাহারা উপপ্লবক্রমে নরহত্যাও ৮ করিয়াছিল। তখন লোকসমূহ উপরে গিয়া, তিনি তাহীদের জনা যাহা করিতেন, তাহা যজ্ঞ করিতে ৯ লাগিল। পীলাত উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের জন্য যিহুদীদের রাজাকে মুক্ত ১• করিয়া দিব, এই কি তোমাদের বাঞ্ছা ? কেননা প্রধান যাজকের যে হিংসা বশতঃ তাহাকে সমর্পণ ১১ করিয়াছিল, তাহ তিনি জানিতে পারিলেন। কিন্তু প্রধান যাজকের জনতাকে উত্তেজিত করিয়া বরং আপনাদের জন্য বারাববার মুক্তি চাহিতে বলিল । ১২ পরে পীলাত আবার উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, তবে তোমরা যাহাকে যিহুদীদের রাজা বল, ১৩ ইহাকে কি করিব ? তাহারা পুনৰ্ব্বার চীৎকার ১৪ করিয়া বলিল, উহাকে ক্রুশে দেও । পীলাত তাহীদিগকে কহিলেন, কেন ? এ কি অপরাধ করিয়াছে ? কিন্তু তাহারা অতিশয় চেচাইয়া বলিল, উহাকে ক্রুশে ১৪ দেও। তখন পীলাত লোকসমূহকে তুষ্ট করিবার মানসে তাহাদের জন্য বরাববাকে মুক্ত করিলেন, এবং যীশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন । যীশুর ক্রুশরোপণ, মৃত্যু ও সমাধি । পরে সেনার প্রাঙ্গণের মধ্যে, অর্থাৎ রাজবাটীর ভিতরে, তাহাকে লইয়া গিয়া সমস্ত সেনাদলকে ডাকিয় ১৭ একত্র করিল। পরে উহাকে বেগুনিয়া কাপড় ১ । মথি ২৭ ভাৰ্য । লুৰ ২৩ অধ্য । যোহন ১৮, ১৯ অধ্য । > \b মার্ক। ( ) 8 ; a - G ; రిల ! পরাইল, এবং কাটার মুকুট গাথিয় তাহার মাথায় ১৮ দিল, আর তাহার বন্দনা করিয়া বলিতে লাগিল, ১৯ যিহুদি-রাজ, নমস্কার । আর তাহার মস্তকে নলাঘাত করিল, তাহার গায়ে থুথু দিল, ও হাটু পাতিয়৷ ২০ তাহাকে প্রণাম করিল। তাহাকে বিদ্রুপ করিবার পর তাহারা ঐ বেগুনিয়া কাপড় খুলিয়া তাহার নিজের কাপড় পরাইয়া দিল। পরে তাহার ক্রুশে দিবার জন্য তাহাকে বাহিরে লইয়া গেল । আর শিমোন নামে এক জন কুরীণীয় লোক পল্লীগ্রাম হইতে সেই পথ দিয়া আসিতেছিল,—সে সিকন্দরের ও রূফের পিতা–তাহাকেই তাহারা যীশুর ২২ ক্রুশ বহিবার জন্য বেগার ধরিল। পরে তাহার। তাহাকে গল্গথা নামক স্থানে লইয়া গেল : এই ২৩ নামের অর্থ ‘ মাথার খুলির স্থান । আর তাহার তাহাকে গন্ধরসে মিশ্রিত দ্রাক্ষারস দিতে চাহিল ; ২৪ কিন্তু তিনি গ্রহণ করিলেন না। পরে তাহার। তাহাকে ক্রুশে দিল, এবং তাহার বস্ত্র সকল অংশ করিয়া লইল : কে কি লইবে, ইহা স্থির করিবার জন্য গুলিবাট ২৫ করিল। তৃতীয় ঘটিকার সময়ে তাহারা তাহাকে ২৬ কুশে দিল । আর তাহার উপরে দোষ-স্থূচক এই অধিলিপি লিখিত হইল,
- যিহুদীদের রাজা ’ । ২৭ আর তাহারা তাহার সহিত দুই জন দস্যকে ক্রুশে দিল, এক জনকে তাহার দক্ষিণে, এক জনকে তাহার ২৮ বামে । * আর যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার ২৯ নিন্দ করিয়া কহিল, ওহে, তুমি ন মন্দির ভাঙ্গিয়৷ ৩০ ফেল, আর তিন দিনের মধ্যে গাথিয়া তুল। আপনাকে ৩১ রক্ষা কর, ক্রুশ হইতে নাম । আর সেইরূপ প্রধান যাজকেরাও অধ্যাপকদের সহিত আপনাদের মধ্যে তাহাকে বিদ্রুপ করিয়া কহিল, ঐ ব্যক্তি অদ্য অন্ত লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে ৩২ না ; খ্ৰীষ্ট, ইস্রায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া অাইমুক, দেখিয়া আমরা বিশ্বাস করিব। আর যাহার। তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল, তাহারাও তাহাকে তিরস্কার করিল। ৩৩ পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পৰ্য্যন্ত ৩৪ সমুদয় দেশ অন্ধকারময় হইয়। রহিল। আর নর ঘটিকার সময়ে যীশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, এলোই, এলোই, লাম শবক্তানী ; অনুবাদ করিলে ইহার অর্থ এই, "ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি ৩৫ কেন আমায় পরিত্যাগ করিয়াছ ? ' + তাহাতে যাহার নিকটে দাড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া বলিল, দেখ, ও এলিয়কে ডাকি৩৬ তেছে। আর, এক জন দৌড়িয়া একখানি স্পঞ্জে * ( অনেক প্রাচীন অনুলিপিতে এখানে এই কথা পাওয়া যায়, ) তখন এই শাস্ত্রীয় বাণী পুর্ণ হইল, তিনি অৰক্ষ্মীদেৱ সহিত গণিত হইলেন । + গীত ২২ ঃ ১ ।
ネ》 52