পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লুকলিখিত সুসমাচার। আভাষ । যোহন বাপ্তাইজকের জন্মবিষয়ে আগম-সংবাদ । প্রথম অবধি র্যাহার। স্বচক্ষে দেখিয়াছেন, এবং Ş বাকোর সেবা করিয়া আসয়াছেন, তাহারা ২ আমাদিগকে যেমন সমর্পণ করিয়াছেন, তদনুসারে অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়াবলির বিবরণ লিপিবদ্ধ করিতে হস্তক্ষেপ করিয়াছেন, ৩ সেই জন্ত আমিও প্রথম হইতে সকল বিষয় সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া, হে মহামহিম থিয়ফিল, আপনাকে আনুপুৰ্ব্বিক বিবরণ লেখা বিহিত বুঝি৪ লাম ; যেন, আপনি যে সকল বিষয় শিক্ষা পাইয়াছেন, সেই সকল বিষয়ের নিশ্চয়ত জ্ঞাত হইতে পারেন। ৫ যিহ্ৰদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সখfরয় নামে এক জন যাজক ছিলেন ; তাহার ৬ গ্ৰী হারোণ-বংশীয়, তাহার নাম ইলীশাবেৎ। তাহারা দুই জন ঈশ্বরের সাক্ষাতে ধাৰ্ম্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞ ও বিধি অনুসারে নিদোষৰূপে চলিতেন । ৭ তাহদের সন্তান ছিল না, কেননা হলীশাবেৎ বন্ধ্যা ছিলেন, এবং দুই জনেরই অধিক বয়স হইয়াছিল। ৮ একদা যখন সখরিয় নিজ পালার অনুক্রমে ঈশ্বরের ৯ সাক্ষাতে যাজকীয় কাৰ্য্য করিতেছিলেন, তখন যাজকীয় কার্য্যের প্রথানুসারে গুলিবাট ক্রমে তাহাকে প্রভুর * মন্দিরে প্রবেশ করিয়া ধুপ জ্বালাইতে হইল। সেই ধূপদাহের সময়ে সমস্ত লোক বাহিরে থাকিয় প্রার্থনা ১১ করিতেছিল। তখন প্রভুর এক দুত ধূপবেদির দক্ষিণ ১২ পার্শ্বে দাড়াইয় তাহাকে দশন দিলেন । দেখিয়া সখরিয় ত্ৰাসযুক্ত হইলেন, ভয় তাহাকে আক্রমণ ১৩ করিল। কিন্তু দূত তাহাকে বলিলেন, সখরিয়, ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ হইয়াছে, তোমার স্ত্রী ইলীশাবেৎ তোমার জন্য পুত্র প্রসব ১৪ করিবেন, ও তুমি তাহার নাম যোহন রাখিবে । আর তোমার আনন্দ ও উল্লাস হইবে, এবং তাহার জন্মে ১৫ অনেকে আনন্দিত হইবে। কারণ সে প্রভুর সম্মুখে মহানৃ হইবে, এবং দ্রাক্ষারস কি স্বরা কিছুই পান । মুসজ্জিত এক প্রজামণ্ডলী প্রস্তুত করিতে পারে। ১৮ তখন সখরিয় দূতকে কহিলেন, কিসে ইহা জানিব ? কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীরও অধিক বয়স ১৯ হইয়াছে। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি গাব্রিয়েল, ঈশ্বরের সম্মুখে দাড়াইয়া থাকি, তোমার সহিত কথা কহিবার ও তোমাকে এই সকল বিষয়ের ২০ মুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। আর দেখ, এই সকল যে দিন ঘটিবে, সেই দিন পর্য্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কহিতে পারিবে না ; যেহেতুক আমার এই যে সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে ২১ তুমি বিশ্বাস করিলে না। আর লোক সকল সখরিয়ের অপেক্ষা করিতেছিল, এবং মন্দিরের মধ্যে তাহার বিলম্ব ২২ হওয়াতে তাহার। আশ্চৰ্য্য জ্ঞান করিতে লাগিল। পরে তিনি বাহিরে আসিয়া তাহাদের কাছে কথা কহিতে পারিলেন না ; তখন তাহারা বুঝিল যে, মন্দিরের মধ্যে তিনি কোন দশন পাইয়াছেন ; আর তিনি তাহাদের নিকটে নানা সঙ্কেত করিতে থাকিলেন, ২৩ এবং বোবা হইয়৷ রহিলেন । পরে তাহার উপাসনার সময় পূর্ণ হইলে তিনি নিজ গৃহে চলিয়া গেলেন। এই সময়ের পরে তাহার স্ত্রী ইলীশাবেৎ গৰ্ত্তবতী হইলেন ; আর তিনি পাচ মাস আপনাকে সংগোপনে ২৫ রাখিলেন, বলিলেন, লোকদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত এই সময়ে দৃষ্টিপাত করিয়া প্ৰভু আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছেন। যীশু খ্ৰীষ্ট্রের জন্ম-বিষয়ে আগম-সংবাদ । পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালীল দেশের নাসরৎ নামক নগরে একটা কুমারীর ২৭ নিকটে প্রেরিত হইলেন, তিনি দায়ুদ-কুলের যোষেফ নামক পুরুষের প্রতি বাগদত্ত হইয়াছিলেন ; সেই ২৮ কুমারীর নাম মরিয়ম। দুত গৃহমধ্যে র্তাহার কাছে আসিয়া কহিলেন, অয়ি মহানুথুহীতে, মঙ্গল হউক ; প্ৰভু তোমার সহবত্তী । - কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন, অীর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ ૨.8 ミや ミ。 করিবে না ; আর সে মাতার গৰ্ত্ত হইতেই পবিত্র | ৩০ কেমন মঙ্গলবাদ r দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ১৬ আত্মায় পরিপূর্ণ হইবে ; এবং ইস্রায়েল-সন্তানদের মধ্যে অনেককে তাহাদের ঈশ্বর প্রভুর প্রতি ফিরা১৭ ইবে । * সে তাহার সম্মুখে এলিয়ের আত্মায় ও পরাক্রমে গমন করিবে, যেন পিতৃগণের হৃদয় সস্তানদের প্রতি, ও অনাজ্ঞাবহদিগকে ধাৰ্ম্মিকদের ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ ৩১ পাইয়াছ। আর দেখ, তুমি গম্ভবতী হইয়া পুত্র ৩২ প্রসব করিবে, ও তাহার নাম যীশু রাখিবে । তিনি মহানু হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে ; আর প্রভু ঈশ্বর তাহার পিতা দ্বায়ুদের SSDDDD DDD DD DDDD BBS BBB BB SBBDD DDD DD D DD BBBBB

  • গণ ৬ ; ৩ । মাল ৪ ; ৪, ৬ ।
  • ( পাঠগম্ভৱ ) সৰৰভী ; নারীগণের মধ্যে তুমি ৰন্যা ।

54