পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○ এ সেই দিব্য, যাহা তিনি আমাদের পিতৃপুরুষ অব্রাহীমের কাছে শপথ করিয়াছিলেন, আমাদিগকে এই বর দিবার জষ্ঠ, যে আমরা শক্র গণের হস্ত হইতে নিস্তার পাইয়া, নিৰ্ভয়ে সাধুতায় ও ধাৰ্ম্মিকতায় তাহার আরাধনা করিতে পারিব, তাহার সাক্ষাতে যাবজ্জীবন করিতে পারিব । আর, হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলিয়৷ আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে, তাহার পথ প্রস্তুত করিবার জন্ত : তাহার প্রজাদের পাপমোচনে তাহাদিগকে পরি ত্ৰাণের জ্ঞান দিবার জন্ত । ইহ আমাদের ঈম্বরের সেই কৃপাযুক্ত স্নেহহেতু হহবে, যদ্বারা উদ্ধ হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে, যাহারা অন্ধকারে ও মৃতু্যচ্ছায়ায় বসিয়া আছে, তাহীদের উপরে দীপ্তি দিবার জষ্ঠ, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্ত । পরে বালকট বাড়িয় উঠতে এবং আত্মায় বলবান হইতে লাগিল ; আর সে যত দিন ইস্রায়েলের নিকটে প্রকাশিত না হইল, তত দিন প্রান্তরে ছিল ।

气8

  • Q

"bア Գշs by o যীশু খ্রীষ্ট্রের জন্ম ও বাল্যকাল । R সেই সময়ে আগস্ত কৈসরের এই আদেশ বাহির হইল যে, সমুদয় পৃথিবীর লোক নাম ২ লিখিয়া দিবে। হরিয়ার শাসনকৰ্ত্ত কুরাণিয়ের সময়ে ৩ এই প্রথম নাম লেখান হয় । সকলে নাম লিখিয়া দিলার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। ৪ আর যোষেফও গালীলের নসরৎ নগর হইতে যিছুদিয়ায় বৈৎলেহম নামক দায়ুদের নগরে গেলেন, কারণ তিনি দায়ুদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন ; ৫ তিনি আপনার বাগদত্ত স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্ত গেলেন ; তখন ইনি গৰ্ত্তবতী ৬ ছিলেন । তাহারা সেই স্থানে আছেন, এমন সময় ৭ মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহদের জন্ত স্থান ছিল না। ৮ ঐ অঞ্চলে মেষপালকের মাঠে অবস্থিতি করিতেছিল, এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি ৯ দিতেছিল। আর প্রভুর এক দূত তাহীদের নিকটে আসিয়া দাড়াইলেন, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল ; তাহাতে তাহার। ১• অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে লুক । [ . ; ৭৩– ২ : ২৬ মহানন্দের মুসমাচার জানাইতেছি ; সেই আনন্দ ১১ সমুদয় লোকেরই হইবে ; কারণ অদ্য দায়ুদের নগরে তোমাদের জন্ত ত্ৰাণকৰ্ত্ত জন্সিয়াছেন ; তিনি খ্ৰীষ্ট ১২ প্ৰভু । * আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটা শিশু কাপড়ে জড়ান ও ১৩ যাবপাত্রে শয়ান রহিয়াছে। পরে হঠাৎ স্বগীয় বাহিনীর এক বৃহৎ দল ঐ দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, উদ্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে [ তাহার ] প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি । * দূতগণ তাহদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকের পরস্পর কহিল, চল, আমরা এক বার বৈৎলেহম পৰ্য্যন্ত যাই, এবং এই যে ব্যাপার ঘটিয়াছে, তাহ গিয়া দেখি, যাহা প্রভু আমাদিগকে ১৬ জানাইলেন। পরে তাহার। শীঘ্ৰ গমন করিয়া মরিয়ম ও যোষেফ এবং সেই যাবপাত্রে শয়ান শিশুটীকে ১৭ দেখিতে পাইল । দেখিয়া বালকটর বিষয়ে যে কথা ১৮ তাহাদিগকে বলা হইয়াছিল, তাহ জানাইল। তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ঐ সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য্য জ্ঞান করিল। ১৯ কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন ২০ করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন । অার মেষপালকদিগকে যেরূপ বলা হইয়াছিল, তাহারা তদ্রুপ সকলই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল । আর যখন বালকটর ত্বক্ছেদনের জন্ত আট দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যীশু রাখা গেল ; এই নাম তাহার গর্ভস্থ হইবার পূৰ্ব্বে দূতের দ্বারা রাখা হইয়াছিল। - শিশু যীশুর বিষয় শিমিয়োন ও হান্নার কথা । পরে যখন মোশির ব্যবস্থানুসারে তাহীদের শুচি হইবার কাল সম্পূর্ণ হইল, তখন তাহারা তাহাকে যিরশালেমে লইয়া গেলেন, যেন তাহাকে প্রভুর ২৩ নিকটে উপস্থিত করেন, যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, “গৰ্ত্ত উন্মোচক প্রত্যেক পুরুষ সন্তান প্রভুর ২৪ উদ্দেশে পবিত্র বলিয়া আখ্যাত হইবে।” আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, ২৫ ‘এক যোড়া ঘুঘু কিম্বা দুই কপোতশাবক আর দেখ, শিমিয়োন নামে এক ব্যক্তি যিরশালেমে ছিলেন, তিনি ধাৰ্ম্মিক ও ভক্ত, ইস্রায়েলের সাস্তুনার অপেক্ষাতে থাকিতেন, এবং পবিত্র আত্মা তাহার ২৬ উপরে ছিলেন। আর পবিত্র আত্মা দ্বারা তাহার কাছে > 8 3 & ー > ー、R

  • ( বা ) অভিষিক্ত প্ৰভু । + ( বা ) পৃথিবীতে শান্তি, মনুষ্যদের মধ্যে প্রীতি । # যাত্রা ১৩ ; ২ । লেবীয় ১২ ; ৬-৮ ।

56