8 পোড়াইয়া দিবে ; কেহ তাহ ভোজন করিবে না, ৩৫ কারণ তাহ পবিত্র বস্তু। আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের প্রতি ও তাহার পুত্ৰগণের প্রতি করিবে ; সাত দিন তাহদের ৩৬ হস্তপূরণ করবে। আর তুমি প্রায়শ্চিত্তের কারণ প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটী পুংগোবৎস উৎসর্গ করিবে, এবং প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে মুক্তপাপ করিবে, আর তাহ পবিত্র করণার্থে অভিষেক ৩৭ করিবে। তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহ পবিত্র করিবে ; তাহাতে বেদি অতি পবিত্র হইবে ; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই । দৈনিক উপহার। ৩৮ সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে ; ৩৯ নিয়ত প্রতিদিন একবর্ষীয় দুইটী মেষশাবক : একটা মেষশাবক প্রাতঃকালে উৎসর্গ করিবে, ও অন্তটী ৪০ সন্ধ্যাকালে উৎসর্গ কfরবে। আর প্রথম মেষশাবকের সহিত উথলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত [ঐফ] পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে। ৪১ পরে দ্বিতীয় মেষশাবকট সন্ধ্যাকালে উৎসর্গ করিবে, এবং প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের সহিত তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত ৪২ উপহার বলিয়৷ উৎসর্গ করিবে । ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত [কৰ্ত্তব্য) হোম ; সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে, যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, ৪৩ সেই স্থানে [ইহ। কৰ্ত্তব্য]। সেখানে আমি ইস্রায়েলসন্তানগণের কাছে দেখা দিব, এবং আমার প্রতাপে ৪৪ তাম্বু পবিত্রীকৃত হইবে। আর আমি সমাগম-তাঞ্জু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজনকৰ্ম্ম করণার্থে ৪৫ হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব। আর আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে বাস করিব, ও ৪৬ তাহদের ঈশ্বর হইব। তাঁহাতে তাহারা জানিবে যে, আমি সদাপ্রভু, তাহদের ঈশ্বর, আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিসর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি; আমিই সদাপ্রভু, তাহদের ঈশ্বর। তাম্বু সম্বন্ধীয় পাত্রাদির বিষয়। ধুপৰেদি | ඌය ) তুমি ধূপদাহ করিবার জন্য এক বেদি নিৰ্ম্মাণ করিবে , শিটীম কাষ্ঠ দিয় তাহ নিৰ্ম্মাণ করিবে। তাহ এক হস্ত দীর্ঘ ও এক হস্ত প্রস্থ চতুস্কোণ হইবে, এবং দুই হস্ত উচ্চ হইবে, তাহার শৃঙ্গ ৩ সকল তাহার সহিত অখণ্ড হইবে। আর তুমি সেই বেদি, তাহার পৃষ্ঠ ও চারি পাশ্ব ও শৃঙ্গ নিৰ্ম্মল স্বর্ণে মুড়িবে, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল যাত্রাপুস্তক । [ R> ; ○cー○o ; Rot ৪ গড়িয়া দিবে। আর তাহার নিকালের নীচে দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিবে, দুই পার্থে গড়িয়া দিবে ; তাহা বেদি বহনাৰ্থ বহন৫ দণ্ডের ঘর হইবে। আর ঐ বহন-দও শিটীম কাষ্ঠ দ্বারা ৬ প্রস্তুত করিয়া স্বর্ণ দিয়া মুড়িবে। আর সাক্ষ্য-সিন্দুকের নিকটস্থ তিরস্করিণীর অগ্রদিকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহ রাখিবে, সেই ৭ স্থানে আমি তোমার কাছে দেখা দিব। আর হারোণ তাহার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইবে ; প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করিবার সময়ে সে ঐ ধুপ জ্বালাইবে। ৮ আীর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময়ে হারোণ ধূপ জ্বালাইবে, তাহাতে তোমাদের পুরুষানুক্রমে ৯ সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদাহ হইবে । তোমরা তাহার উপরে ইতর ধুপ কিম্বা হোমবলি কিম্বা ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করিও না, ও তাহার উপরে পেয় ১০ নৈবেদ্য ঢালিও না । আর বৎসরের মধ্যে এক বার হারোণ তাহার শৃঙ্গের জন্য প্রায়শ্চিত্ত করিবে ; তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে এক বার প্রায়শ্চিত্তার্থক পাপবলির রক্ত দিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে; এই বেদি সদাপ্রভুর উদ্দেশে অতি পবিত্র। প্রাণের প্রায়শ্চিত্ত । ১১ পরে সদাপ্রভু মোশিকে এই কথা কহিলেন, ১২ তুমি যখন ইস্রায়েল সন্তানদের সংখ্যা গ্রহণ কর, তখন যাহাদিগকে গণনা করা যায়, তাহারা প্রত্যেকে গণনাকালে সদাপ্রভুর কাছে আপন আপন প্রাণের জন্ত প্রায়শ্চিত্ত করিবে, যেন তাহীদের মধ্যে গণনাকালে ১৩ আঘাত না হয়। তাহীদের দেয় এই : যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকল অনুসারে অৰ্দ্ধশেকল দিবে ; বিংশতি গেরাতে এক শেকল হয় ; সেই অৰ্দ্ধশেকল সদাপ্রভুর উদ্দেশে ১৪ উপহার হইবে । বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তাহার অধিক বয়স্ক যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, ১৫ সে সদাপ্রভুকে ঐ উপহার দিবে। তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুকে সেই উপহার দিবার সময়ে ধনবান অৰ্দ্ধ শেকলের অধিক দিবে না, ১৬ এবং দরিদ্র তাহার কম দিবে না। আর তুমি ইস্রায়েল-সন্তানগণ হইতে সেই প্রায়শ্চিত্তের রৌপ্য লইয়া সমাগম-তাম্বুর কার্য্যের জন্ত দিবে ; তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের নিমিত্তে তাহ ইস্রায়েল-সন্তানদের স্মরণার্থে সদাপ্রভুর সম্মুখে থাকিবে । প্রক্ষালন-পাত্ৰ । ১৭,১৮ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রক্ষালন কার্য্যের জন্ত পিত্তলময় এক প্রক্ষালন-পাত্র ও তাহার পিত্তলময় খুর প্রস্তুত করিবে ; এবং সমাগম-তমুর ও বেদির মধ্যস্থানে রাখিবে, ও তাহার মধ্যে জল দিবে। ১৯ হারোণ ও তাঁহার পুত্ৰগণ তাহাতে আপন আপন হস্ত ২• ও পদ ধৌত করিবে । তাহারা যেন না মরে, 74
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।