পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo o চমৎকৃত হইল, এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা ? ইনি ক্ষমতায় ও পরাক্রমে অশুচি আত্মাদিগকে আজ্ঞা করেন, আর তাহারা বাহির ৩৭ হইয়া যায়। পরে চারিদিকের অঞ্চলের সর্ববত্র তাহার কীৰ্ত্তি ব্যাপিল । পরে - তিনি সমাজ-গৃহ হইতে উঠয় শিমোনের বাটতে প্রবেশ করিলেন ; তখন শিমোনের শাশুড়ী ভারী জ্বরে পীড়িত ছিলেন, তাই তাহার। তাহার ৩৯ নিমিত্তে র্তাহাকে বিনতি করিলেন । তখন তিনি র্তাহার নিকটে দাড়াইয়া জ্বরকে ধমক্‌ দিলেন, তাহাতে তাহার জর ছাড়িয়া গেল ; আর তিনি তখনই উঠিয়৷ র্তাহীদের পরিচর্য্যা করিতে লাগিলেন । পরে স্বৰ্য্য অস্ত যাইবার সময়, নানা রোগে রোগী যাহাদের ছিল, তাহারা সকলে তাহাদিগকে তাহার নিকটে আনিল ; আর তিনি প্রত্যেক জনের উপরে ৪১ হস্তীৰ্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর অনেক লোক হইতে ভুতও বাহির হইল, তাহার চীৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র ; কিন্তু তিনি তাহাদিগকে ধমক্‌ দিয়া কথা কহিতে দিলেন না, কারণ তাহারা জানিত যে, তিনিই সেই খ্ৰীষ্ট । পরে প্রভাত হইলে তিনি বাহির হইয়া কোন নির্জন স্থানে গমন করিলেন ; আর লোকেরা তাহার অন্বেষণ করিল, এবং তাহার নিকটে আসিয়া তাহাকে নিবারণ করিতে চাহিল, যেন তিনি তাহদের নিকট ৪৩ হইতে চলিয়া না যান । কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, অন্ত অম্বা নগরেও আমাকে ঈশ্বরের রাজ্যের মুসমাচার প্রচার করিতে হইবে ; কেনন। সেই জন্তই ৪৪ আমি প্রেরিত হইয়াছি। পরে তিনি যিহদিয়ার * নানা সমাজ-গৃহে প্রচার করিতে লাগিলেন। জালে বিম্ভর মাছ উঠে। ে এক যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেষরৎ হ্রদের কুলে দাড়াইয়া২ ছিলেন, আর তিনি দেখিলেন, হ্রদের ধারে দুইখান নৌকা রহিয়াছে, কিন্তু ধীবরের নৌকা হইতে নামিয়া ৩ গিয়া জাল ধুইতেছিল। তাহাতে তিনি ঐ দুইয়ের মধ্যে একখানিতে, শিমোনের নৌকাতে, উঠিয়া স্থল হইতে একটু দুরে যাইতে তাহাকে বিনতি করিলেন ; আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ ৪ দিতে লাগিলেন । পরে কথা শেষ করিয়া তিনি শিমোনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয় চল, আর তোমরা মাছ ধরিবার জন্ত তোমাদের জাল ৫ ফেল। শিমোন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, ৬ কিন্তু আপনকার কথায় আমি জাল ফেলিব। র্তাহারা Joby 8 o 8ー。 او -ss و د کrt او د - a دو با هfةاد * ( বা ) গালীলের ৷ ২ ৷ মথি ৪ ; ১৮-২২ । লুক। [ 8 ; ৩৭–৫ ; ১৯ । সেইরূপ করিলে মাছের বড় বাক ধরা পড়িল, ও তাহাদের জাল ছিড়িতে লাগিল ; তাহাতে তাহীদের যে অংশীদারের অন্ত নৌকায় ছিলেন, তাহাদিগকে তাহারা সঙ্কেত করিলেন, যেন তাহারা আসিয়া ৭ তাহদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে, নৌকা দুখানি ডুবিতে ৮ লাগিল। তাহ দেখিয়া শিমোন পিতর যীশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে ৯ প্রস্থান করুন, কেননা, হে প্রভু, আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি, ও যাহারা তাহার সঙ্গে ছিলেন, সকলে চমৎকৃত হইয়া১০ ছিলেন ; আর সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন, যাহারা শিমোনের অংশীদার ছিলেন, তাহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন । তখন যীশু শিমোনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে ১১ মানুষ ধরিবে। পরে তাহার নৌকা কুলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাদগামী হইলেন। যীশু এক জন কুণ্ঠী ও এক জন পক্ষাঘাতীকে সুস্থ করেন । একদ। ১ তিনি কোন নগরে আছেন, এমন সময়ে, দেখ, এক জন সৰ্ব্বাঙ্গকুষ্ঠ ; সে যীশুকে দেখিয়া উবুড় হইয় পড়িয়া বিনতিপূর্বক বলিল, প্রভু, যদি আপনকার ইচ্ছা হয়, তবে আমাকে শুচি করিতে ১৩ পারেন। তখন তিনি হাত বাড়াইয় তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছ, তুমি শুচীকৃত ১৪ হও ; আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল। পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কহাকেও বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জষ্ঠ্য তোমার শুচীকরণ সম্বন্ধে মোশির আজ্ঞা১৫ নুসারে নৈবেদ্য উৎসর্গ কর। কিন্তু তাহার বিষয়ে জনরব আরও অধিক ব্যাপিতে লাগিল ; আর কথা শুনিবার জন্ত এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্ত বিস্তর লোক সমাগত হইতে লাগিল । ১৬ কিন্তু তিনি কোন না কোন নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন । ১৭ আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন, এবং ফরাশীরা ও ব্যবস্থার গুরুর নিকটে বসিয়াছিল : তাহারা গালীল ও যিহদিয়ার সমস্ত গ্রাম এবং যিক্সশালেম হইতে আসিয়াছিল ; আর প্রভুর শক্তি উপস্থিত ১৮ ছিল, যেন তিনি হস্থ করেন। আর ২ দেখ, কএকটী লোক এক জনকে খাটে করিয়া আনিল, সে পক্ষণঘাতী ; তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার ১৯ সম্মুখে রাখিতে চেষ্টা করিল। কিন্তু ভিড় প্রযুক্ত 〉ネ ১ । মথি ৮ ; ২-৪ ৷ মার্ক ১ ; 8 o – 8 & I ২ । মথি ৯ ; ২-১৭ ৷ মাক ২ ; ৩-২২ ৷ 60