○o ; ミ>ー○> ; >b I ] এই জষ্ঠ সমাগম-তাম্বুতে প্রবেশ কালে জলে আপনাদিগকে ধৌত করিবে ; কিম্বা পরিচর্য্য করণার্থে, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদির ২১ নিকটে আগমন কালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে, তাহারা যেন না মরে, এই জন্ত করিবে ; ইহা তাহাদের পক্ষে চিরস্থায়ী বিধি, পুরুষানুক্রমে হারোণ ও তাহার বংশের নিমিত্ত । পবিত্র তৈল ও ধূপ ৷ ২২২৩ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে পাচ শত শেকল নিৰ্ম্মল গন্ধরস, তাহার অৰ্দ্ধ অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারু২৪ চিনি, আড়াই শত শেকল হগন্ধি বচ, পাঁচ শত শেকল স্বক্ষ দারুচিনি ও এক হিন জিততৈল লইবে । ২৫ এই সকলের দ্বারা তুমি অভিষেকাৰ্থ পবিত্র তৈল, গন্ধবণিকের প্রক্রিয় মতে কৃত তৈল প্রস্তুত করবে, তাহ ২৬ অভিষেকীর্থ পবিত্র তৈল হইবে । আর তদ্বারা তুমি ২৭ সমাগম-তাম্বু, সাক্ষ্য-সিন্দুক,মেজ ওতাহার সকল পাত্র, ২৮ দ্বীপবৃক্ষ ও তাহার সকল পাত্র, ধূপবেদি, হোমবেদি ও তাহার সকল পাত্র, এবং প্রক্ষালনপাত্র ও তাহার ২৯ খুর অভিষেক করিবে। আর এই সকল বস্তু পবিত্র করিবে, তাহাতে তাহ অতি পবিত্র হইবে ; যে কেহ ৩০ তাহ স্পশ করে, তাহার পবিত্র হওয়া চাই। আর তুমি হারোণকে ও তাহার পুত্ৰগণকে আমার যাজন৩১ কৰ্ম্ম করণার্থে অভিষেক করিয়া পবিত্র করিবে। আর ইস্রায়েল-সন্তানগণকে বলিবে, তোমাদের পুরুষানুক্রমে আমার নিমিত্তে তাহ পবিত্র অভিষেকাৰ্থ তৈল হইবে । ৩২ মনুষ্যর গাত্রে তাহ ঢাল। যাইবে না ; এবং তোমরা তাহার দ্রব্যের পরিমাণানুসারে তৎসদৃশ আর কোন তৈল প্রস্তুত করিবে না : তাহ পবিত্র, তোমাদের ৩৩ পক্ষে পবিত্র হইবে । যে কেহ তাহীর মত তৈল প্রস্তুত করে, ও যে কেহ পরের গাত্রে তাহার কিঞ্চিৎ দেয়, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে । আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে,— গুগগুলু, নর্থী, কুন্দুরু ; এই সকল সুগন্ধি দ্রব্যের ও নিৰ্ম্মল লবানের প্রত্যেকটী ৩৫ সমভাগ করিয়া লইবে । আর উহা দ্বারা গন্ধবণিকের প্রক্রিয় মতে কৃত ও লবণমিশ্রিত এক নিৰ্ম্মল পবিত্র ৩৬ সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে। তাহার কিঞ্চিৎ চুর্ণ করিয়া, যে সমাগম-তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে তাহ রাখিবে ; তাহ তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে । ৩৭ এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্ত তাহ করিও না, তাহ তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশে ৩৮ পবিত্র হইবে । যে কেহ আম্ৰাণ জন্য তাহার সদৃশ ধূপ প্রস্তুত করিবে, সে অপেন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। wog 75 যাত্রাপুস্তক । (g দুই জন প্রধান শিল্পকার । আর সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, আমি ○S যিহুদী-বংশীয় হরের পৌত্র উরির পুত্র বৎস৩ লেলের নাম ধরিয়া ডাকিলাম। আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার ৪ শিল্প-কৌশলে—পরিপূর্ণ করিলাম ; যাহাতে সে কৌশলের কার্য্য কল্পনা করিতে পারে, স্বর্ণ, রৌপ্য ও পিত্তলের ৫ কাৰ্য্য করিতে পারে, খচনার্থক মণি কাটিতে, কান্ত খুদিতে ও সৰ্ব্বপ্রকার শিল্পকাৰ্য্য করিতে পারে। ৬ আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্ৰ অহলীয়াবকে তাহার সহকারী করিয়া দিলাম, এবং সকল বিজ্ঞমন লোকের হৃদয়ে বিজ্ঞতা দিলাম ; অতএব আমি তোমাকে যাহা যাহ আজ্ঞা করিয়াছি, সে ৭ সমস্ত তাহার। নিৰ্ম্মাণ করিবে ; সমাগম-তাম্বু, সাক্ষ্যসিন্দুক, তাহার উপরিস্থ পাপাবরণ, এবং তাম্বুর সমস্ত ৮ পাত্র ; আর মেজ ও তাহার পাত্র সকল, নিৰ্ম্মল ৯ দীপবৃক্ষ ও তাহার পাত্র সকল, এবং ধূপবেদি ; আর হোমবেদি ও তাহার পাত্র সকল, এবং প্রক্ষালনপাত্র ১০ ও তাহার খুর ; এবং স্বক্ষশিল্পিত বস্ত্র, যাজনকৰ্ম্ম করণার্থে হারোণ যাজকের পবিত্র বস্ত্র, ও তাহার ১১ পুত্রদের বস্ত্র ; এবং অভিষেকাৰ্থ তৈল, ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ ; আমি তোমাকে যেমন আজ্ঞা করিয়াছি, তদনুসারে তাহার। সমস্তই করিবে । - বিত্র মদিন । ১২ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল১৩ সন্তানগণকে আরও এই কথা বল, তোমরা অবশ্য আমার বিশ্রামদিন পালন করিবে ; কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে ইহা এক চিহ্ন রহিল, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী সদাপ্রভু। অতএব তোমরা বিশ্রামদিন পালন করিবে, কেননা তোমাদের নিমিত্তে সেই দিন পবিত্র; যে কেহ সেই দিন অপবিত্র করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে ; কারণ যে কেহ ঐ দিনে কাৰ্য্য করিবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে । ছয় দিন কাৰ্য্য করা হইবে, কিন্তু সপ্তম দিন সদাপ্রভুর উদেশে বিশ্রামার্থক পবিত্র বিশ্রামদিন, সেই বিশ্রামদিনে যে কেহ কাৰ্য্য করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে । ইস্রায়েল-সন্তানগণ চিরস্থায়ী নিয়ম বলিয়। পুরুষানুক্রমে বিশ্রামদিন মান্ত করিবার জন্ত বিশ্রামদিন পালন করিবে । আমার ও ইস্রায়েলসন্তানগণের মধ্যে ইহা চিরস্থায়ী চিহ্ন ; কেননা সদাপ্রভু ছয় দিনে আকাশমণ্ডল ও পৃথিবী নিৰ্ম্মাণ করিয়াছিলেন, আর সপ্তম দিনে বিশ্রাম করিয়া আপ্যায়িত হইয়াছিলেন । পরে তিনি সীনয় পৰ্ব্বতে মোশির সহিত কথা সাঙ্গ করিয়া সক্ষ্যের দুই ফলক, ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত দুই প্রস্তরফলক, তাহাকে দিলেন। > & > も › ግ >bア
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।