やbア ভারাক্রান্ত ছিলেন, কিন্তু জাগিয়া উঠিয়৷ * তাহার প্রতাপ এবং ঐ দুই ব্যক্তিকে দেখিলেন, যাহার। তাহার ৩৩ সহিত দাড়াইয়া ছিলেন। পরে তাহারা তাহার নিকট হইতে প্রস্থান করিতেছেন, এমন সময়ে পিতর যীশুকে কহিলেন. নাথ, এখানে আমাদের থাকা ভাল ; আমরা তিনটা কুটার নিৰ্ম্মাণ করি ; একটা আপনকার জছ, একটা মোশির জন্য, আর একটী এলিয়ের জষ্ঠ ; কিন্তু তিনি কি বলিলেন, তাহ বুঝিলেন না । ৩৪ তিনি এই কথা বলিতেছেন, এমন সময়ে একখানি মেঘ আসিয়া তাহাদিগকে ছায়া করিল , তাহাতে তাহারা সেই মেঘে প্রবেশ করিলে ইহঁারা ভীত ৩৫ হইলেন । আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনিই আমার পুত্র, আমার মনোনীত +, ইহার কথা ৩৬ শুন । এই বাণী হইবামাত্র এক যীশুকে দেখা গেল । আর তাহারা নীরব রহিলেন, যাহা যাহা দেখিয়াছিলেন, তাহার কিছুই সেই সময়ে কাহাকেও জ্ঞাত করিলেন না । যীশু একটী বালককে সুস্থ করেন ও শিক্ষা দেন । ৩৭ পরদিন তাহারা সেই পৰ্ব্বত হইতে নামিয়া আসিলে ৩৮ বিস্তর লোক তাহার সহিত সাক্ষাৎ করিল আর দেখ, ভিড়ের মধ্য হইতে এক বাক্তি উচ্চৈঃস্বরে কহিল, গুরো, বিনয় করি, আমার পুত্রের প্রতি দৃষ্টিপাত করুন, কেননা এটা আমার একমাত্র সন্তান । ৩৯ আর দেখুন, একটা আত্মা ইহাকে আক্রমণ করে, আর এ হঠাৎ চেচাইয় উঠে ; এবং সেটা ইহাকে মুচড়াইয়া ধরে, তাহতে এ ফেনা বাহির করে, আর সে ইহাকে ক্ষত বিক্ষত করিয়া কষ্টে ছাড়িয়া যায়। ৪০ আর আমি আপনকার শিষাদিগকে নিবেদন করিয়াছিলাম যেন তাহারা সেটা ছাড়ান, কিন্তু তাহার। ৪১ পারলেন না। তখন যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কত কাল আমি তোমাদের নিকটে থাকিব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা ৪২ করিব ? তোমার পুত্ৰকে এখানে আন । সে আসিতেছে, এমন সময়ে ঐ ভুত তাহাকে ফেলিয়া দিল, ও ভয়ানক মুচড়াইয়া ধরিল। কিন্তু যীশু সেই অশুচি আত্মাকে ধমক্ দিলেন, বালকটাকে স্বস্থ করলেন, ও তাহার পিতার কাছে তাহাকে সমর্পণ ৪৩ করিলেন। তখন সকলে ঈশ্বরের মহিমায় চমৎকুত হইল । আর ১ তিনি যে সমস্ত কার্যা করিতেছিলেন, তাহা ত সকল লোক আশ্চর্য্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন তোমরা এই সকল বাকা কর্ণে স্থান দান কর ; কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্য৪৫ দের হস্ত সমপিত হইবেন কিন্তু তাহার। এ কথা S BB S BBBBS BBBBBS S BBS BBBBB BBB S ১ । মথি ১৭ - ২২, ২৩ । ১৮ - ১-৫ মার্ক ৯ ৩০-৪০ ৷ 38 লুক । [ ఎ ; రిలి-అరి ! বুঝিলেন না, এবং ইহা তাহদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাহারা বুঝিয়া উঠিতে না পারেন, এবং তাহার নিকটে এ কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাহাদের ভয় হইল । ৪৬ আর র্তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই তর্ক তাহদের ৪৭ মধ্যে উপস্থিত হইল । তখন যীশু তাহীদের হৃদয়ের তর্ক জানিয়া একটা শিশুকে লইয়া আপনার পার্শ্বে ৪৮ দাড় করাইলেন, এবং তাহাদিগকে কহিলেন যে কেহ আমার নামে এই শিশুটকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে ; এবং যে কেহ আমাকে গ্রহণ করে, সে তাহাকেই গ্রহণ করে, যিনি আমাকে প্রেরণ করিয়াছেন , কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র, সেই মহান। পরে যোহন কহিলেন নাথ, আমরা এক ব্যক্তিকে আপনকার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমা৫০ দের সহানুগামী নয়। কিন্তু যীশু তাহাকে বলিলেন, বারণ করিও না, কেননা যে তোমাদের বিপক্ষ নয়, সে তোমাদের সপক্ষ । যীশু শেষবার ফিরূশালেম যাত্রা করেন । আর যখন তাহার উদ্ধে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে ফিরাশালেমে যাইতে উন্মুখ হইলেন, এবং আপনার অগ্ৰে ৫২ দূতগণ প্রেরণ করিলেন । আর তাহারা গিয়া শমরীয়দের কোন গ্রামে প্রবেশ করিলেন, যাহাতে র্তাহার জন্ত ৫৩ আয়োজন করিতে পারেন । কিন্তু লোকের তাহাকে গ্রহণ করিল না, কেনন। তিনি যিরশালেমে যাইতে ৫৪ উন্মুখ ছিলেন। তাহা দখিয়া তাহার শিষ্য যাকোব ও যোহন বলিলেন, প্রভো, আপনি কি ইচ্ছা করেন যে, এলিয় যেমন করিয়াছিলেন, তেমনি আমরা বলি, আকাশ হইতে অগ্নি নামিয়া আসিয়৷ ইহাদিগকে ৫৫ ভস্ম করিয়া ফেলুক ? কিন্তু তিনি মুখ ফিরাইয়া তাহাদিগকে ধমক দিলেন, আর কহিলেন, তোমরা ৫৬ কি প্রকার আত্মার লোক, তাহ জান না। কারণ মনুষ্যপুত্র মনুষ্য দর প্রাণনাশ করিতে আইসেন নাই, কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন । পরে তাহারা অদ্য গ্রামে চলিয়া গেলেন । তাহার। পথ যাইতেছেন, এমন সময়ে এক বাক্তি তাহাকে কহিল, আপনি যে কোন স্থানে যাইবেন, ৫৮ অামি আপনকার পশ্চাৎ পশ্চাৎ যাইব । যীশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ভ আছে, এবং আকাশের পক্ষগণের বাসা আছে, কিন্তু মনুষাপুত্রের ৫৯ মস্তক রাfথবার স্থান নাই। আর এক জনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইস । কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া ৬• আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপ- আপন মৃতদের কবর দিউক । 8 * (t ) & q 68
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।