পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ; ७>-> ० ; २१ 1] ৬১ কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা কর । আর এক জন কহিল, প্রভু, আমি আপনকার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্ৰে নিজ বাটীর লোকদের নিকটে ৬২ বিদায় লইয়া আসিতে অনুমতি করুন । কিন্তু যীশু তাহাকে কহিলেন যে কোন ব্যক্তি লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয় । যীশু সত্তর জনকে পাঠান ও বিবিধ শিক্ষা দেন । S రి তৎপরে প্রভু আরও সত্তর জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদাত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্ৰে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ ২ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যাকারী লোক অল্প ; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ ৩ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পঠাইয় দেন । তোমরা যাও, দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষশাবক, তদ্রুপ ৪ তোমাদিগকে প্রেরণ করিতেছি । তোমরা থলী কি ঝুলী কি পাছক সঙ্গে লইয়। যাইও না, এবং পথের ৫ মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না । আর যে কোন বাটীতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, এই ৬ গৃহে শান্তি বর্ভুক। আর তথায় যদি শান্তির সন্তান থাকে, তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া ৭ আসিবে। আর সঙ্গ বাটীতেই থাকিও, এবং তাহার। যাহা দেয়, তাহাই ভোজন পান করিও ; কেননা কার্যাকারী লোক আপন বেতনের যোগ্য এক বাটী ৮ হইতে অন্ত বাটাতে যাইও না । আর তোমরা যে কোন নগরে প্রবেশ কর, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ করে, তবে যাহ। তোমাদের সম্মুখে রাখা হইবে, ৯ তাহাই ভোজন করিও । আর সেখানকার পীড়িতদিগকে মুস্থ করিও, এবং তাহাদিগকে বলিও, ঈশ্বরের ১০ রাজা তোমাদের সন্নিকট হইল। কিন্তু তোমরা যে কোন নগরে প্রবেশ কর, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়। সেই নগরের পথে ১১ পথে গিয়া এই কথা বলিও, তোমাদের নগরের যে ধূলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দিই ; তথাপি ইহা জানিও যে, ঈশ্বরের রাজা ১২ সন্নিকট হইল। আমি তোমাদিগকে বলিতেছি, সেই দিন সেই নগরের দশা হইতে বরং সদোমের দশ ১৩ সহনীয় হইবে। কোরাসীন, ধিক্ তোমাকে । বৈৎসৈদ, ধিক্ তোমাকে । কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম-কাৰ্য্য করা গিয়াছে, সে সকল যদি সোর ও সীদোনে করা যাইত, তবে অনেক দিন পূৰ্ব্বে তাহারা চট পরিয়া ভৰ্ম্মে বসিয়া মন ফিরাইত । ১ । মথি ১১ ; ২১-২৩ ৷ লুক । や> ১৪ কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সোর ও ১৫ সৗদোনের দশ সহনীয় হইবে। আর হে কফরনাকুম, তুমি না কি স্বৰ্গ পর্য্যন্ত উচ্চাকৃত হইবে । তুমি ১৬ পাতাল পর্যান্ত নামিয়া যাইবে । যে তোমাদিগকে মানে, সে আমাকেই মানে ; এবং যে তোমাদিগকে অগ্রাহ করে সে আমাকেই অগ্রাহ করে ; আর যে আমাকে অগ্রাহ করে, সে তাহাকেই অগ্রাহ করে, যিনি আমাকে প্রেরণ করিয়াছেন । পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়৷ কহিল, প্রভু, আপনকার নামে ভূতগণও আমাদের ১৮ বশীভুত হয় তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিছাতের ছায় স্বগ হহতে পতিত ১৯ দেখিতেছিলাম দেখ আমি তোমা দগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার, এবং শক্রর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমত দিয়াছি। কিছুতেই কান মতে তোমাদের হানি করিবে না ; ২• তথাপি আত্মার যে তোমাদের বশীভুত হয়, ইহাতে আনন্দ কারও না ; কিন্তু তোমাদের নাম যে স্বগে লিখিত আছে, ইহাতেই আনন্দ কর । সেই দণ্ডে তিনি প। এত্র আত্মায় উল্লাসিত হইলেন ও কহিলেন, হে পিতঃ স্বগের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধমানদের ইষ্টতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে এই সকল প্রকাশ করিয়াছ। হা পিতঃ, কেননা ইহা তোমার দৃষ্টিতে ২২ প্রীতিজনক হইল। সকলই আমার পিতাকর্তৃক আমাকে সমপিত হইয়াছে , এবং পুত্ৰ কে, তাহ। কেহ জানে না, কেবল পিতা জানেন ; আর পিতা কে, তাহ কেহ জানে না, কেবল পুত্র জানেন, আর পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে মানস ২৩ করেন, সে জানে পরে তিনি শিষ্যগণের প্রতি ফিরিয়া বিরলে কহিলেন, ধষ্ঠ সেই সকল চক্ষু, যাহারা, তোম । যাহা যাহা দেখিতেছ, তাহ দেখে । ২৪ কেননা আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যাহ। যাহা দেখিতেছ, তাহ অনেক ভাববাদী ও রাজা দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পান নাই ; এবং তোমরা যাহা যাহা শুনিতেছ, তাহ তাহারা শুলিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই। সৰ্ব্বপ্রধান আজ্ঞা কি, এ বিষয়ে শিক্ষা । আর দেখ, এক জন বাবস্থাবেত্ত উঠিয়া র্তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব ? ২৬ তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা ২৭ আছে ? কি পাঠ করিতেছ ? সে উত্তর করিয়া কহিল, “ তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত So

  • >

之@ 69