“) о তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে ।”* ২৮ তিনি তাহকে কহিলেন, যথার্থ উত্তর করিলে ; ২৯ তাহাই কর, তাহাতে জীবন পাইবে । কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যীশুকে বলিল, ৩০ ভাল, আমার প্রতিবাসী কে ? এই কথা লইয়৷ যীশু বলিলেন, এক ব্যক্তি বিরশালেম হইতে যিরীহোতে নামিয়া যাইতেছিল, এমন সময়ে দম্বাদলের হস্তে পড়িল ; তাহারা তাহার বস্ত্র খুলিয়৷ লইল, এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ৩১ ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে এক জন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল ; সে তাহাকে ৩২ দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয় গেল। পরে সেইরূপে এক জন লেবীয়ও সেই স্থানে আসিয়া দেখিয়া এক ৩৩ পার্শ্ব দিয়া চলিয়া গেল । কিন্তু এক জন শমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল ; ৩৪ আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল, এবং নিকটে আসিয়া তৈল ও দ্রীক্ষারস ঢালিয় দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল ; পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয় এক পান্থশালায় লইয়া গিয় তাহার প্রতি ৩৫ যত্ন করিল। পরদিবসে দুইটী সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহ। কিছু ব্যয় হয়, আমি যখন ফিরিয়া আসি, তখন পরিশোধ করিব। ৩৬ তোমার কেমন বোধ হয়, এই তিন জনের মধ্যে কে ঐ দস্তাদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়৷ ৩৭ উঠিল ? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়৷ করিল, সেই । তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ কর। আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোন গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থ নামে একটা স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। ৩৯ মরিয়ম নামে তাহার একটা ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে ৪০ লাগিলেন। কিন্তু মার্থ। অধিক পরিচর্য্য বিষয়ে ব্যতিব্যস্ত ছিলেন ; আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে, আমার ভগিনী পরিচর্য্যার ভার এক আমার উপরে ফেলিয়া রাখিয়ছে ? অতএব উহাকে বলিয়৷ ৪১ দিউন, যেন আমার সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মাৰ্থ, মার্থী, তুমি ৪২ অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছ ; কিন্তু অল্প কএকটা বিষয়, বরং একটা বিষয় মাত্র আবশ্যক ; বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটী মনোনীত করিয়াছে, যাহ। তাহার নিকট হইতে লওয়া যাইবে না। 3br
- দ্বিঃ বিs ৬ ৪ ৫ । লেবীয় ১৯ ; ১৮ ।
Hy s লুক । ( ) తి ; :b:-) ) ; ) ( ) নানা বিষয়ে যীশুর উপদেশ । প্রশৰ্থন বিষয়ে শিক্ষণ । SS o 'o' তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন ; যখন শেষ করিলেন, তাহীর শিষ্যদের মধ্যে এক জন তাহাকে কহিলেন, প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন, যেমন যোহনও আপন ২ শিষ্যদিগকে শিক্ষা দিয়াছিলেন। তিনি ১ তাহাদিগকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা কর, তখন বলিও, পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মাদ্য হউক । তোমার ৩ রাজ্য আইচুক । আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতি৪ দিন আমাদিগকে দেও। আর আমাদের পাপ সকল ক্ষমা কর ; কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না । আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে, আর সে যদি মধ্য রাত্রে তাহার নিকটে গিয়া বলে, “বন্ধু, আমাকে তিনখান ৬ রুটী ধার দেও, কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সম্মুখে ৭ রাখিবার আমার কিছুই নাই ; তাহ হইলে সেই ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে, ‘আমাকে কষ্ট দিও না, এখন দ্বার বদ্ধ, এবং আমার সন্তানের আমার কাছে শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে ৮ দিতে পারি না । আমি তোমাদিগকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয় তাহ না দেয়, তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন, ৯ তাহ দিবে। আর আমি তোমাদিগকে বলিতেছি, যাদ্ধা কর, তোমাদিগকে দেওয়া যাইবে ; অন্বেষণ কর, পাইবে ; দ্বারে আঘাত কর, তোমাদের জন্ত খুলিয়া ১০ দেওয়া যাইবে । কেনন যে কেহ যাজ্ঞা করে, সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে, সে পায় ; আর যে দ্বারে আঘাত করে, তাহার জন্ত খুলিয় দেওয় ১১ যাইবে । তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটী চাহিলে তাহাকে পাথর দিবে ? কিম্বা মাছ ১২ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে ? কিম্বা ডিম্ব ১৩ চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে ? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বৰ্গস্থ পিতা, যাহার। তাহার কাছে যাজ্ঞা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। ভূতদের বিষয়ে শিক্ষণ । আর ২ তিনি একটা ভুত ছাড়াইয়াছিলেন, সেট। গোগা । ভূত বাহির হইলে সেই গোগা কথা কহিতে লাগিল ; তাহাতে লোকেরা আশ্চৰ্য্য জ্ঞান করিল। ১৫ কিন্তু তাহদের মধ্যে কেহ কেহ বলিল, এ ব্যক্তি 6: S8 ت د د - و ة و ا كاد - هة ة نت هfتة ا لا ২ । মথি ১২ ; ২২-২৯, ৪৩-৪৫ । মাক ও ; ২৩-২৭ ৷ 0