* © ; २5-> 8 ; २8 । ] ২৯ আর পূর্ব ও পশ্চিম হইতে, এবং উত্তর ও দক্ষিণ হইতে লোকেরা আসিয়া ঈশ্বরের রাজ্যে বসিবে। ৩০ আর দেখ, যাহার শেষের, এমন কোন কোন লোক প্রথম হইবে, এবং যাহারা প্রথম, এমন কোন কোন লোক শেষে পড়িবে। সেই দণ্ডে কএক জন ফরীশী নিকটে আসিয়৷ র্তাহীকে বলিল, বাহির হও, এ স্থান হইতে চলিয়৷ যাও ; কেননা হেরোদ তোমাকে বধ করিতে ৩২ চাহিতেছেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বল, দেখ, আদ্য এবং কল্য আমি ভুত ছাড়াইতেছি, ও আরোগ্য সাধন করিতেছি, ৩৩ এবং তৃতীয় দিবসে সিদ্ধকৰ্ম্ম হইব । যাহা হউক, অদ্য, কল্য ও পরশ্ব আমাকে গমন করিতে হইবে : কারণ এমন হইতে পারে না যে, যিরশালেমের ৩৪ বাহিরে কোন ভাববাদী বিনষ্ট হয়। যিরশালেম, যিরশালেম, তুমি ভাববাদিগণকে বধ করিয়া থাক, ও তোমার নিকটে যাহার প্রেরিত হয়, তাহাদিগকে পাথর মারিয়া থাক । আমি কত বার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, যেমন কুকুট আপন শাবকদিগকে পক্ষের নীচে একত্র করে, কিন্তু তোমরা সম্মত হইলে না । ৩৫ দেখ, তোমাদের সেই গৃহ তোমাদের নিমিত্ত উৎসন্ন পড়িয়া রহিল। আর আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আমাকে আর দেখিতে পাইবে না, যে পৰ্য্যন্ত ন। সেই সময় আসিবে, যখন তোমরা বলিবে, “ধষ্ঠ তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন।” * ভোজন সময়ে দত্ত শিক্ষা । S8 তিনি এক বিশ্রামবারে প্রধান ফরীশীদের এক জন অধ্যক্ষের বাটীতে আহার করিতে গেলেন, আর তাহারা তাহার উপরে দৃষ্টি রাখিল । ২ আর দেখ, এক জন জলোদরী তাহার সম্মুখে ছিল । ৩ যীশু উত্তর করিয়া ব্যবস্থাবেত্তাদিগকে ও ফরাশীগণকে কহিলেন, বিশ্রামবারে আরোগ্য করা বিধেয় কি না ? ৪ কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাকে ধরিয়া সুস্থ করিলেন, পরে বিদায় দিলেন । ৫ আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কে আছে, যাহার সন্তান কিম্বা বলদ কুপে পড়িলে ৬ সে বিশ্রামবারে তখনই তাহাকে তুলিবে না ? তাহার এই সকল কথার উত্তর দিতে পারিল না। ৭ আর নিমন্ত্রিত লোকেরা কিরূপে প্রধান প্রধান আসন মনোনীত করিতেছে, তাহ লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে একটা দৃষ্টান্ত কহিলেন ; তিনি তাহা৮ দিগকে বলিলেন, যখন কেহ তোমাকে বিবাহ-ভোজে নিমন্ত্রণ করে, তখন প্রধান আসনে বসিও না ; কি জানি, তোমা হইতে অধিক সন্মানিত আর কোন ৯ লোক তাহার দ্বারা নিমন্ত্রিত হইয়াছে, আর যে ব্যক্তি ১ । মথি ২৩ ; ৩৭-৩৯ । * গীত ১১৮ ; ২৬। ○) লুক । C তোমাকে ও তাহাকে নিমন্ত্রণ করিয়াছে, সে আসিয়া তোমাকে বলিবে, ইহঁাকে স্থান দেও ; আর তখন তুমি লজ্জিত হইয়। নিম্নতম স্থান গ্রহণ করিতে ১• যাইবে । কিন্তু তুমি যখন নিমন্ত্রিত হও, তখন নিম্নতম স্থানে গিয়া বসিও ; তাহাতে যে ব্যক্তি তোমাকে নিমন্ত্রণ করিয়াছে, সে যখন আসিবে, তোমাকে বলিবে, বন্ধু, উচ্চতর স্থানে গিয়া বস ; তখন যাহার তোমার সহিত বসিয়া আছে, সকলের সাক্ষাতে তোমার ১১ গৌরব হইবে । কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে । আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল, তাহাকে তিনি বলিলেন, তুমি যখন মধ্যাহ্ন-ভোজ কিম্ব রাত্রি-ভোজ প্রস্তুত কর, তখন তোমার বন্ধুগণকে, বা তোমার ভ্রাতাদিগকে, বা তোমার জ্ঞাতিদিগকে কিম্বা ধনী প্রতিবাসিগণকে ডাকিও না : কি জানি তাহারাও তোমাকে পালটা নিমন্ত্রণ করিবে, আর তুমি ১৩ প্রতিদান পাইবে । কিন্তু তুমি যখন ভোজ প্রস্তুত কর, তখন দরিদ্র, নুল, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও ; ১৪ তাহাতে ধষ্ঠ হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছু নাই, তাই ধাৰ্ম্মিকগণের পুনরুত্থান সময়ে তুমি প্রতিদান পাইবে। এই সকল কথা শুনিয়, যাহারা বসিয়াছিল, তাহাদের মধ্যে এক ব্যক্তি তাহাকে কহিল, ধষ্ঠা ১৬ সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে । তিনি তাহাকে কহিলেন, কোন ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত ১৭ করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময়ে আপন দাস দ্বারা নিমন্ত্রিতদিগকে বলিয়৷ ১৮ পাঠাইলেন, আইস, এখন সকলই প্রস্তুত । তখন তাহারা সকলেই একমত হইয়া ছাড়িয়া দিতে বলিতে লাগিল। প্রথম জন তাহাকে কহিল, আমি একখানি ক্ষেত্র ক্রয় করিলাম, তাহ দেখিতে না গেলে নয় ; বিনতি করি, আমাকে ছাড়িয়া দিতে হইবে। ১৯ আর এক জন কহিল, আমি পাঁচ যোড়া বলদ কিনিলাম, তাহদের পরীক্ষা করিতে যাইতেছি । ২০ বিনতি করি, আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর এক জন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্ত ২১ যাইতে পারিতেছি না। পরে সে দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকৰ্ত্ত ক্রুদ্ধ হইয় আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরেয় পথে পথে ও গলিতে গলিতে যাও, ২২ দরিদ্র, নুল, খঞ্জ ও অন্ধদিগকে এখানে আন। পরে সে দাস কহিল, প্রভু, আপনি যাহ আজ্ঞা করিয়াছিলেন, তাহ করা গেল, আর এখনও স্থান আছে । ২৩ তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয় রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ ২৪ পরিপূর্ণ হয়। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, > & う○ 75
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।