পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইস্রায়েলের প্রতিমাপূজা ও মোশির ক্রোধ । లిచి পৰ্ব্বত হইতে নামিতে মোশির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারোণের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠন, আমাদের অগ্রগামী হইবার জন্ত আমাদের নিমিত্ত দেবতা নিৰ্ম্মাণ করুন, কেনন। যে মোশি মিসর দেশ হইতে আমাদিগকে বহির করিয়া আনিয়াছেন, সেই ব্যক্তির কি হইল, তাই। ২ আমরা জানি না। তখন হারেীণ তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্ৰকস্তাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আন । ৩ তাহাতে সমস্ত লোক তাহদের কর্ণ হইতে সুবর্ণ ৪ কুণ্ডল সকল খুলিয়া হারোণের নিকটে আনিল । তখন তিনি তাহাuদর হস্ত হইতে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন, এবং একটী ঢাল গোবৎস নিৰ্ম্মাণ করিলেন ; তখন লোকের বলিতে লাগিল, হে হস্রা য়েল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে ঐ তোমাকে বাহির করিয়া আনিয়াuছন । আর হারেীণ তাহ দেখিয় তাহার সম্মুখে এক বেদি নিৰ্ম্মাণ করিলেন, এবং হারেীণ ঘোষণা করিয়া দিলেন, বলিলেন, ৬ কল্য সদা প্রভুর উদ্দেশে উৎসব হইবে । তার লোকের পরদিন প্রত্যুষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থক নৈবেদ্য অনিল ; তার লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়। করিতে উঠিল । ৭ তখন সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি নামিয়। যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিসর হইতে বাহির করিয়া অনিয়াছ, তাহার। ভ্ৰষ্ট হইয়াছে । ৮ আমি তাহাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিয়। ছ. তাহার। শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে ; তাহার। আপনাদের নিমিত্ত এক ছাচে ঢাল গোবৎস নিৰ্ম্ম।ণ করিয়। তাহার কাuছ প্ৰণিপাত করিয়াছে, এবং ত৷হর উদ-শ বলিদান করিয়াছে ও বলিয়luছ, হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে ৯ বাহির করিয়া আনিয়াছেন। সদাপ্রভু মেশিকে আরও কহিলেন, আমি সেই লোকদিগকে দেখিলাম ; ১০ দেখ, তাহরী শক্ত গ্রীব জাতি । এখন তুমি ক্ষাত্ত হও, তাহীদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হউক, আমি তাহাদিগ-ক সংহার করে, তার তেম৷ হইতে ১১ এক বড় জাতি উৎপন্ন করি। তখন মোশি তাপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কহিলেন, হে সদাপ্রভূ, তোমার যে প্রজাদিগকে তুম মহাপরাক্রম ও বলবন হস্ত দ্বারা মিসর দেশ হইতে বাহির করিয়ছ, তাহtcদর বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হইবে ? -১২ মিত্ৰীয়ের কেন বলিব, অনিষ্টর নিমিত্তে, পৰ্ববতময় অঞ্চলে তাহাদিগকে নষ্ট করিতে ও ভূতল হইতে লোপ করিতে, তিনি তাহাদিগকে বাহির করিয়৷ যাত্রীপুস্তক । [ <) * ; > - २१ ।। আনিয়াছেন ? তুমি নিজ প্রচণ্ড ক্ৰোধ সংবরণ কর, ও আপন প্রজluদর অনিষ্টকরণ বিষয়ে ক্ষান্ত হও । ১৩ তুমি নজ দাস অব্রাহাম, ইসহাক ও যাকোবকে স্মরণ কর, যাহাঁদের কাছে তুমি নিজ নামের দিব্য করিয়া বলিয়া,ছল, আমি আকাশের তারগণের স্থায় তোমাদের বংশবৃদ্ধি করিব, এবং এই যে সমস্ত দেশের কথা কহিলাম ইহ। তোমাদের বংশকে দিব, তাহার চিরকালের জন্য ইহা অধিকার করিবে । তখন সদাপ্রভু আপন প্রজাuদর যে অনিষ্ট করবার কথা বলিয়tছিলেন, তাহ হইতে ক্ষান্ত হইলেন । পরে মোশে মুখ ফিরাইলেন, সাক্ষ্যের সেই দুই প্রস্তরফলক হস্তে লইয়৷ পকত হইতে না,মলন ; সেই প্রস্তরফলকের এপুঞ্জ ওপৃষ্ঠ ছুই পৃষ্ঠই লেখা ছিল। ১৬ সেই প্রস্তরফলক ঈশ্বরের নিৰ্ম্মিত, এবং সেই লেখা ১৭ ঈশ্বরের লেখা, ফলকে খোদিত । পরে যিহে।শুয় কোলাহলকারী লোকদের রব শুনিয়া মোশক কহলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে । তিনি কহিলন, উহ। ত জয়ধ্বনির শব্দ নয়, পরাজয়ধ্বনিরও শব্দ নয় ; আমি গtuনর শবদ শুনিতে পাইতেছি । পরে তিনি শিবিরের নিকটবৰ্ত্তী হইলে ঐ গে। বৎস এবং নু ত্য দেখিলেন ; তাহাতে মোশি ক্রোধে প্রজ্বলিত হইয়। পববতের তলে আপন হস্ত হইতে সেই দুই খান প্রস্তরফলক ন-ক্ষপ কfরয় ভ।iঙ্গয় ফেলিলেন । ২০ আর তাহদের নিৰ্ম্মিত গোবৎস লইয়। আগুনে পোড়াইয়া দিলেন, এবং তাহ ধূলিবৎ পিষিয়া জলের উপরে ছড়াইয়৷ ই শ্রয়েল-সন্তানগণকে পান করাহলেন । পরে মোশি হার ৭cক কহিলন, ঐ লোকেরা তোমার কি করিয়াfছল যে, তুমি উহাদের উপরে ২২ এমন মহাপাপ বৰ্ত্ত। -লে ? হারোণ কহিলন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হউক । আপনি লোক২৩ দিগ-ক জানেন যে, তাহার। &ষ্টতায় আসক্ত । তাই রা আমাক কহিল, তামcদর অগ্রগামী হইবার জন্ত আমাদের নিমত্ত দেবতা নিৰ্ম্ম।ণ করুন, কেননা যে মোশি মিসর দেশ হইতে আম৷fদগকে বাহির করিয়৷ আ নিয়ছেন, সেই ব্যক্তির কি হইল, তাহ। আমরা জানি না । তথন আlাম কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে, সে তাই খুলিয়।দউক : তাহার। তামাক দিল ; পরে ত৷ম তাহ। আগ্র-ত নিক্ষেপ করিলে ঐ বৎসটা নির্গত হইল । পরে মোশি দেখিলন, লেt.কম স্বেচ্ছাচারী হইয়tuছ, কেনন। হারেীণ শক্র.দর মধ্যে বিএ পর জন্তু ২৬ তাহাদিগকে স্বচ্ছাচারী ইহতে দিয়াছিলেন । তখন মেশ শিবিরের দ্বারে দড় হয়। কহিলেন, সদাপ্রভুর পক্ষ কে ? সে আমার নিকটে আইথক । তাহতে লেবির সন্তানের সকল তাহার নিকটে একত্ৰ হই ল ৷ তিনি তাহাদিগকে কহিলন, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্ব , এই কথা কহেন, তোমরা ও ত্যেক জন আiপন আপন ডকুতে খড়গ বধ, ও শিবরের মধ্য দেয়। এক > 8 y & > b సి ミ8 こ● 76