* レン বৎস, স্মরণ কর ; তোমার মুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রুপ দুঃখ পাইয়াছে ; এখন সে এই স্থানে সান্তন পাইতেছে, আর তুমি যন্ত্রণা ২৬ পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্তস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহার তোমাদের কাছে যাইতে চাহে, তাহার না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ ২৭ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতঃ, আমার ২৮ পিতার বাটাতে উহাকে পাঠাইয়া দিউন ; কেননা আমার পাচটা ভাই আছে ; সে গিয় তাহদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা-স্থানে না ২৯ আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহদের নিকটে মোশি ও ভাববাদিগণ আছেন ; তাহদেরই কথা ৩০ তাহারা শুনুক । তখন সে বলিল, তাহ নয়, পিতঃ অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ৩১ ফিরাইবে । কিন্তু তিনি তাহাকে কহিলেন, তাহারা যদি মোশির ও ভাববাদিগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহার মানিবে না । ক্ষমা প্রভৃতি বিষয়ক উপদেশ । Sማ যীশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে, এমন হইতে পারে না ; কিন্তু ধিক্ তাহাকে, যাহার দ্বারা উপস্থিত হইবে । ২ সে যে এই ক্ষুদ্রগণের মধ্যে এক জনের বিঘ্ন জন্মায়, ইহা অপেক্ষ বরং তাহার গলায় যাতা বাধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলে তাহার পক্ষে ভাল । ৩ তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাক । তোমার ভ্রাতা যদি পাপ করে, তাহাকে অনুযোগ করিও ; আর সে যদি অনুতাপ করে, তাহাকে ক্ষমা করিও । ৪ আর যদি সে এক দিনের মধ্যে সাত বার তোমার বিরুদ্ধে পাপ করে, আর সাত বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, অনুতাপ করিলাম, তবে তাহাকে ক্ষমা করিও । ৫ আর প্রেরিতের প্রভুকে কহিলেন, আমাদের ৬ বিশ্বাসের বৃদ্ধি করুন। প্রভু কহিলেন, একটা সরিষাদানার মত বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে এই স্বকামিন গাছটাকে বলিবে, তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও, আর এ তোমাদের ৭ কথা মানিবে। আর তোমাদের মধ্যে এমন কে আছে, যাহার দাস হাল বহিয়৷ কিম্বা মেষ চরাইয়া ক্ষেত্র হইতে ভিতরে অসিলে সে তাহীকে বলিবে, তুমি ৮ এখনই আসিয়৷ থাইতে বস’ ? বরং তাহাকে কি বলিবে না, আমি কি খাইব, তাহার আয়োজন কর, এবং আমি যতক্ষণ ভোজন পান করি, ততক্ষণ কোমর বাধিয়া আমার সেবা কর, তাহার পর তুমি ভোজন 78 লুক । | ۹ ډ ; ۹ د ســــــنه ج ; نئ د ] ৯ পান করিবে’ ? সেই দাস আজ্ঞা পালন করিল ১০ বলিয়া সে কি তাহার ধন্যবাদ করে ? সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও, আমরা অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম, তাহাই করিলাম । যীশু দশ জন কুষ্ঠীকে শুচি করেন। ১১ ফিরশালেমে যাইবার সময়ে তিনি শমরিয়া ও ১২ গালীল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময়ে দশ জন কুষ্ঠ তাহার সম্মুখে পড়িল, তাহার দূরে দাড়াইল, ১৩ আর তাহারা উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, যীশু, নাথ, ১৪ আমাদিগকে দয়া করুন । তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত ১৫ হইল। তখন তাহদের এক জন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ১৬ ফিরিয়া আসিল, এবং যীশুর চরণে উবুড় হইয়া পড়িয় তাহার ধন্যবাদ করিতে লাগিল ; সেই ব্যক্তি শমরীয়। ১৭ যীশু উত্তর করিয়া কহিলেন, দশ জন কি শুচীকৃত ১৮ হয় নাই ? তবে সেই নয় জন কোথায় ? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে, এই অন্তজাতীয় লোকটী ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া ১৯ গেল না ? পরে তিনি তাহীকে বলিলেন, উঠিয় চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। যীশুর নানাবিধ শিক্ষা । ঈশ্বরের রাজ্য অগসিবণর বিষয়ে শিক্ষণ । ফরাশীরা তাহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাকজমকের সহিত আইসে ২১ না ; আর লোকে বলিবে না, দেখ, এই স্থানে ! কিম্বা ঐ স্থানে । কারণ দেখ, ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে । আর তিনি শিষ্যদিগকে কহিলেন, এমন সময় আসিবে, যখন তোমরা মনুষ্যপুত্রের সময়ের এক দিন দেখিতে ইচ্ছা করিবে, কিন্তু দেখিতে ২৩ পাইবে মা। তখন লোকের তোমাদিগকে বলিবে, দেখ, ঐ স্থানে ! দেখ, এই স্থানে ! যাইও না, ২৪ পশ্চাদগমন করিও না । কেননা বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক্ হইতে চমকাইলে আকাশের নীচে অষ্ঠ দিক পৰ্য্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্ৰ ২৫ আপনার দিনে সেইরূপ হইবেন । কিন্তু প্রথমে তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে এবং এই কালের ২৬ লোকদের কাছে অগ্রাহ্য হইতে হইবে। ১ আর নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময়েও ২৭ তদ্রুপ হইবে। লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিত হইত, যে পর্যান্ত না নোহ জাহাজে ১ । মথি ২৪ ; ૨ ૦ RR v9 ° -> |
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।