পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○" ; ミレー、レ; ミ8 ] প্রবেশ করিলেন, আর জলপ্লাবন আসিয়া সকলকে ২৮ বিনষ্ট করিল । * সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল—লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষ ২৯ রোপণ ও গৃহ নিৰ্ম্মাণ করিত ; কিন্তু যে দিন লোট সদৌম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয় সকলকে বিনষ্ট করিল— ৩০ মনুষ্যপুত্র যে দিন প্রকাশিত হইবেন, সে দিনেও ৩১ সেইরূপ হইবে। সেই দিন যে কেহ ছাদের উপরে থাকিবে, আর তাহার জিনিষপত্র ঘরে থাকিবে, সে তাহ লইবার জন্ত নীচে না নামুক ; আর তদ্রুপ যে কেহ ক্ষেত্রে থাকিবে, সেও পশ্চাতে ফিরিয়া ৩২,৩৩ ন৷ আইম্বক। লোটের স্ত্রীকে স্মরণ করিও f । যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে, সে তাহা হারাইবে ; আর যে কেহ প্রাণ হারায়, সে ৩৪ তাহ বাচাইবে । আমি তোমাদিগকে বলিতেছি, সেই রাত্রিতে দুই জন এক বিছানায় থাকিবে, তাহীদের এক জনকে লওয়া যাইবে, এবং অন্ত জনকে ছাড়িয়া ৩৫ যাওয়া হইবে। দুইটী স্ত্রীলোক একত্র যাত পিষিবে ; তাহীদের এক জনকে লওয়া যাইবে, এবং অন্ত জনকে ৩৬ ছাড়িয়া যাওয়া হইবে । তখন তাহারা উত্তর করিয়া ৩৭ তাহাকে বলিলেন, হে প্রভু, কোথায় ? তিনি তাহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে। Sbr আর তিনি তাহাদিগকে এই ভাবের একটা দৃষ্টান্ত কহিলেন যে, তাহদের সর্বদাই প্রার্থন ২ করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বলিলেন, কোন নগরে এক বিচারকত্তা ছিল, সে ৩ ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অস্ত্যায়ের প্রতীকার করিয়া আমার ৪ বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছু কাল পর্য্যন্ত সম্মত হইল না ; কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, ৫ মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অষ্ঠায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সৰ্ব্বদা আসিয়া আমাকে জ্বালাতন ৬ করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুন, ঐ অধাৰ্ম্মিক ৭ বিচারকর্তা কি বলে । তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অদ্যায়ের প্রতীকণর করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহীদের বিষয়ে দীঘসহিষ্ণু ? ৮ আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহীদের পক্ষে অন্যায়ের প্রতীকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন ? পাপক্ষমার বিষয়ে শিক্ষণ । যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে

  • আদি ৭ অধ্যায় ।

প্রার্থনার বিষয়ে শিক্ষণ । re + আদি ১৯ ; ২৬ ৷ t s লুক ।

  • > .

করিত যে, তাহারাই ধাৰ্ম্মিক, এবং অস্থ্য সকলকে হেয়ঞ্জান করিত, এমন কএক জনকে তিনি এই দৃষ্টান্ত ১০ কহিলেন । দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্ত ধৰ্ম্মধামে গেল : এক জন ফরাশী, আর এক জন করগ্রাহী । ১১ ফরাশী দাড়াইয় আপন আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অস্ত্য সকল লোকের—উপদ্রবী, অস্থায়ী, ও ব্যভিচারীদের—মত কিম্বা ঐ করগ্রাহীর মত ১২ নহি ; আমি সপ্তাহের মধ্যে দুই বার উপবাস করি, ১৩ সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাড়াইয়া স্বগের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি ১৪ দয়া কর । আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধাৰ্ম্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয় ; কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে ; কিন্তু যে আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে। শিশুদের বিষয়ে শিক্ষণ । আর ১ লোকেরা আপনাদের ছোট শিশুদিগকেও তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পশ করেন । শিষ্যেরা তাহ দেখিয় তাহাদিগকে ভৎসনা করিতে লাগিলেন । কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দেও, উহাদিগকে বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে কেহ শিশুবৎ হইয়৷ ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোন মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না । ধনাসক্তির বিষয়ে শিক্ষণ । এক জন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল, হে সদগুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব ? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ ? এক জন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞ সকল জান, “ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যাসাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও।” * সে কহিল, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। এ কথা শুনিয়া যীশু তাহাকে কহিলেন, এখনও এক বিষয়ে তোমার ক্রটি আছে ; তোমার যাহা কিছু আছে, সমস্ত বিক্রয় কর, আর দরিদ্রদিগকে বিতরণ কর, তাহাতে স্বর্গে ধন পাইবে ; আর আইস, আমার পশ্চাদগামী হও । ২৩ কিন্তু এ কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল, ২৪ কারণ সে অতিশয় ধনবান ছিল । তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া যীশু কহিলেন, যাহাঁদের ধন আছে, اهد - و دو ه د گاه دارای دو د آباد * যাত্রা ২০ ; ১২-১৬ ৷ > 6. > 。 > * >bア ૨૦ ミン

  • ース

9